বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > LSG vs GT: IPL -র ইতিহাসে ধীরগতির স্ট্রাইকরেটের ইনিংস, লজ্জার তালিকায় কেএল রাহুল!

LSG vs GT: IPL -র ইতিহাসে ধীরগতির স্ট্রাইকরেটের ইনিংস, লজ্জার তালিকায় কেএল রাহুল!

গুজরাট টাইটানসের বিরুদ্ধে ব্যাট করছেন কেএল রাহুল (ছবি-এএফপি)

কেএল রাহুল বারবার সমালোচনার মুখে পড়ছেন তাঁর ধীরগতির ব্যাটিংয়ের জন্য। ঠিক যেমনটি ঘটল শনিবার একানা স্টেডিয়ামে। সেখানে গুজরাট টাইটানসের বিরুদ্ধে এতটাই ধীরগতিতে ব্যাটিং করলেন তিনি যে ইনিংসের শেষ পর্যন্ত মাঠে থেকেও দলকে জেতাতে ব্যর্থ হলেন রাহুল। পাশাপাশি গড়ে ফেললেন এক লজ্জার এক নজিরও।

শুভব্রত মুখার্জি: চলতি আইপিএল-এ বারবার সমালোচনার মুখে পড়তে হচ্ছে ভারতীয় সিনিয়র দলের নিয়মিত সদস্য তথা ডানহাতি ব্যাটার লোকেশ রাহুলকে। তাঁর নেতৃত্বে লখনউ সুপার জায়ান্টস চলতি আইপিএলে মোটামুটি ভাবে ধারাবাহিক পারফরম্যান্স করছেন। তবে রাহুল বারবার সমালোচনার মুখে পড়ছেন তাঁর ধীরগতির ব্যাটিংয়ের জন্য। ঠিক যেমনটি ঘটল শনিবার একানা স্টেডিয়ামে। সেখানে গুজরাট টাইটানসের বিরুদ্ধে এতটাই ধীরগতিতে ব্যাটিং করলেন তিনি যে ইনিংসের শেষ পর্যন্ত মাঠে থেকেও দলকে জেতাতে ব্যর্থ হলেন রাহুল। পাশাপাশি গড়ে ফেললেন এক লজ্জার এক নজিরও।

আরও পড়ুন… ভিডিয়ো: পঞ্জাবের বিরুদ্ধে এক ওভারে ৩১ রান! মু্ম্বইয়ের হয়ে লজ্জার নজির সচিন পুত্র অর্জুনের

আইপিএলে অন্ততপক্ষে ৬০ বল খেলে এক ইনিংসে সবথেকে মন্থর স্ট্রাইকরেট রাখা ব্যাটারদের তালিকায় তুলে ফেললেন নিজের নাম। এই তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি। ২০০৯ সালে ডারবানে মুম্বই বনাম পঞ্জাব ম্যাচে তিনি ৬৩ বল খেলে তিনি করেছিলেন ৫৯ রান। স্ট্রাইক রেট ৯৩.৬৫। দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যারন ফিঞ্চ। ২০১৪ সালে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ বনাম মু্ম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে ফিঞ্চ ৬২ বলে করেছিলেন ৬৮ রান। তাঁর স্ট্রাইক রেট ছিল ১০৯.৬৮। শনিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে গুজরাটের বিরুদ্ধে ৬১ বলে কেএল রাহুল করেন ৬৮ রান। এই সময়ে তাঁর স্ট্রাইক রেট ছিল ১১১.৪৮।

আরও পড়ুন… CSK vs SRH: এই পিচে কমপক্ষে ১৬০ রান করা যেত- দলের ব্যাটারদের উপর চটলেন SRH-এর ক্যাপ্টেন মার্করাম

এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন শুভমন গিল। তিনি ২০২০ সালে আবুধাবিতে কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে ৬২ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন। তখন তাঁর স্ট্রাইক রেট ছিল ১১২.৯। ২০১৯ সালে সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের মধ্যে হওয়া মোহালিতে ম্যাচেও ডেভিড ওয়ার্নার ৬২ বল খেলে ৭০ রানে অপরাজিত ছিলেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১১২.৯।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl) 

ম্যাচের কথা বললে, এ দিনের ম্যাচে জয়ের জন্য ১৩৬ রান তাড়া করতে নেমে কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস দল ১২৮ রানেই আটকে যায়। লখনউ দলের ক্যাপ্টেন কেএল রাহুল ৬১ বলে ৬৮ রান করেন। কাইল মায়ার্স ২৪ এবং ক্রুণাল পান্ডিয়া ২৩ রান করে ছিলেন। এ ছাড়া আর কোনও ব্যাটার বলার মতন রান করতে পারেননি। ফলে লো স্কোরিং ম্যাচে ৭ রানে হারতে হল লখনউ সুপার জায়ান্টসকে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘পাপ বাপকেও ছাড়ে না, সুবিচার করেছেন তারা মা’ দেবাশিসকে তোপ অভিষেকের ২৬ হাজার চাকরিহারার কী হবে? শুনানির দিন জানাল সুপ্রিম কোর্ট বলিউডের অফার পেয়েও ফিরিয়েছেন ক্যাটরিনা! বললেন, 'আমার বিশ্বাস...' দেবের হয়ে প্রচারের জন্য কাঞ্চনের ডাক, 'কল্যাণ'-বিতর্কের পর ঘাটালে যাবেন কি তিনি টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা 'চকোলেট বোমা ফাটনে সেভি এনএসজি..য্যায়সে কোই যুদ্ধ হো রাহা হ্যায়', তোপ মমতার দুয়ারে রেশন নিয়ে সুপ্রিম কোর্টে ‘বিস্ফোরক হলফনামা’ কেন্দ্রের, ফের দুর্নীতি? MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো টোটোচালক থেকে প্রভাবশালী, শাহজাহানের শাগরেদ আবু তালেবকে তন্ন তন্ন করে খুঁজছে CBI

Latest IPL News

টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.