KKR vs RCB: রুদ্রমূর্তির শার্দুল থেকে রহস্যে ঢাকা বরুণ, দেওয়ালে পিঠ ঠেকার পরে পালটা লড়াইয়ে কেকেআরকে ম্যাচ জেতালেন যাঁরা
Updated: 06 Apr 2023, 11:54 PM ISTKKR vs RCB IPL 2023: ইডেনে শুরুতে ব্যাট করতে নেমে ... more
KKR vs RCB IPL 2023: ইডেনে শুরুতে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স একসময় ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা ৭ উইকেটে ২০৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। পরে ব্যাঙ্গোলোরকে ১২৩ রানে গুটিয়ে দিয়ে বিরাট জয় তুলে নেয় কেকেআর। দেখুন কোন ৫ ক্রিকেটারের জন্য সম্ভব হল এমন অসাধ্যসাধন।
পরবর্তী ফটো গ্যালারি