HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL Auction 2022: ৮৫ রান করে ১০.৭৫ কোটি, ফ্লপ বোলারকে ৯ কোটি, মাথা ঘুরবে নিলামের কিছু দামে

IPL Auction 2022: ৮৫ রান করে ১০.৭৫ কোটি, ফ্লপ বোলারকে ৯ কোটি, মাথা ঘুরবে নিলামের কিছু দামে

প্রতি বছরই আইপিএলে কয়েকজন ক্রিকেটারের ভাগ্য ফিরে যায়। অনেকে পারফর্ম করেও সুযোগ পান না, আবার অনেকে পারফর্ম না করেও কোটি কোটি টাকা ঘরে তোলেন। এক নজরে দেখে নিন এ বারের নিলাম এমন তারকাদের যাদের বেশ অদ্ভুতভাবেই চড়া দামে বিক্রি হলেন।

1/11 ২০১৯ সালে নয় আইপিএল ম্য়াচে খলিল আহমেদ ১৯ উইকেট নিয়েছিলেন বটে, তবে তারপর থেকে তাঁর পারফরম্যান্স, অন্তত আইপিএলে নিম্নমুথী। গত মরশুমে সাত ম্যাচ খেলে পাঁচ উইকেট নিয়েছিলেন খলিল। তা সত্ত্বেও দলে নিল ৫০ লক্ষ টাকা বেস প্রাইসেক খলিলকে ৫ কোটি ২৫ লক্ষ টাকায় শেষ পর্যন্ত দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
2/11 ২০১৮ সালে ভারতীয় অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ব্যাটিং. বোলিং দুই করতে সক্ষম অভিষেক শর্মা। নিলামে এ বছরও পুনরায় তাঁকে সানরাইজার্স হায়দরাবাদ দলে। পার্থক্য একটাই গতবার তাঁর জন্য ৫৫ লক্ষ টাকা খরচ করতে হয়েছিল, সেখানে এ বছর খরচ হল ৬ কোটি ৫০ লক্ষ। আইপিএলে ২২ ম্যাচে ২৪১ রান ও সাত উইকেট নেওয়া অভিষেকের এত দাম উঠবে হয়তো অভিষেক তা নিজেও ভাবতে পারেননি।
3/11 গত বছর রিয়ান পরাগ ১১ ম্যাচ খেলে মাত্র ৯৩ রান করেছিলেন। তাঁর সর্বোচ্চ রান ২৫ ও স্ট্রাইকরেট ছিল ১১২.০৪। প্রতিভা রিয়ানের মধ্যে নিঃসন্দেহে রয়েছে। তবে গত বছর যাকে ২০ লক্ষ টাকায় কেনার পর এমন পারফরম্যান্স দিয়েছিল, তাঁর জন্য রাজস্থানের ৩ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করাটা বেশ বিস্ময়কর।
4/11 রিয়ান পরাগের মতো রাহুল তেওয়াটিয়াও গত মরশুমে রাজস্থান রয়্যালসের হয়েই খেলেছেন। তবে ১৪ ম্যাচে ১৫.৫০ গড় ও ১০৫.৪৪ স্ট্রাইক রেটে ১৫৫ রানও আট উইকেট, ৯ কোটি টাকায় গুজরাট টাইটানসের তাঁকে দলে নেওয়ার জন্য যথেষ্ট বলে মনে হওয়াটা বেশ কষ্টকর।
5/11 লম্বা ছক্কা হাঁকাতে পারদর্শী নিকোলাস পুরান। সম্প্রতি ভারতের বিরুদ্ধে দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্বও দিয়েছেন তিনি। তবে গত মরশুমে ১২ ম্যাচে মোট ৮৫ রান করার পর ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে এ মরশুমের জন্য দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।
6/11 ১৭৫টি আইপিএল ম্যাচ খেলার অভিজ্ঞতা, প্রায় চার হাজার রান, বড় ম্যাচে দলকে জেতানো, আম্বাতি রায়ডুর নামের পাশে সব বিষয়েই টিকমার্ক থাকবে। তবে সালটা ২০১৮ নয়, ২০২২। চার মরশুম আগে ৪৩-র অধিক গড় ও প্রায় ১৫০-র স্ট্রাইক রেটে রান করা রায়াডু যে আর আগের ফর্মে নেই তা গত মরশুমে তাঁর মাত্র ২৫৭ রান করাই প্রমাণ করে দেয়। ৩৬ বছর বয়সী রায়াডুর পিছনে চেন্নাই সুপার কিংসের ৬ কোটি ৭৫ লক্ষ খরচ করাটা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠাই স্বাভাবিক। 
7/11 ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট, সৈয়দ মুস্তাক আলিতে এই বছরই কর্ণাটকের হয়ে অভিষেক ঘটিয়েছেন অভিনব সাদারঙ্গানি। খেলেছেন মাত্র চারটি ম্যাচ। তাতেই বেস প্রাইস ২০ লক্ষ টাকার ১৩ গুণ বেশি, ২ কোটি ৬০ লক্ষ টাকায় গুজরাট টাইটানস তাঁকে দলে নেন। মিডল অর্ডার ব্যাটার তথা লেগ স্পিনার সাদারাঙ্গানি মুস্তাক আলির চার ম্যাচে ১৬২ রান করেছেন বটে। তবে তাতে ভর করে এত অর্থ ব্যয় করাটা একটু অবাক করবার মতোই।
8/11 সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোটামুটি খারাপ পারফর্ম করেননি রোমারিও শেফার্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪ ম্যাচ খেলে ১৬০-র অধিক স্ট্রাইক রেটে রান ও ১২ উইকেট আহামরি কিছু না হলেও, ২৭ বছর বয়সী অলরাউন্ডারের প্রতিভার আভাস দেয়। তবে ৭৫ লক্ষ টাকার বেস প্রাইস থেকে ৭ কোটি ৭৫ লক্ষ টাকায় বিক্রি হওয়ার জন্য তা যথেষ্ট কি? 
9/11 ব্যাট হাতে লম্বা ছক্কা হাঁকানোর প্রতিভা, বল হাতে অফস্পিন, লেগস্পিন দুইই করতে সক্ষম লিয়াম লিভিংস্টোন। তবে ইংরেজ তারকার আইপিএল নিলামে দাম আর গত মরশুমের পরিসংখ্যানের মধ্যে কোনোরকম সামঞ্জস্য খুঁজে বের করাটা বেশ কষ্টসাধ্য। গত মরশুমের আইপিএলে ইংল্যান্ড তারকার গড় ছিল ৮.৪,স্ট্রাইক রেট ১০২.৪৪। সেই লিভিংস্টোন বিক্রি হলেন ১১ কোটি ৫০ লক্ষ টাকায়। দীর্ঘ দর কষাকষির পর পঞ্জাব কিংস তাঁকে দলে নেয়।
10/11 ২১ বছর বয়সী দেবদূত পাডিক্কালের ব্যাপারটা বাকি সকলের থেকে একটু ভিন্ন। তাঁকে ৭ কোটি ৭৫ লক্ষ টাকার বিশাল অঙ্কে ২১ বছরের পাডিক্কালকে কেনে রাজস্থান রয়্যালস। তবে যে দলে আগে থেকে সঞ্জু স্যামসন, জোস বাটলার, যশস্বী জয়সওয়াল রয়েছেন, সেই দলে ওপেনার পাডিক্কাল খেলবেন কোথায়? সেই কারণেই তাঁকে এত দামে রাজস্থানের কেনাটা বেশ বিস্ময়কর। 
11/11 বিজয় হাজারে ট্রফিতে উত্তর প্রদেশের যশ দয়াল এই মরশুমে খুব একটা খারাপ পারফর্ম করেননি। সর্বোচ্চ উইকেট নেওয়া বোলারদের তালিকায় প্রথম দশে ছিলেন এই বাঁ-হাতি বোলার। ব্যাটটাও টুকটাক করতে পারেন দয়াল। তবে তাই বলে ২৪ বছর বয়সী, ২০ লক্ষ টাকা বেস প্রাইসের জন্য গুজরাট টাইটানসের ৩ কোটি ২০ লক্ষ টাকা খরচ করার সিদ্ধান্তে কয়েকজনের ভ্রু কুঁচকানোটা স্বাভাবিক। তবে গুজরাট দলে নিলেও কেকেআর ও আরসিবিও কিন্তু যশের পিছনে ছুটেছিল। সুতরাং, আপতত আনকোরা হলেও ভবিষ্যতে যশ দয়াল সকলে চমকে দিলেও দিতে পারেন।

Latest News

‘কপালে লেখা থাকলে..’, এই বয়সে জীনবসঙ্গী খুঁজছেন মনীষা, জানালেন প্রেমে থাকতে চান বোলাররাই বেকার! HT বাংলায় নিজের বানানো পিচকে সেরার তকমা ইডেনের কিউরেটরের সারা মুখে মেয়েদের একের পর এক চুমু খেতে দিতে হবে, ছেলেদের এমন চাকরির কথা শুনেছেন ২৬ বছরের বড় দীপঙ্করে মেলেনি শারীরিক সুখ,‘অঙ্ক কষে সম্পর্ক করিনি’, বলছেন দোলন মুর্শিদাবাদে কংগ্রেস নেতাকে বন্দুক হাতে তাড়া করলেন TMCর অঞ্চল সভাপতি জামাই আদর পাচ্ছেন IPL-এ, সেই ইংরেজ তারকাই কপাল পোড়াচ্ছে KKR, RR-র একফ্রেমে ‘গুলাম’ জুটি, রানি-আমিরকে পাশাপাশি দেখে নস্টালজিয়ায় ভাসল নেটপাড়া ‘‌রাতে গণনাকেন্দ্রে ঢুকে তালা ভেঙে মেশিন বদলে দিচ্ছে’‌, বিস্ফোরক অভিযোগ মমতার শুক্রবারই উৎক্ষেপণ, চিনের কাঁধে চেপে চাঁদের কক্ষে যান পাঠাচ্ছে পাকিস্তান পলাশকে জিজ্ঞাসাবাদ পুলিশের? শিমুল জানতে পারল নাকি পরাগের সত্যতা?

Latest IPL News

বোলাররাই বেকার! HT বাংলায় নিজের বানানো পিচকে সেরার তকমা ইডেনের কিউরেটরের জামাই আদর পাচ্ছেন IPL-এ, সেই ইংরেজ তারকাই কপাল পোড়াচ্ছে KKR, RR-র T20 World Cup-IPL থেকে ছিটকে যাওয়া টিমের প্লেয়াররা ২১ মে পাড়ি দেবেন আমেরিকায় পাওয়াপ প্লে-তে একাধিক উইকেট হারিয়েই চাপ বাড়িয়েছি-রোহিতদের দোষারোপ করলেন হার্দিক T20 Wcup- Rohit, Virat নয়, এই ক্রিকেটারের মধ্যে এক্স ফ্যাক্টর আছে, বললেন ফ্লেমিং WC থেকে বাদ পড়া রিঙ্কুকে সঙ্গে নিয়েই মুম্বইয়ে শাহরুখ, মহানুভবতায় মুগ্ধ ভক্তরা IPL 2024- আবার চোট মায়াঙ্কের, দুশ্চিন্তায় LSG-র কোচ ল্যাঙ্গার ‘মিষ্টি ও বাজি কিনে এনেছিলাম….’, রিঙ্কু বিশ্বকাপের দলে না থাকায় হৃদয় ভাঙল বাবার IPL 2024-কোচ, অধিনায়ক নয়, কার ভোকাল টনিকে কামব্যাক নাইটদের? ICC T20 World Cup-বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়ে…কাকে কৃতিত্ব দিলেন সঞ্জু?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.