২০১৩ সালের পর ফের আইপিএলের নিলামে অংশ নিয়েছেন এস শ্রীসন্ত। আর মেগা নিলামের আগেই ৩৯ বছর বয়সী এই বোলার সকলকে কিছুটা চমকেই দিলেন। জানেন, কী ভাবে? দুরন্ত বোলিং করে।
শ্রীসন্ত তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, তিনি একটি দুর্দান্ত আউটসুইঙ্গার করেছেন এবং স্টাম্প ও বেল ভেঙে দিয়েছেন। ক্যাপশনে শ্রীসন্ত লিখেছেন, ‘এটি আমার কেরিয়ারের অন্যতম ফেভারিট বল।’
কেরলের হয়ে রঞ্জি ট্রফি খেলবেন শ্রীসন্ত। ভারতের লাল বলের ঘরোয়া লিগ খেলার জন্য প্রস্তুত ৩৯ বছরের ক্রিকেটার। এ দিকে আইপিএলের নিলামে নিজের নাম রেজিস্টার করিয়েছেন ৩৯ বছরের এস শ্রীসন্ত। তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম অনুষ্ঠিত হবে।
২০১৩ সালে শেষবার শ্রীসন্ত আইপিএল খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে। রাজস্থানের হয়ে প্রতিনিধিত্ব করার সময়েই আইপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন শ্রীসন্ত। দীর্ঘ ৯ বছর পর ফের আইপিএলের মঞ্চে নাম যোগ হয়েছে শ্রীসন্তের। তাঁকে কোন দল নেয়, সেটা নিয়ে জল্পনা চলছে।
আইপিএল-এ ম্যাচ গড়াপেটা কাণ্ডে নাম জড়ানোয় প্রথমে আজীবন নির্বাসিত হয়েছিল শ্রীসন্ত। পরে শাস্তির মেয়াদ কমিয়ে ৭ বছর করা হয়। ২০২০ সালে সেপ্টেম্বরে সেই শাস্তির মেয়াদ শেষ হয়েছে। এর আগে জাতীয় দলের হয়ে ২৮টি টেস্টে ৮৭টি উইকেট নিয়েছেন শ্রীসন্ত। ৫৩টি একদিনের ম্য়াচে নিয়েছেন ৭৫টি উইকেট। ১০ টি-টোয়েন্টি ম্য়াচে নিয়েছেন ৭টি উইকেট। এছাড়াও ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ জয়ী ও ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন শ্রীসন্ত। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৩টি ম্যাচে ২১১টি উইকেট রয়েছে শ্রীসন্তের ঝুলিতে। বয়সের কারণে জাতীয় দলে ফেরার আর সুযোগ না থাকলেও, ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে নিজেকে আরও একবার প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছেন বিতর্কিত এই ক্রিকেটার।