পঞ্জাব কিংসের হয়ে মরশুমের শুরুটা তুলনামূলক মন্থরভাবেই করেছিলেন শিখর ধাওয়ান। তবে প্রতি মরশুমেই আইপিএলের কমলা টুপি বা ‘অরেঞ্জ ক্যাপ’ (সর্বোচ্চ রানসংগ্রাহক) দৌড়ে সামিল থাকেন শিখর। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে তুখড় এক ইনিংস খেলে ফের একবার সেই দৌড়ে নিজের নাম লিখিয়ে নিলেন অভিজ্ঞ ওপেনার।
মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ৫০ বলে ৭০ রানের একটি সুন্দর ইনিংস খেলেন শিখর ধাওয়ান। এর সুবাদেই এক লাফে কমলা টুপির দৌড়ে তিন নম্বরে উঠে এলেন তিনি। পাঁচ ম্যাচে ৩৯.৪০-র গড় ও ১৩৩.১০-র স্ট্রাইক রেটে এখনও অবধি তাঁর মোট সংগ্রহ ১৯৭ রান। এই তালিকায় শিখরের আগে কেবল জোস বাটলার (২১৮ রান) ও শিবম দুবে (২০৭ রান) রয়েছেন। রবিন উথাপ্পা (১৯৪ রান) ও কুইন্টন ডি'কক (১৮৮ রান) মিলে এই তালিকার প্রথম পাঁচ পূর্ণ করেন।
তবে পঞ্জাবের ওডিন স্মিথ এই ম্যাচে চারটি উইকেট নিলেও, তিনি কিন্তু বেগুনি টুপি বা ‘পার্পল ক্যাপ’ (সর্বোচ্চ উইকেটশিকারী) তালিকার প্রথম পাঁচের ধারেকাছে নেই। পাঁচ ম্যাচে ছয় উইকেট নিয়ে, তিনি রয়েছেন ১৬ নম্বরে। পঞ্জাব-মুম্বই ম্যাচে বেগুনি টুপির তালিকায় প্রথম পাঁচে কোনওরকম রদবদলই হয়নি। এই তালিকায় এক থেকে পাঁচে রয়েছেন যথাক্রমে যুজবেন্দ্র চাহাল (১১ উইকেট), উমেশ যাদব (১০ উইকেট), কুলদীপ যাদব (১০ উইকেট), ওয়ানিন্দু হাসারাঙ্গা (১০ উইকেট) ও টি নটরাজন (৮ উইকেট)।
আইপিএলের বিস্তারিত খবরাখবর জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।