মাঠে এসেছিলেন বান্ধবী আথিয়া এবং হবু শ্বশুর সুনীল শেট্টি। তাঁদের সামনেই প্রথম বলে বোল্ড হয়ে যান লখনউ সুপার জায়েন্টসের অধিনায়ক কে এল রাহুল। তারপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল মিম। নেটিজেনদের একাংশ মজা করে বললেন, প্রথম বলে আউট হওয়ার আর দিন পেলেন না রাহুল!
আইপিএলের ‘সুপার সানডে’-তে লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছ'উইকেটে ১৬৫ রান তোলে রাজস্থান রয়্যালস। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টে়ডিয়ামে সেই রান তাড়া করতে নামেন রাহুল এবং কুইন্টন ডি'কক। কিন্তু লখনউয়ের ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান রাহুল। ট্রেন্ট বোল্টের দক্ষতার কাছে স্রেফ বশ্যতা স্বীকার করতে বাধ্য হন। অফস্টাম্পের বাইরে ফুল বল করেন নিউজিল্যান্ডের তারকা পেসার। শেষমুহূর্তে বল সুইং করে। তা সামলাতে পারেননি রাহুল। লেগসাইডে খেলার চেষ্টা করলেও ব্যাট এবং প্যাডের মধ্যে দিয়ে স্টাম্পে আছড়ে পড়ে বল।
রাহুল আউট হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা শুরু হয়। এক নেটিজেন বলেন, 'আথিয়া এবং সুনীল শেট্টি - দু'জনেই রাহুলকে দেখতে এলেন। আর ভাই, শূন্য রানেই আউট হয়ে গেলেন।' একইসুরে অপর এক নেটিজেন লেখেন, 'আথিয়া শেট্টির সামনে মান-মর্যাদা ডুবিয়ে দিলেন। শ্বশুর সুনীল শেট্টি নতুন জামাই খুঁজতে বেরিয়ে গিয়েছেন।' অপর একজন ছবি পোস্ট করে লেখেন, 'আথিয়াকে সুুনীল শেট্টি বলছেন, এই তোমার বয়ফ্রেন্ড?'
উল্লেখ্য, রবিবার রাজস্থানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে তিন রানে হেরে গিয়েছে লখনউ। জয়ের জন্য শেষ ওভারে ১৫ রান দরকার ছিল রাহুলদের। হাতে ছিল দু'উইকেট। প্রথম বলে এক রান নিযে মার্কাস স্টইনিসকে স্ট্রাইক দেন আবেশ খান। কিন্তু দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বলে কোনও রান হয়নি। পঞ্চম বলে চার মারেন স্টইনিস। ছক্কা মারেন শেষ বলে। তাতে অবশ্য লাভ হয়নি লখনউয়ের। তিন রানে হেরে যান রাহুলরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।