শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত হোম ম্যাচগুলিকে পুঁজি করতে ব্যর্থ হওয়ার জন্য নিজেকে দায়ী করেছেন। তিনি বলেছেন ইডেন গার্ডেন্সের পিচের সঙ্গে কোনও ভুল নেই। ১৪ মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় নিবন্ধনের পরে, কেকেআর অধিনায়ক নীতীশ রানা বলেছিলেন যে তার দল বাদে, প্রতিটি দল আইপিএলে ঘরের অবস্থার সুবিধা নিয়েছে।
আরও পড়ুন… তাহলে কি চার বছরের সম্পর্ক শেষ? এবার কি আর ভারতের ক্লাবে খেলবেন না রয় কৃষ্ণ?
দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর ইডেন গার্ডেন্সে তাদের ছয় ম্যাচের মধ্যে চারটিতে হেরে বর্তমানে আইপিএল- থেকে ছিটকে যাওয়ার পথে। নীতীশ রানার মন্তব্য কেকেআর এবং আয়োজক ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) মধ্যে দোষারোপের খেলা শুরু করে। তবে নাইটদের দলের কোচ পন্ডিত অবশ্য বলেছিলেন যে রানার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং তিনি কখনও এখানে পিচকে দোষ দেননি।
আরও পড়ুন… সে প্রস্তুত, তাঁকে এখনই সুযোগ দিতে হবে- যশস্বীর চিয়ারলিডার হয়ে গেলেন গাভাসকর
লখনউ সুপার জায়ান্টসদের বিরুদ্ধে তাদের ম্যাচের প্রাক্কালে পন্ডিত বলেছিলেন, ‘আমার মনে হয় আপনারা এটা (রানার মন্তব্য) ভুল বুঝেছেন।’ হোম সুবিধা মানে আমরা যখন ঘরের মাঠে খেলি, আমরা জিততে চাই। তিনি বলেন, ‘এটা পিচ বা অন্য কিছু নিয়ে নয়। আমি ম্যাচ জেতার কথা বলছি, এবং এটা দুর্ভাগ্যজনক যে এখানে হোম গ্রাউন্ড সুবিধা থাকা সত্ত্বেও আমরা অনেক ম্যাচ জিততে ব্যর্থ হয়েছি।’
এখানকার পিচ নিয়ে তিনি হতাশ কিনা জানতে চাইলে পন্ডিত বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে সব জায়গার পিচ নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। নির্দিষ্ট ম্যাচে পিচ কেমন আচরণ করবে তার নিশ্চয়তা কেউ দিতে পারে না। এই টুর্নামেন্টে অনেক দলই ঘরের কন্ডিশনের সুবিধা নিতে পারেনি।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
পন্ডিত বিশ্বাস করেন যে তার দল টেবিলের দিকে না তাকিয়ে খেলা জেতার দিকে মনোনিবেশ করবে। লখনউ-এর বিরুদ্ধে নামার আগে তিনি বলেন, ‘আমরা আমাদের শেষ খেলা জিতেছি এবং গতি আমাদের সঙ্গে রয়েছে, এবং আমরা একটি ভালো নোটে শেষ করতে চাই এবং খেলাটি জিতে প্লে অফে উঠতে চাই।’ মরশুম সম্পর্কে প্রতিফলিত করে, পন্ডিত বলেছেন, ‘টুর্নামেন্টটি খুব কঠিন ছিল, এবং আমাদের দল যাই করুক না কেন, আমরা আরও ভালো করতে পারতাম। (আমরা) এখনও অনেক ভালো করতে চাই।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।