রাজস্থান রয়্যালস ২০২২ আইপিএল অভিযান শুরু করবে ২৯ মার্চ থেকে। পুণের এমসিএ স্টেডিয়ামে প্রথম ম্যাচে সঞ্জু স্যামসনরা মুখোমুখি হবেন সানরাইজার্স হায়দরাবাদের। এ বারের মেগা নিলামে রাজস্থান একটি ব্যালেন্সড টিম করার চেষ্টা করেছে। দেবদূত পাডিক্কাল, শিমরন হেতমায়ের, রাসি ভ্যান ডার দাসেন, ডারিল মিচেলের মতো প্লেয়ারদের তারা নিলামে কিনেছে। সেই সঙ্গে আবার রিয়ান পরাগদের মতো প্রতিভাবান তরুণদেরও সুযোগ দিয়েছে। আবার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে রিটেন করেছে রাজস্থান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজস্থান রয়্যালসের দেবদূত পাডিক্কালকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কুমার সাঙ্গাকারা।
একটি সাক্ষাৎকারে রয়্যালসের কোচ সাঙ্গাকারা নিজের দল সম্পর্কে বিশদ ভাবে আলোচনার সময়ে পাডিক্কালের উল্লেখ বিশেষ ভাবে করেছেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ‘যদি তুমি খেলতে সাঙ্গা, তা হলে দেবদত্ত পাডিক্কল, হেতমায়ার এবং যশস্বী জয়সওয়ালের মতো প্লেয়ারদের কোন জিনিসটা ভালো লাগত?’
এই প্রশ্নের উত্তরে রাজস্থানের কোচ বলেছেন, ‘দেবদত্ত পাডিক্কাল লেগ-সাইডে দুরন্ত খেলে, ফ্লিক এবং গতির বিরুদ্ধে ওর ক্ষমতা অসাধারণ।’ তিনি আরও বলেছেন, ‘জয়সওয়াল.. অফ-সাইড খেলার ক্ষেত্রে ওর শক্তি এবং উদ্যম দুরন্ত।’
হেটমায়ারের ছক্কা মারার ক্ষমতা এবং রিয়ান পরাগের মজা করে ছক্কা মারা নিয়েও সাঙ্গাকারা উচ্ছ্বসিত।
তবে পাডিক্কাল নিয়ে উচ্ছ্বাসটা তাঁর একটু বেশিই। তিনি বলেছেন, রাজস্থানের তরুণ ক্রিকেটার একজন সুদক্ষ খেলোয়াড়। শ্রীলঙ্কার প্রাক্তন তারকা ক্রিকেটার দাবি করেছেন, ‘আমি গত দুই মরশুমে দেবদত্ত পাডিক্কালকে দেখছি। ও একজন অসাধারণ এবং দক্ষ খেলোয়াড়। ও দলের জন্য অত্যন্ত মূল্যবান।’