বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: কোথায় বিরোধ? DC-র বিরুদ্ধে রোহিত আউট হতেই বিরাটের প্রতিক্রিয়ায় মাতল নেটদুনিয়া

IPL 2022: কোথায় বিরোধ? DC-র বিরুদ্ধে রোহিত আউট হতেই বিরাটের প্রতিক্রিয়ায় মাতল নেটদুনিয়া

রোহিত আউট হতে হতাশ বিরাট কোহলি। ছবি- টুইটার।

দিল্লির বিরুদ্ধে ১৩ বলে মাত্র দুই রান করে আউট হন রোহিত শর্মা।

শনিবার মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালসের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইপিএলের প্লে-অফে যাওয়ার ভাগ্য এই ম্যাচে মুম্বইয়ের জয়ের উপরই নির্ভরশীল ছিল। ম্যাচের আগে আরসিবির সোশ্যাল মিডিয়ার রং বদলে ফেলা থেকে বিরাট কোহলি, ফ্যাফ ডু'প্লেসিদের মুম্বইয়ের সমর্থনে গলা ফাটানো কিছুই বাকি ছিল না।

গোটা আরসিবি দলই এদিন একসঙ্গে বসে মুম্বইয়ের খেলা দেখছিল। তবে ১৬০ রান তাড়া করতে নেমে মুম্বইয়ের শুরুটা একেবারেই ভাল হয়নি। মুম্বই ভীষণই মন্থর গতিতে ম্যাচের শুরুটা করেন। এক অত্যন্ত হতাশাজনক ইনিংসের পর ১৩ বলে মাত্র ২ রান করেই সাজঘরে ফেরেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। রোহিত আউট হতেই হতাশায় মুখে হাত দিয়ে বসে পড়েন কোহলি। আরসিবির শেয়ার এক ভিডিয়োয় সেই প্রতিক্রিয়া দেখা যায়। আর এই প্রতিক্রিয়ায় ভাইরাল।

বিরাটের এই প্রতিক্রিয়া দেখে এক নেটিজেন লেখেন, ‘রোহিত শর্মা আউট হতেই বিরাট কোহলির প্রতিক্রিয়া দেখুন। বিশুদ্ধ রোহিরাট (রোহিত যোগ বিরাট) বন্ড।’ আরেকজন লেখেন, ‘ভাল বন্ধুদের রোজ কথা বলা বা ছবি তোলার প্রয়োজন হয়না। ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা।’ আরেক নেটিজেন লেখেন, ‘রোহিতের সমালোচকদের মুখ বন্ধ। বিরাট কোহলি জানেন রোহিত শর্মা কতটা গুরুত্বপূর্ণ……ওর প্রতিক্রিয়াই তো বলে দিচ্ছে। হিটম্যানের মজবুতভাবে কামব্যাক করার প্রয়োজন রয়েছে।’

অবশ্য শেষমেশ মুম্বই পাঁচ উইকেট এবং পাঁচ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। টিম ডেভিড মাঠে নেমে ১১ বলে ৩৪ রানের ইনিংস খেলে ম্যাচের গতি সম্পূর্ণ বদলে দেন। এই জয়ের ফলেই চতুর্থ দল হিসাবে প্লে-অফে পৌঁছয় কোহলিদের আরসিবি। ২৫ মে এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবেন তাঁরা।

বন্ধ করুন