বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: ট্র্যাডিশন বজায় রেখে মরশুমের মাঝে আরও এক আনকোরা ক্রিকেটারকে দলে নিল KKR

IPL 2023: ট্র্যাডিশন বজায় রেখে মরশুমের মাঝে আরও এক আনকোরা ক্রিকেটারকে দলে নিল KKR

আর্য দেশাই। ছবি- কেকেআর।

KKR Squad Update: এখনও সিনিয়র ক্রিকেটে কোনও টি-২০ ম্যাচ খেলেননি। তা সত্ত্বেও কেকেআরের অন্দরমহলে ঢুকে পড়লেন ২০ বছরের অল-রাউন্ডার।

দল গড়ার কাজে বরাবর চমক দেয় কলকাতা নাইট রাইডার্স। আনকোরা ক্রিকেটারদের স্পটলাইটে আনতে কেকেআরের জুড়ি নেই। সেই ট্র্যাডিশন বজায় রাখল কলকাতা। শুক্রবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ চলার মাঝেই নাইট শিবির তাদের স্কোয়াডে স্বাগত জানায় নতুন সদস্যকে।

কেকেআর দলে নেয় তরুণ অল-রাউন্ডার আর্য দেশাইকে। এর আগে কোনও দলের হয়ে আইপিএল খেলা তো দূরের কথা, রাজ্যদলের হয়ে এখনও কোনও টি-২০ ম্যাচ খেলেননি তিনি। সিনিয়র ক্রিকেটে অভিজ্ঞতা বলতে গুজরাটের হয়ে মোটে ৩টি ফার্স্ট ক্লাস ম্যাচের।

৩টি ফার্স্ট ক্লাস ম্যাচের ৬টি ইনিংসে ব্যাট করতে নেমে আর্য ২৫.১৬ গড়ে সাকুল্যে ১৫১ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৮৮ রানের। ৩টি ইনিংসে সাকুল্যে ৯ ওভার বল করেও কোনও উইকেট পাননি তিনি। উল্লেখ্য়, আর্য দেশাই বাঁ-হাতে ব্যাট করার পাশাপাশি ডানহাতে অফ-স্পিন বল করেন। তরুণ অল-রাউন্ডারকে ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় কলকাতা।

কেকেআর ইতিমধ্যেই আনকোরা সুয়াশ শর্মাকে চলতি আইপিএলে মাঠে নামিয়েছে, যিনি এখনও পর্যন্ত বিসিসিআইয়ের কোনও ঘরোয়া টুর্নামেন্টে মাঠে নামেননি। অর্থাৎ, জাতীয় স্তরে ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতা ছাড়াই সুয়াশ আইপিএল খেলার সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন:- KKR vs SRH: ৪,৬,৪,৪,৪,৬, যত জোরে বল, তত জোরে মার, উমরান মালিককে এক ওভারেই ছারখার করলেন রানা- ভিডিয়ো

যদিও আর্য দেশাইকে দলে নেওয়ার দিনে কেকেআরকে হায়দরাবাদের কাছে হারের মুখ দেখতে হয়। ইডেনে শুরুতে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২২৮ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। হ্যারি ব্রুক অপরাজিত ১০০, এডেন মার্করাম ৫০ ও অভিষেক শর্মা ৩২ রান করেন।

জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে কেকেআর থেমে যায় ৭ উইকেটে ২০৫ রানে। ২৩ রানে ম্যাচ জেতে সানরাইজার্স হায়দরাবাদ। নীতিশ রানা ৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন। রিঙ্কু সিং নট-আউট থাকেন ব্যক্তিগত ৫৮ রানে। ৩১ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ৪টি ছক্কা মারেন।

আরও পড়ুন:- PBKS vs GT: অর্জুনের লক্ষ্যভেদ! গ্লাভস পরেও নিখুঁত থ্রোয়ে স্টাম্প ভাঙলেন ঋদ্ধিমান, দেখুন দুর্দান্ত রান-আউটের ভিডিয়ো

কেকেআরের পরিবর্তিত স্কোয়াড:- নীতিশ রানা, অনুকূল রায়, আন্দ্রে রাসেল, ডেভিড ওয়াইজ, হর্ষিত রানা, জেসন রয়, কুলবন্ত খেজরোলিয়া, লিটন দাস, লকি ফার্গুসন, মনদীপ সিং, নারায়ন জগদীশান, রহমানউল্লাহ গুরবাজ, রিঙ্কু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, সুয়াশ শর্মা, টিম সাউদি, উমেশ যাদব, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (চোটের জন্য ছিটকে গিয়েছেন), শাকিব আল হাসান (এবছর সরে দাঁড়িয়েছেন) ও আর্য দেশাই।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মিমিকে জোর করে পনির পকোড়া খাওয়াচ্ছেন অনিন্দ্য, ব্যাপার কী? গুলিবিদ্ধ বাবা সিদ্দিকি, দেখার পর থেকে ঘুমতে পারছেন না, সমস্ত মিটিং বাতিল সলমনের দশমীতে জেলায় জেলায় পেট্রল ডিজেলের দাম কত? আরও কি সস্তা হবে? মোবাইল অ্য়াপে চটজলদি ঘরে বসেই মিলছে সমস্ত পণ্য, মাশুল গুনছে শহুরে মুদির দোকান হকি ইন্ডিয়া লিগের নিলামে রেকর্ড হরমনের! দাম ৭৮ লাখ টাকা, অভিষেক এলেন কলকাতায় নিজেদের দলে পরিবর্তন করতে অজিদের অনুমতি নিতে হল ভারতকে! বিশ্বকাপে কেমন হল এরকম? 'আমরা তো….'দ্রোহের কার্নিভাল বন্ধে মুখ্যসচিবের চিঠি, তীব্র অসন্তোষ চিকিৎসক মহলে কুস্তি, হাতি, ঘোড়া, তলোয়ার - বিজয়া দশমীতে রাজ আমলের ঝলক মাইসোর প্রাসাদে থানা থেকে ফেরার পথে হাওড়ায় দুর্গা মণ্ডপে ভাঙচুর, প্রতিমায় আগুন, দাবি শুভেন্দুর এবার কিঞ্জল নন্দকে বাম সমর্থকের আক্রমণ, 'আমোদ' পেয়ে কী লিখলেন কুণাল ঘোষ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.