বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর আগে কীভাবে ছক কষেছিলেন ত্রিপাঠী, KKR-কে ফাইনালে তুলে নিজেই জানালেন রাহুল

ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর আগে কীভাবে ছক কষেছিলেন ত্রিপাঠী, KKR-কে ফাইনালে তুলে নিজেই জানালেন রাহুল

রাহুল ত্রিপাঠী। ছবি- আইপিএল।

২ বলে দরকার ছিল ৬ রান, এমন কঠিন পরিস্থিতিতে নিজেকে কী বুঝিয়েছিলেন, জয়ের পর নিজেই জানালেন রাহুল ত্রিপাঠী।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ের জন্য শেষ ২ বলে ৬ রান দরকার ছিল কলকাতা নাইট রাইডার্সের। শেষ ওভারে অশ্বিনের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে কলকাতাকে ফাইনালে তোলেন রাহুল ত্রিপাঠী।

স্বাভাবিকভাবেই এমন কঠিন পরিস্থিতি থেকে দলকে জেতাতে পারায় তৃপ্ত রাহুল। ম্যাচের শেষে তিনি নিজেই জানালেন, শেষ ওভারের ওরকম উত্তেজক মুহূর্তে নিজেকে কীভাবে উদ্দীপ্ত করেছিলেন তিনি। আসলে রাহুল নিজেকে বুঝিয়েছিলেন, ৬ রান নয়, ফাইনালে ওঠার গৌরব থেকে মাত্র ১টি শট দূরে দাঁড়িয়ে তাঁরা।

ত্রিপাঠী বলেন, ‘দলের জন্য জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। শেষের দিকে দু-একটা ওভারে রান ওঠেনি। তবে আমি কখনই ভাবিনি শেষমেশ ম্যাচ এতদূর পর্যন্ত গড়াবে। দলকে জেতাতে পেরে আমি ভীষণ খুশি।’

রাহুল আরও বলেন, ‘মাঠে নেমেই শট খেলা কঠিন ছিল। পিচে বল নীচু হয়ে যাচ্ছিল। শট খেলাই মুশকিল হয়ে দাঁড়াচ্ছিল। আমি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম। জানতাম যে, আমরা কেবল জয় থেকে একটা শট দূরে দাঁড়িয়ে।’

উল্লেখ্য, শারজার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস ৫ উইকেটে ১৩৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে কেকেআর ১ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৬ রান তুলে নেয়।

বন্ধ করুন