বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: ছন্দে নেই জাদেজা, ব্যাটিংয়ে তারকা অলরাউন্ডারকে নীচে খেলানোর আভাস কোচ ফ্লেমিংয়ের

IPL 2022: ছন্দে নেই জাদেজা, ব্যাটিংয়ে তারকা অলরাউন্ডারকে নীচে খেলানোর আভাস কোচ ফ্লেমিংয়ের

সিএসকে জার্সিতে ব্যাটিংরত জাদেজা। ছবি- সিএসকে। (Chennai Super Kings Twitter)

এ মরশুমে দশ ম্যাচে মাত্র ১৯.৩৩-র গড়ে ১১৬ রান করেছেন রবীন্দ্র জাদেজা।

এ মরশুমটা চেন্নাই সুপার কিংসের জন্য একেবারেই ভাল কাটছে না। দশটির মধ্যে সাতটি ম্যাচ হেরে ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ফর্মও বিশাল চিন্তার কারণ। দশ ম্যাচে মাত্র পাঁচটি উইকেট ও ১৯.৩৩-র গড়ে ১১৬ রান করেছেন তিনি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বিরুদ্ধেও বুধবার (৪ মে) ম্যাচে মাত্র তিন রানে আউট হন জাদেজা, দল হারে ১৩ রানে। স্বাভাবিকভাবেই জাদেজার ফর্ম নিয়ে উদ্বেগ বাড়ছে। সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং দলের তারকা অলরাউন্ডারের ফর্ম নিয়ে খুব বেশি চিন্তিত না হলেও, আসন্ন ম্যাচগুলিতে তাঁকে ব্যাটিং অর্ডারের ডিমোট করার পূর্বাভাস দিয়ে রাখলেন। সাংবাদিক সম্মেলনে ফ্লেমিং বলেন, ‘আমি চিন্তিত নই। টি-টোয়েন্টি ফর্ম্যাটটা বেশ কঠিন এবং কেউ যখন পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করে, তখন ছন্দ বা ফর্ম ফিরে পেতে তার কাছে খুব একটা সময়-সুযোগ থাকে না। আমরা আসন্ন ম্যাচগুলির জন্য সম্ভাব্য সবচেয়ে ভাল ব্যাটিং অর্ডার মাঠে নামাব। তবে ওর (জাদেজা) ফর্ম নিয়ে আমি চিন্তিত নই।’

দল যে এ মরশুমে সব বিভাগেই যোগ্যতা অনুযায়ী পারফর্ম করতে পারেনি, সেকথাও সাফ জানিয়ে দিচ্ছেন সিএসকে কোচ ফ্লেমিং। ‘আমাদের ফিল্ডিং এবং যে পরিমাণ ক্যাচ ফেলেছি, তা অবশ্যই চিন্তার কারণ। অনেক ম্যাচই আমরা অল্পের জন্য হেরেছি। হয় কেউ আমাদের নাগাল থেকে ম্যাচ বের করে নিয়ে গিয়েছেন, নয়তো আমরা নিজেরাই জিততে ব্যর্থ হয়েছি। এমন প্রতিযোগিতায় ফর্মে না থাকলে এমনটাই তো হয়। তিন বিভাগেই আমরা যোগ্যতামতো পারফর্ম করিনি।’ দাবি ফ্লেমিংয়ের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন