
PBKS vs CSK: পঞ্জাব ও চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ ও মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান
১ মিনিটে পড়ুন . Updated: 16 Apr 2021, 03:18 PM IST- মোট ২৩ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে দু'দল।
শুভব্রত মুখার্জি
চলতি আইপিএল একেবারে জমে উঠেছে। একের পর এক ম্যাচে রুদ্ধশ্বাস উত্তেজনার সাক্ষী থাকছেন ক্রিকেটপ্রেমীরা। চড়ছে উত্তেজনার পারদ। এই আবহে শুক্রবার চলতি আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে পঞ্জাব কিংস। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
প্রসঙ্গত চেন্নাই এই মরশুমে তাদের প্রথম ম্যাচে হেরেছে দিল্লির কাছে। স্বাভাবিকভাবেই তারা চাইবে এই ম্যাচটি জিতে প্রতিযোগিতায় কামব্যাক করতে। অপরদিকে নিজেদের প্রথম ম্যাচে জয়লাভ করা রাহুল বাহিনী অবশ্য চাইবে এই ম্যাচে তাদের জয়ের ধারা বজায় রাখতে। এমন অবস্থায় দেখে নেওয়ার যাক দু'দলের সম্ভাব্য একাদশ এবং মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান।
আইপিএলে দুই দলের মুখোমুখি রেকর্ড: আইপিএলে এখনও পর্যন্ত ২৩ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। ১৪ বার চেন্নাই এবং ৯ বার জিতেছে পঞ্জাব কিংস।
চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ: ফ্যাফ ডুপ্লেসি, রুতুরাজ গায়রকোয়াড়, অম্বাতি রায়াডু, সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, স্যাম কারান, মঈন আলি, শার্দুল ঠাকুর ও দীপক চাহার।
পঞ্জাবের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরান, শাহরুখ খান, ঝাই রিচার্ডসন, রিলি মেরেডিথ, মহম্মদ শামি, অর্শদীপ সিং ও মুরুগান অশ্বিন।