বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL Auction 2023: হায়দরাবাদের চমক বিভ্রান্ত এখন বিভ্রান্ত করছেন ক্রিকেটপ্রেমীদের, চিনে নিন কে তিনি

IPL Auction 2023: হায়দরাবাদের চমক বিভ্রান্ত এখন বিভ্রান্ত করছেন ক্রিকেটপ্রেমীদের, চিনে নিন কে তিনি

বিভান্ত শর্মা। ফাইল ছবি

জম্মু কাশ্মীরের ব্যাটিং অলরাউন্ডার বিভ্রান্ত শর্মাকে দলে নিয়েছে সানরাইরাইর্স হায়দরাবাদ। কিন্তু কে এই বিভ্রান্ত! চলতি মরশুমে ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন এই তরুণ।

এবছর আইপিএলের নিলাম যেন চমকের নিলাম। শুক্রবার কোচিতে অনুষ্ঠিত নিলামে রেকর্ড তৈরি হয়েছে। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন স্যাম কারান। সেই মঞ্চে নজর কেড়েছেন জম্মুর বিভ্রান্ত শর্মা। ২৩ বছর বয়সী এই ব্যাটারকে ২.৬ কোটি টাকায় কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। তাঁকে তুলে নেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তুমুল স্নায়ুর লড়াই হয়। শেষ হাসি হাসে হায়দরাবাদ।

২০ লক্ষ বিভ্রান্তের প্রাথমিক দাম ধরা হয়েছিল। শেষে তাঁর থেকে ১৩ গুণ বেশি দিয়ে কলকাতার মুখ থেকে ছিনিয়ে নেয় হায়দরাবাদের টিম ম্যানেজমেন্ট। জম্মুর বাঁহাতি এই ব্যাটার খুব বেশি ম্যাচ না খেললেও সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে উল্লেখযোগ্য ব্যাটিং করেন। কুড়িয়ে নেন ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশংসা।

টুর্নামেন্টে জম্মু কাশ্মীরের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী বিভ্রান্ত। টুর্নামেন্ট জুড়ে করেন ৩৯৫ রান। ব্যাটিং গড় ৫৬.৪২। ভারতের ঘরোয়া ক্রিকেটে ৫০ ওভারের টুর্নামেন্টে বিভ্রান্ত উত্তরাখণ্ডের বিরুদ্ধে ১২৪ বলে ১৫৪ রান করেছেন। তাঁর ঝড়ো ব্যাটিংয়ের ফলে প্রথমবারের মতো জম্মু নক আউটের টিকিট পায়। অন্যদিকে রঞ্জি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশের বিরুদ্ধে তাঁর ৬২ বলে ৬৯ রানের জন্য ৩৪৩ রানের লক্ষ্যমাত্রা পূর্ণ করতে পারে তাঁর দল।

আরও পড়ুন:- এনগিদি না মুকেশ, দিল্লির প্লেয়িং 11 জায়গা পাবেন কে? দেখে নিন DC-র সম্ভাব্য একাদশ

বিভ্রান্ত ১৪টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। রান করেছেন ৫১৯। তার মধ্যে রয়েছে একটি শতরান । রয়েছে তিনটি অর্ধশত‌রান। উইকেট নিয়েছেন ৮টি। ৯ টি টি-টোয়েন্টিতে করেছেন ১৯১ রান। স্ট্রাইক রেট ১২৮.১৮। তুলে নিয়েছেন ছয়টি উইকেট। মাত্র এক সপ্তাহ আগে বিভ্রান্ত রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে অভিষেক ম্যাচ খেলেছেন।

আরও পড়ুন:- IPL 2023: ব্যাটিং লাইনআপে কিছুটা ফাঁক রয়েছে, বোলিং বড় শক্তি, কেমন হতে পারে GT-র একাদশ?

এখনও পর্যন্ত শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটে খেলছেন বিভ্রান্ত। ঘরোয়া ক্রিকেটে বেশ নজর কেড়েছেন তিনি। এবার আইপিএলে সুযোগ পেয়েছেন। দেশ বিদেশের প্রথমসারির বোলারদের সামনে ব্যাটিং করতে হবে। এই তরুণের উপর ভরসা রাখছে সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট। এখন এটাই দেখার বিষয়, টিম ম্যানেজেমেন্টের প্রত্যাশা পূরণ করতে পারেন কিনা বিভ্রান্ত। তবে ইতিমধ্য়েই শোরগোল ফেলে দিয়েছেন তিনি।

বন্ধ করুন