চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং শনিবার বলেছেন যে, আইপিএল ফাইনালের জন্য গুজরাট টাইটান্সের বিরুদ্ধে চারবারের বিজয়ীরা পুরো প্রস্তুত। এবং অতীতের যে কোনও সময়ের চেয়ে তারা ভালো জায়গায় রয়েছে।
ফ্লেমিং বলেছেন, ফাইনালে সিএসকে-এর জয়-পরাজয়ের অনুপাত প্রায় ৫০ শতাংশের কাছাকাছি। তবে তারা সাধারণত চিপকের হোম ভেন্যুর পরিস্থিতি এবং পিচগুলি মাথায় রেখে তাদের স্কোয়াড তৈরি করে থাকে। কিন্তু এ বার চেন্নাই যে কোনও দলের বিরুদ্ধে, যে কোনও শর্তে জিততে প্রস্তুত থাকবে। এমনটাই জানিয়েছেন ফ্লেমিং। এ দিকে রবিবার গুজরাটের আমদাবাদে ফাইনালের সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ফ্লেমিং প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে অবশ্য বলেছেন, ‘আমরা চেন্নাইয়ের জন্য নিজেদেরকে এতটা ভালো ভাবে প্রস্তুত করেছি যে, আমরা অনেক সময় বাইরের খেলায় কন্ডিশনের সঙ্গে লড়াই করেছি। তাই ফাইনাল সব সময়েই একটু চ্যালেঞ্জের ছিল, এবং ফাইনাল জেতার প্রায় ৫০ শতাংশ রেকর্ড রয়েছে আমাদের।’
আরও পড়ুন: MI হোক বা টিম ইন্ডিয়া, প্রয়োজনে কখনও খেলতে পারেনি রোহিত- ক্ষোভ উগরালেন হেডেন
তিনি আরও যোগ করেছেন, ‘এটি সম্ভবত আমাদের প্ল্যানিংয়ের কারণে - হোম ম্যাচে ভালো খেলার পর, আমরা যখন নিরপেক্ষ ভেন্যুতে খেলতে গিয়েছিলাম, তখন আমাদের সামঞ্জস্য করতে হয়েছিল। কারণ চেন্নাইতে ফিরে যাওয়া (কোয়ালিফায়ার ১-এর জন্য) কঠিন ছিল। আমি শেষ বাছাইপর্বের খেলায় (প্রথম) বোলিং করতে চেয়েছিলাম এবং ব্যাটিং সঠিক কল হিসেবে প্রমাণিত হয়েছিল এবং এমএস (ধোনি) শেষ খেলায় অন্য উপায় নিয়েছিল।’
শেষে আত্মবিশ্বাসী ফ্লেমি বলেছেন, ‘ফাইনালে আমরা কী পরিস্থিতির মধ্যে পড়ব, তা নিয়ে চিন্তিত নই। আমরা অতীতে যা ছিলাম তার থেকে আমরা অনেক ভালো জায়গায় রয়েছি।’
আরও পড়ুন: জুতোর ছবি শেয়ার করলেন স্পিডস্টার বুমরাহ, কীসের ইঙ্গিত?
প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক বলেছেন যে, প্রথমেই শুভমন গিলকে ফেরানোটা গুরুত্বপূর্ণ হবে। কারণ শুভমান আগুনে ফর্মে রয়েছেন। তিনি চেন্নাই সুপার কিংসকে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন। ফ্লেমিংয়ের দাবি, ‘ও (গিল) সত্যিই ভালো খেলছে। ওকে দ্রুত ফেরানোটাই আমাদের প্রথম ভাবনা থাকবে। তবে শুধু ওপেনারকে ফেরালেই হবে না, মিড অর্ডারেও ওদের ভালো ব্যাটসম্যান রয়েছে।’
গত মরশুমে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি চেন্নাই। প্লেঅফ পর্বে না উঠেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় ধোনির দলকে। অনেক সমালোচনা মুখে পড়তে হয় তাদের। কিন্তু এই মরশুমে চেনা ফর্মে পাওয়া গিয়েছে ধোনির দলকে। তারা ফাইনালে উঠেছে। শেষ ধাপ বাকি। গুজরাট টাইটান্সকে হারাতে পারলেই বাজিমাত করবে ধোনি ব্রিগেড। তারা মুম্বইয়ের পাঁচ বার চ্যাম্পিয়ন হওয়ার নজির স্পর্শ করবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।