IPL 2023: সাতশোর উপর রান ফ্যাফের, কমলা টুপির যুদ্ধে হালে পানি পাচ্ছেন না বাকিরা, বেগুনি টুপিতে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
Updated: 19 May 2023, 02:07 PM ISTসাতশোর উপর রান করে অরেঞ্জ ক্যাপের শীর্ষস্থানকে আরও মজবুত করেছেন ফ্যাফ ডু'প্লেসি। আপাতত তাঁর ধারেকাছে কেউ নেই। ছ'শোর গণ্ডিতেই কারও রান পৌঁছায়নি। এ দিকে পার্পল ক্যাপের তালিকায় শামি একে রয়েছেন ঠিকই, কিন্তু তাঁর ঘাড়ের উপর বাকিরা নিঃশ্বাস ফেলছেন।
পরবর্তী ফটো গ্যালারি