শুভব্রত মুখার্জি: আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংস তাদের ১০ম ফাইনালে পৌঁছে গিয়েছে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন সিএসকে রবিবাসরীয় রাতে তাদের পঞ্চম আইপিএলের শিরোপা জেতার জন্য লড়াই চালাবে। ১৪টি মরশুমে দলকে নেতৃত্ব দিয়ে ১০ বার ফাইনালে খেলার এক অভূতপূর্ব নজির গড়েছেন ধোনি। সিএসকে দলের প্রতিটি ক্রিকেটারের কাছেই তিনি যেন গুরুজনের মতন। তাদেরকে আগলে রাখা থেকে শুরু করে কখন কোন সময়ে, কী করতে হবে সেই বিষয়েও পরামর্শ দিয়ে তাদেরকে পথ দেখান ধোনি। ঠিক এই ঘটনাই ঘটেছিল দলের পেসার দীপক চাহারের ক্ষেত্রেও। ১৬ তম আইপিএলের ফাইনালের আগে এমন অজানা কাহিনীই শোনালেন দীপক।
সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে দীপক চাহার জানিয়েছেন তিনি তাঁর স্ত্রী জয়াকে ২০২১ সালের আইপিএলের ফাইনালের পরেই বিয়ের প্রস্তাব (প্রপোজ) দিতে চেয়েছিলেন। তবে ধোনিই নাকি তাঁকে পরামর্শ দিয়েছিলেন ফাইনালের পরে নয় প্লে অফের আগেই জয়াকে বিয়ের প্রস্তাবের। ২০২১ সালের ৭ অক্টোবর সিএসকে তাদের শেষ গ্রুপ ম্যাচ খেলেছিল। পঞ্জাব কিংসের বিরুদ্ধে সেই ম্যাচ খেলেছিল সিএসকে। ওই ম্যাচ শেষ হওয়ার পরেই দীপক চাহার গ্যালারিতে এসে জয়ার প্রপোজ করেন। যে ছবি মুহূর্তে ভাইরাল হয়েছিল।
সিএসকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও সেই ঘটনার ভিডিয়ো এবং ছবি পোস্ট করেছিল। দুজনকেই শুভেচ্ছা জানানো হয়েছিল ফ্র্যাঞ্চাইজির তরফে। ধোনির এই পরামর্শের পিছনে যুক্তি ছিল দীপক চাহার এই প্রপোজপর্ব প্লে অফের আগেই মিটিয়ে ফেললে তার পক্ষে প্লে অফ এবং পরবর্তীতে ফাইনালের জন্য মনোনিবেশ করা অনেকটাই সহজ হবে। গৌরব কাপুরের 'ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন' নামক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দীপক চাহার। জয়া ভরদ্বাজকে বিয়ের প্রস্তাব দেওয়ার বিষয়টি নিয়ে দীপক চাহার জানিয়েছেন ধোনি তাঁকে বলেছিলেন প্লে অফের আগেই এই প্রপোজপর্ব সেরে নিতে যাতে করে কোনওভাবে এই বিষয়টি প্লে অফ ম্যাচে তাঁর উপর প্রভাব না ফেলে। দীপক চাহার বলেন 'মাহি ভাই আমার কাছে আসে। আমাকে পরামর্শ দেয় প্লে অফের আগেই জয়াকে প্রপোজ করতে। যদিও আমি চেয়েছিলাম ফাইনালের পরেই জয়াকে প্রপোজ করতে।' সেই প্রপোজ পর্বের ভিডিয়ো চেন্নাইয়ের এই পেস বোলিং অলরাউন্ডার তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।