নিরাপদে নেই যুজবেন্দ্র চাহালের সম্পত্তি। ব্যবধান বজায় রাখতে না রাখতে না পারলে অবিলম্বে খোয়া যাবে যুজির পার্পল ক্যাপ। দেখুন কারা রয়েছেন IPL 2022-এর সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায়।
1/5৮ ম্যাচে ১৮টি উইকেট নিয়ে চলতি আইপিএলের সব থেকে বেশি উইকেটশিকারিদের তালিকায় এক নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। আপাতত তাঁর বেগুনি টুপি নিরাপদে রয়েছে বলে মনে হচ্ছে না। উমরান মালিকরা পিছন থেকে যেভাবে উঠে আসছেন, ব্যবধান বজায় রাখতে যথেষ্ট পরিশ্রম করতে হবে চাহালকে।
2/5প্রথম দশেই ছিলেন না। তবে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৫ উইকেট নেওয়ার সুবাদে আইপিএলের বেগুনি টুপির দৌড়ে একলাফে দ্বিতীয় স্থানে উঠে আসেন উমরান মালিক। সানরাইজার্স তারকার ঝুলিতে রয়েছে আপাতত ৮ ম্যাচে ১৫টি উইকেট।
3/5উমরান দ্বিতীয় স্থানে উঠে আসায় চলতি আইপিএলের সব থেকে বেশি উইকেটশিকারিদের তালিকায় তৃতীয় স্থানে পিছিয়ে যেতে হয় হায়দরাবাদেরই টি নটরাজনকে। যদিও তাঁর দখলেও রয়েছে ৮ ম্যাচে ১৫টি উইকেট।
4/5চলতি আইপিএলের বেগুনি টুপির দৌড়ে আপাতত চার নম্বরে রয়েছেন ডোয়েন ব্র্যাভো। সিএসকে তারকার সংগ্রহে রয়েছে ৮ ম্যাচে ১৪টি উইকেট।
5/5হায়দরাবাদের বিরুদ্ধে ৩ উইকেট নেওয়ার সুবাদে টুর্নামেন্টে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় পাঁচ নম্বরে উঠে আসেন মহম্মদ শামি। ৮ ম্যাচে তাঁর সংগৃহীত উইকেট সংখ্যা ১৩।