১৪ ম্যাচে ৪৭৪ রান, স্ট্রাইক রেট ১৫০ ছুঁইছুঁই। চলতি আইপিএলে অন্যতম ‘গ্রেট’ ফিনিশার তিনিই। যে ভাবে ঠান্ডা মাথায় প্রতিটি ম্যাচে খেলেছেন, তাতে রিঙ্কু সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ পুরো ক্রিকেট মহল। রিঙ্কু এ বার ব্যাট হাতে একাধিক নজির গড়েছেন। তার মধ্যে শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে ভেঙেছেন রোহিত, ধোনিদের বড় নজির।
1/5একটি আইপিএলে সেশনে ২০তম ওভারে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন রিঙ্কু সিং। তিনি আইপিএলের ইতিহাসে এক মরশুমে শেষ ওভারে মোট ৯টি ছক্কা হাঁকিয়েছেন। তার মধ্যে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে তিনি মোট ৫টি ছক্কা হাঁকিয়ে দলকে অপ্রত্যাশিত জয় এনে দিয়েছিলেন। রিঙ্কুর মতো শেষ ওভারে এতগুলি ছক্কা আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত কেউ মারেনি। তিনি শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ ওভারে ফের ছক্কা হাঁকিয়ে ভেঙে দিয়েছেন ডোয়েন ব্র্যাভো, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পাণ্ডিয়াদের পুরনো সব রেকর্ড। ছবি: এএফপি
2/5 ডোয়েন ব্র্যাভো আবার ২০১২ আইপিএলে শেষ ওভারে মোট ৮টি ছক্কা হাঁকিয়েছিলেন। ব্র্যাভো আর আইপিএল খেলছেন না, তাই রিঙ্কুকে ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা নেই।
3/5রোহিত শর্মা আবার ২০১৩ আইপিএলে ৮টি ছক্কা হাঁকিয়েছিলেন। তবে রোহিতের এখন আর সেই ফর্ম নেই যে শেষ পর্যন্ত টিকে থেকে শেষ ওভারে ছক্কা হাঁকিয়ে রিঙ্কুর রেকর্ড তিনি ভেঙে দেবেন। তবে এটাও ঘটনা, ক্রিকেটে অসম্ভব বলে কিছু হয় না। ছবি- এএফপি
4/5মহেন্দ্র সিং ধোনিও সেরা ফিনিশারদের মধ্যে অন্যতম বড় নাম। তিনি আবার ২০১৪ এবং ২০১৯ দুই বছর আইপিএলেই শেষ ওভারে ৮টি করে ছক্কা হাঁকিয়েছিলেন। তবে ধোনির পক্ষে আর এই নজির করা বেশ কঠিন বিষয়। ছবি: এএফপি
5/5হার্দিক পাণ্ডিয়া আবার ২০১৯ আইপিএল শেষ ওভারে ৮টি ছক্কা ছক্কা হাঁকিয়েছিলেন। হার্দিক অবশ্য নিজের ফর্মে থাকলে রিঙ্কুর নজির টপকে যেতেই পারেন। ছবি: এএফপি