আইপিএল ২০২৩-এর প্লে-অফ ম্যাচগুলিতে কার্যত একতরফা দাপট দেখা গিয়েছে কোনও এক দলের। তবে ৭০টি লিগ ম্যাচের বেশিরভাগই নিষ্পত্তি হয়েছে টানটান উত্তেজনায়। ১ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জয়ের ঘটনা যেমন চোখে পড়েছে, ঠিক তেমনই ম্যাচের শেষ বলে জয় তুলে নিতে দেখা গিয়েছে একাধিক দলকে। তবে চলতি আইপিএলে এখনও পর্যন্ত কোনও ম্যাচ সুপার ওভারে গড়ায়নি।
উল্লেখযোগ্য বিষয় হল, আইপিএল ২০২৩-এর ফাইনাল ঘিরে হঠাৎই তেমন আশঙ্কাই উঁকি দিতে শুরু করে। যদিও লিগের ম্যাচে ক্রিকেটপ্রেমীরা সুপার ওভারের উত্তেজনা উপভোগ করতে আগ্রহী ছিলেন। ফাইনালে সম্পূর্ণ ভিন্ন কারণে সুপার ওভার দেখতে চান না কেউই।
আসলে বৃষ্টির জন্য ম্যাচ যদি আয়োজিত না হয়, তবে সুপার ওভারে ফলাফল নির্ধারিত হওয়ার নিয়ম রয়েছে আইপিএলের প্লেয়িং কন্ডিশনে। সেই নিরিখে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানস ফাইনাল ম্যাচ যদি বৃষ্টির জন্য ওভার কমিয়েও আয়োজন করা না যায়, তাহলে সুপার ওভারের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারিত হতে পারে। ম্যাচ টাই হলে সুপার ওভার অত্যন্ত আকর্ষণীয় মনে হয়। তবে ফাইনালের মতো হাই-ভোল্টেজ ম্যাচ খেলা না হয়ে সুপার ওভারে নিষ্পত্তি হোক, এমনটা চান না কেউই।
সোশ্যাল মিডিয়ায় হর্ষ ভোগলে অবশ্য সেই অশঙ্কাই করেন। রবিবার আমদাবাদে প্রবল বৃষ্টির জন্য আইপিএল ২০২৩-এর ফাইনাল ম্যাচ আয়োজন করা যায়নি। ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। পরিবর্তিত পরিস্থিতিতে রবিবারের ফাইনাল আয়োজিত হবে সোমবার। তবে সোমবারও আমদাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সুতরাং, সোমবারও যদি ২০ ওভারের ম্যাচ আয়োজন করা না যায়, তবে ওভার কমিয়ে ফাইনাল আয়োজনের চেষ্টা করা হবে। নূন্যতম ৫ ওভার প্রতি ইনিংসের ম্যাচ আয়োজিত না হলে ম্যাচের ফলাফল নির্ধারিত হবে সুপার ওভারে। যদি সুপার ওভারও আয়োজন করা না যায়, তবে মাঠে না নেমেই চ্যাম্পিয়ন হয়ে যাবে গুজরাট টাইটানস। কেননা নিয়ম মতো লিগ টেবিলে যে দলের অবস্থান ভালো, ম্যাচ আয়োজিত না হলে খেতাব উঠবে তাদের হাতে। এক্ষেত্রে গুজরাট লিগ টেবিলের শীর্ষে ছিল। চেন্নাই ছিল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।
আরও পড়ুন:- CSK vs GT IPL Final: শেষমেশ সত্যি হল আশঙ্কা, রবিবারের আইপিএল ফাইনাল খেলা হবে সোমবার
এই প্রসঙ্গে হর্ষ ভোগলে টুইট করেন, ‘আশা করি আগামী কাল (সোমবার) সম্পূর্ণ ম্যাচ আয়োজিত হবে। যদি ৫ ওভার প্রতি ইনিংসের ম্যাচ আয়োজনের মতো পরিস্থিতিও না থাকে, তবে সুপার ওভার দেখা যাবে। যদি তাও সম্ভব না হয়, তাহলে লিগ পর্বের শেষে যে দল উপরের দিকে ছিল, তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।