বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > SRH vs RR IPL 2023: চাহালের ঘূর্ণিতে ধরাশায়ী হায়দরাবাদ, বিরাট জয় রাজস্থানের
দাপুটে বোলিং চাহালের। ছবি- এএফপি।

SRH vs RR IPL 2023: চাহালের ঘূর্ণিতে ধরাশায়ী হায়দরাবাদ, বিরাট জয় রাজস্থানের

Sunrisers Hyderabad vs Rajasthan Royals Live Score: রাজস্থানের হয়ে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন জোস বাটলার, যশস্বী জসওয়াল ও সঞ্জু স্যামসন। বল হাতে একাই চার উইকেট দখল করেন যুজবেন্দ্র চাহাল।

সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস, উভয় দলই ইতিমধ্যে একবার করে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে এবং একবার করে রানার্স হয়ে অভিযান শেষ করে। তবে দীর্ঘদিন হয়ে গিয়েছে তারা নতুন করে সাফল্যের মুখ দেখেনি। সানরাইজার্স ২০১৬ সালে ট্রফি জেতে। পরের ৬টি মরশুম থেকে খালি হাতে ফিরতে হয় তাদের। ২০১৮ সালে ফাইনালে উঠেও হতাশ হয় হায়দরাবাদ। রাজস্থান রয়্যালসের আইপিএল জয়ের স্মৃতিতে কার্যত ধুলো পড়ে গিয়েছে। কেননা ২০০৮ সালের উদ্বোধনী মরশুমে রাজস্থান খেতাব জেতে। গতবছর ফাইনালে ওঠেও ট্রফি ছোঁয়া হয়নি সঞ্জু স্যামসনদের। এবার সঙ্গত কারণেই ট্রফি খরা কাটাতে মরিয়া দু'দল। উপ্পলে পরস্পরের বিরুদ্ধে লড়াই দিয়ে আইপিএল ২০২৩ অভিযান শুরু করে হায়দরাবাদ ও রাজস্থান। শেষমেশ জয় দিয়ে যাত্রা শুরু করে রাজস্থান রয়্যালস।

02 Apr 2023, 07:47:26 PM IST

ম্যাচের সেরা বাটলার

৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২২ বলে ৫৪ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রাজস্থান রয়্যালসের ব্রিটিশ তারকা জোস বাটলার।

02 Apr 2023, 07:40:08 PM IST

বিরাট জয় রাজস্থানের

রাজস্থান রয়্যালসের ৫ উইকেটে ২০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ৮ উইকেটে ১৩১ রানে আটকে যায়। ৭২ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় হায়দরাবাদ।

02 Apr 2023, 07:28:49 PM IST

শেষ ওভারে ঝড় তুললেন জম্মু-কাশ্মীরের দুই তারকা

শেষ ওভারে নভদীপ সাইনির বলে ১টি ছক্কা ও ২টি চার মারেন আব্দুল সামাদ। ১টি ছক্কা মারেন উমরান মালিক। ওভারে ২৩ রান ওঠে। সামাদ ৩২ বলে ৩২ রান করে নট-আউট থাকেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ৮ বলে ১৯ রান করেন উমরান। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। সাইনি ২ ওভারে ৩৪ রান খরচ করেন।

02 Apr 2023, 07:17:48 PM IST

১০০ টপকাল হায়দরাবাদ

১৯তম ওভারে বোল্টের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন উমরান মালিক। ১৯ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৮ উইকেটে ১০৮ রান। বোল্ট ৪ ওভারে ১টি মেডেন-সহ ২১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

02 Apr 2023, 07:10:44 PM IST

চাহালের চতুর্থ শিকার ভুবনেশ্বর

১৭.৫ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ভুবনেশ্বর কুমার। ১০ বলে ৬ রান করেন তিনি। হায়দরাবাদ ৯৫ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উমরান মালিক। জয়ের জন্য শেষ ২ ওভারে হায়দরাবাদের দরকার ১০৯ রান। চাহাল ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন।

02 Apr 2023, 07:04:01 PM IST

৪ ওভারে ১১৫ রান দরকার হায়দরাবাদের

১৬ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ৭ উইকেটে ৮৯ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ১১৫ রান দরকার তাদের। অশ্বিন ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

02 Apr 2023, 06:49:56 PM IST

রশিদকে ফেরালেন চাহাল

১৩.৬ ওভারে চাহালের বলে আদিল রশিদকে স্টাম্প-আউট করেন স্যামসন। ১৩ বলে ১৮ রান করেন রশিদ। মারেন ১টি চার ও ১টি ছক্কা। হায়দরাবাদ ৮১ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ভুবনেশ্বর কুমার। চাহাল ৩ ওভারে ১৪ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

02 Apr 2023, 06:45:26 PM IST

৭ ওভারে ১২৯ রান দরকার হায়দরাবাদের

১৩ ওভার শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ৬ উইকেটে ৭৫ রান। জয়ের জন্য শেষ ৭ ওভারে তাদের দরকার ১২৯ রান। রশিদ ১৩ ও সামাদ ৭ রানে ব্যাট করছেন।

02 Apr 2023, 06:35:47 PM IST

মায়াঙ্ককে ফেরালেন চাহাল

১০.৬ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে বাটলারের হাতে ধরা পড়েন মায়াঙ্ক আগরওয়াল। ২৩ বলে ২৭ রান করেন তিনি। মারেন ৩টি চার। হায়দরাবাদ ৫২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আদিল রশিদ। রাজস্থান যশস্বী জসওয়ালকে বসিয়ে ইংপ্যাক্ট প্লেয়ার হিসেবে নভদীপ সাইনিকে মাঠে নামায়।

02 Apr 2023, 06:26:38 PM IST

ফিলিপসকে ফেরালেন অশ্বিন

৯.৩ ওভারে অশ্বিনের বলে কেএম আসিফের হাতে ধরা পড়েন গ্লেন ফিলিপস। ৬ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি ছক্কা। হায়দরাবাদ ৪৮ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আব্দুল সামাদ। তিনি ফজলহক ফারুকির বদলে ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন। জয়ের জন্য শেষ ১০ ওভারে ১৫৬ রান দরকার হায়দরাবাদের।

02 Apr 2023, 06:18:38 PM IST

সুন্দরকে ফেরালেন হোল্ডার

৮.২ ওভারে জেসন হোল্ডারের বলে হেতমায়েরের হাতে ধরা পড়েন ওয়াশিংটন সুন্দর। ৫ বলে ১ রান করেন তিনি। হায়দরাবাদ ৩৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্লেন ফিলিপস। তিনি ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন। ৯ ওভার শেষে হায়দরাবাদর স্কোর ৪ উইকেটে ৪৬ রান।

02 Apr 2023, 06:08:43 PM IST

ব্রুককে ফেরালেন চাহাল

৬.৬ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন হ্যারি ব্রুক। ২১ বলে ১৩ রান করেন তিনি। মারেন ১টি চার। হায়দরাবাদ ৩৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়াশিংটন সুন্দর।

02 Apr 2023, 06:04:57 PM IST

পাওয়াপ প্লে-র খেলা শেষ

চতুর্থ ওভারে জেসন হোল্ডারের বলে ১টি চার মারেন মায়াঙ্ক। পঞ্চম ওভারে মাত্র ৩ রান করচ করেন বোল্ট। ষষ্ঠ ওভারে অশ্বিনের বলে ১টি চার মারেন আগরওয়াল। পাওয়ার প্লে-র ৬ ওভারে হায়দরাবাদের স্কোর ২ উইকেটে ৩০ রান। মায়াঙ্ক ২০ ও ব্রুক ১০ রানে ব্যাট করছেন। বোল্ট ৩ ওভারে ১টি মেডেন-সহ ৮ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

02 Apr 2023, 05:53:52 PM IST

নড়বড়ে শুরু হায়দরাবাদের

দ্বিতীয় ওভারে কেএন আসিফের বলে ১টি চার মারেন হ্যারি ব্রুক। তৃতীয় ওভারে বোল্টের বলে ১টি চার মারেন মায়াঙ্ক। ৩ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ২ উইকেটে ১২ রান।

02 Apr 2023, 05:45:20 PM IST

রাহুল ত্রিপাঠী আউট

প্রথম ওভারেই হায়দরাবাদ শিবিরে জোড়া ধাক্কা দিলেন বোল্ট। পঞ্চম বলে হোল্ডারের হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন ত্রিপাঠী। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। হায়দরাবাদ শূন্য রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হ্যারি ব্রুক। প্রথম ওভারে কোনও রান খরচ না করেই বোল্ট তুলে নেন জোড়া উইকেট।

02 Apr 2023, 05:43:30 PM IST

শুরুতেই আউট অভিষেক

মায়াঙ্ক আগরওয়ালকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন অভিষেক শর্মা। বোলিং শুরু করেন ট্রেন্ট বোল্ট। তৃতীয় বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অভিষেক। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। হায়দরাবাদ শূন্য রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাহুল ত্রিপাঠী।

02 Apr 2023, 05:20:45 PM IST

২০০ টপকে থামল রাজস্থান

শেষ ওভারে ফজলহক ফারুকির বলে ১টি চার মারেন হেতমায়ের। ওভারে মোট ১০ রান ওঠে। নির্ধারিত ২০ ওভারে রাজস্থান রয়্যালস ৫ উইকেটে ২০৩ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য হায়দরাবাদের দরকার ২০৪ রান। হেতমায়ের ১৬ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। অশ্বিন ২ বলে ১ রান করেন। ফারুকি ৪ ওভারে ৪১ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

02 Apr 2023, 05:10:55 PM IST

স্যামসনকে ফেরালেন নটরাজন

১৮.৩ ওভারে টি নটরাজনের বলে বাউন্ডারি লাইনে সঞ্জু স্যামসনের দুর্দান্ত ক্যাচ ধরেন অভিষেক শর্মা। ৩২ বলে ৫৫ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ৪টি ছক্কা। রাজস্থান ১৮৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন। ১৯ ওভার শেষে রাজস্থানের স্কোর ৫ উইকেটে ১৯৩ রান। নটরাজন ৩ ওভারে ২৩ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।

02 Apr 2023, 05:08:00 PM IST

ভুবির ওভারে ১৩ রান

১৮তম ওভারে ভুবনেশ্বর কুমারের বলে ১টি ছক্কা মারেন হেতমায়ের। ১টি চার মারেন স্যামসন। ওভারে মোট ১৩ রান ওঠে। ১৮ ওভার শেষে রাজস্থানের স্কোর ৪ উইকেটে ১৮৬ রান। ভুবি ৩ ওভারে ৩৬ রান খরচ করেছেন।

02 Apr 2023, 05:01:08 PM IST

ঝোড়ো হাফ-সেঞ্চুরি স্যামসনের

২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সঞ্জু স্যামসন। ১৭ ওভার শেষে রাজস্থানের স্কোর ৪ উইকেটে ১৭৩ রান। স্যামসন ৫০ রানে ব্যাট করছেন। নটরাজন ২ ওভারে ২০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

02 Apr 2023, 04:58:21 PM IST

রিয়ানকে ফেরালেন নটরাজন

১৬.১ ওভারে টি নটরাজনের বলে ফজলহক ফারুকির হাতে ধরা পড়েন রিয়ান পরাগ। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৭ রান করেন তিনি। রাজস্থান রয়্যালস ১৭০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিমরন হেতমায়ের।

02 Apr 2023, 04:56:03 PM IST

রশিদের বোলিং কোটা শেষ

১৬তম ওভারে আদিল রশিদের বলে ১টি ছক্কা মারেন সঞ্জু স্যামসন। ওভারে মোট ১০ রান ওঠে। ১৬ ওভার শেষে রাজস্থানের স্কোর ৩ উইকেটে ১৭০ রান। স্যামসন ৪৯ রানে ব্যাট করছেন। রশিদ ৪ ওভারে ৩৩ রান খরচ করেন। কোনো উইকেট পাননি তিনি।

02 Apr 2023, 04:46:27 PM IST

দেবদূত পাডিক্কাল আউট

১৪.১ ওভারে উমরান মালিকের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন দেবদূত পাডিক্কাল। ৫ বলে ২ রান করেন তিনি। রাজস্থান ১৫১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিয়ান পরাগ। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ১৫ ওভার শেষে রাজস্থানের স্কোর ৩ উইকেটে ১৬০ রান। স্যামসন ৪১ রানে ব্যাট করছেন।

02 Apr 2023, 04:44:45 PM IST

১৫০ টপকাল রাজস্থান

১৪তম ওভারে ওয়াশিংটনের বলে ১টি ছক্কা মারেন স্যামসন। ওভারে মোট ১০ রান ওঠে। ১৪ ওভার শেষে রাজস্থানের স্কোর ২ উইকেটে ১৫১ রান। স্যামসন ৩৯ রানে ব্যাট করছেন।

02 Apr 2023, 04:36:49 PM IST

হাফ-সেঞ্চুরি করে আউট যশস্বী

১২.৩ ওভারে ফজলহক ফারুকির বলে মায়াঙ্ক আগরওয়ালের হাতে ধরা পড়েন যশস্বী জসওয়াল। ৯টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ৫৪ রান করেন তিনি। রাজস্থান ১৩৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দেবদূত পাডিক্কাল। ১৩ ওভার শেষে রাজস্থানের স্কোর ২ উইকেটে ১৪১ রান। ৩১ রানে ব্যাট করছেন স্যামসন। ফারুকি ৩ ওভারে ৩২ রান খরচ করে ২টি উইকেট দখল করেছেন।

02 Apr 2023, 04:30:52 PM IST

দাপুটে হাফ-সেঞ্চুরি যশস্বীর

৮টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন যশস্বী জসওয়াল। ওয়াশিংটনের ওভারে ৩ রান ওঠে। ১২ ওভার শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ১৩৫ রান।

02 Apr 2023, 04:28:52 PM IST

রশিদের ওভারে ১০ রান

১১তম ওভারে আদিল রশিদের বলে ১টি ছক্কা মারেন স্যামসন। ওভারে মোট ১০ রান ওঠে। ১১ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১ উইকেটে ১৩২ রান। যশস্বী ৪৮ ও স্যামসন ২৯ রানে ব্যাট করছেন।

02 Apr 2023, 04:23:43 PM IST

অর্ধেক ইনিংস শেষ

দশম ওভারে উমরান মালিকের বলে ১টি চার মারেন যশস্বী। ১টি ছক্কা মারেন স্যামসন। ওভারে ১২ রান ওঠে। ১০ ওভার শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ১২২ রান। জসওয়াল ৪৬ ও স্যামসন ২১ রানে ব্যাট করছেন।

02 Apr 2023, 04:20:17 PM IST

রশিদের ওভারে ৫ রান

নবম ওভারে আদিল রশিদ মাত্র ৫ রান খরচ করেন। ৯ ওভার শেষে রাজস্তান রয়্যালসের স্কোর ১ উইকেটে ১১০ রান। ৪১ রানে ব্যাট করছেন যশস্বী।

02 Apr 2023, 04:15:15 PM IST

১০০ টপকাল রাজস্থান

মাত্র ৮ ওভারেই দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় রাজস্থান রয়্যালস। অষ্টম ওভারে উমরান মালিকের বলে জোড়া বাউন্ডারি মারেন সঞ্জু স্যামসন। ওভারে মোট ১২ রান ওঠে। রাজস্থানের স্কোর ১ উইকেটে ১০৫ রান। ২০ বলে ৩৯ রান করেছেন যশস্বী। ৬ বলে ১১ রান করেছেন স্যামসন।

02 Apr 2023, 04:11:24 PM IST

লড়াই জারি যশস্বীর

সপ্তম ওভারে আদিল রশিদের বলে ১টি চার মারেন যশস্বী জসওয়াল। ওভারে মোট ৮ রান ওঠে। ৭ ওভার শেষে রাজস্থানের স্কোর ১ উইকেটে ৯৩ রান। ৩৭ রানে ব্যাট করছেন জসওয়াল।

02 Apr 2023, 04:04:02 PM IST

জোস বাটলার আউট

৫.৫ ওভারে ফজলহক ফারুকির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জোস বাটলার। ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২২ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন ব্রিটিশ তারকা। রাজস্থান ৮৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সঞ্জু স্যামসন। ৩০ রানে ব্যাট করছেন যশস্বী।

02 Apr 2023, 04:02:23 PM IST

ঝোড়ো হাফ-সেঞ্চুরি বাটলারের

৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জোস বাটলার। তিনি ষষ্ঠ ওভারে ফজলহক ফারুকির বলে ৩টি চার মারেন।

02 Apr 2023, 03:58:36 PM IST

নটরাজনের ওভারে ৪টি চার মারেন বাটলার

পঞ্চম ওভারে বল করতে আসেন টি নটরাজন। তাঁর ওভারে ৪টি চার মারেন বাটলার। ওভারে মোট ১৭ রান ওঠে। ৫ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর বিনা উইকেটে ৭৩ রান। বাটলার ১৭ বলে ৪২ রান করেছেন। ১৩ বলে ৩০ রান করেছেন যসস্বী।

02 Apr 2023, 03:55:56 PM IST

৫০ টপকাল রাজস্থান

চতুর্থ ওভারে বল করতে আসেন ওয়াশিংটন সুন্দর। প্রথম ২ বলে জোড়া ছক্কা হাঁকান বাটলার। পঞ্চম বলে চার মারেন যশস্বী। ওভারে মোট ১৯ রান ওঠে। চার ওভার শেষে রাজস্থানের স্কোর বিনা উইকেটে ৫৬ রান। বাটলার ২৫ ও জসওয়াল ৩০ রানে ব্যাট করছেন।

02 Apr 2023, 03:52:37 PM IST

ভুবনেশ্বরের ওভারে ১৭ রান

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন ভুবনেশ্বর কুমার। প্রথম বলে ছক্কা মারেন বাটলার। চতুর্থ ও পঞ্চম বলে জোড়া বাউন্ডারি মারেন যশস্বী। ওভারে মোট ১৭ রান ওঠে। ৩ ওভার শেষে রাজস্থানের স্কোর বিনা উইকেটে ৩৭ রান। যশস্বী ২৪ ও বাটলার ১২ রানে ব্য়াট করছেন।

02 Apr 2023, 03:43:27 PM IST

ফারুকির ওভারে ১৪ রান

দ্বিতীয় ওভারে বল করতে আসেন ফজলহক ফারুকি। প্রথম বলেই চার মারেন যশস্বী। তৃতীয় বলে ৩ রান নেন তিনি। চতুর্থ বলে ৩ রান নেন বাটলার। পঞ্চম বলে চার মারেন জসওয়াল। ওভারে মোট ১৪ রান ওঠে। ২ ওভার শেষে রাজস্থানের স্কোর বিনা উইকেটে ২০ রান।

02 Apr 2023, 03:37:11 PM IST

যশস্বীর বাউন্ডারিতে ম্য়াচ শুরু

জোস বাটলারের সঙ্গে ওপেন করতে নামেন যশস্বী জসওয়াল। বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় বলে বাউন্ডারি মারেন যশস্বী। প্রথম ওভারে ৬ রান ওঠে।

02 Apr 2023, 03:27:11 PM IST

দু'দলের পরিবর্ত ক্রিকেটার

হায়দরাবাদ- আব্দুল সামাদ, বিব্রান্ত শর্মা, মায়াঙ্ক ডাগর, উপেন্দ্র যাদব ও মায়াঙ্ক মার্কান্ডে।রাজস্থান- সন্দীপ শর্মা, ধ্রুব জুরেল, নভদীপ সাইনি, মুরুগান অশ্বিন ও ডোনোভান ফেরেইরা।

02 Apr 2023, 03:15:22 PM IST

রাজস্থানের প্রথম একাদশ

জোস বাটলার, যশস্বী জসওয়াল, দেবদূত পাডিক্কাল, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শিমরন হেতমায়ের, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট ও কেএম আসিফ।

02 Apr 2023, 03:13:29 PM IST

হায়দরাবাদের প্রথম একাদশ

অভিষেক শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, হ্যারি ব্রুক, গ্লেন ফিলিপস (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার (ক্যাপ্টেন), আদিল রশিদ, ফজলহক ফারুকি, উমরান মালিক ও টি নটরাজন।

02 Apr 2023, 03:02:57 PM IST

টস জিতল হায়দরাবাদ

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘরের মাঠে টস জিতল সানরাইজার্স হায়দরাবাদ। টস জিতে তারা রাজস্থান রয়্যালসকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, উপ্পলে রান তাড়া করবেন ভুবনেশ্বর কুমাররা।

02 Apr 2023, 02:40:46 PM IST

অস্থায়ী অধিনায়কের হার ধরে যাত্রা শুরু হায়দরাবাদের

সানরাইজার্স হায়দরাবাদ প্রথম ম্যাচে দলে পাচ্ছে না তাদের স্থায়ী অধিনায়ক এডেন মার্করামকে। তাঁর পরিবর্তে সানরাইজার্সকে প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার। মার্করাম, জানসেন ও ক্লাসেন, তিন তারকা দক্ষিণ আফ্রিকার হয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ব্যস্ত। তাঁরা সোমবার যোগ দেবেন দলের সঙ্গে। সুতরাং, ৫ জন বিদেশির মধ্য থেকে প্রথম ম্যাচে চারজনকে বেছে নিতে হবে হায়দরাবাদকে।

02 Apr 2023, 02:30:06 PM IST

দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে অভিযান শুরু দু'দলের

উপ্পলে আইপিএল ২০২৩-এর চতুর্থ লিগ ম্যাচে সম্মুখসমরে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। উভয় দলই এখনও পর্যন্ত একবার করে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। হায়দরাবাদ ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয় ও ২০১৮ সালে রানার্স হয়। রাজস্থান ২০০৮ সালে চ্য়াম্পিয়ন হয় ও ২০২২ সালে রানার্স হয়। স্বাভাবিকভাবেই নিজেদের দ্বিতীয় ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই নতুন মরশুমে অভিযান শুরু করছে দু'দল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী আছে? ১৭ মে শুক্রবারের রাশিফল দেখে নিন SRH প্লে-অফ নিশ্চিত করায় ছিটকে গেল DC, ধোনিদের সামনেও দুইয়ে ওঠার সুযোগ উত্তরীয় পরিয়ে বরণ করে ঘরে তুলেছিলেন অভিষেক, সেই অর্জুনকেই বললেন ‘ভিজে বেড়াল’ নাওমি থেকে আনিয়া টেলর-জয়, কানের রেড কার্পেটের দ্বিতীয় দিনে নজর কাড়লেন যারা ফের অসুস্থ মিঠুন! কল্যাণের প্রাক্তন জামাইয়ের প্রচারে রোড শো-তে গরহাজির মহাগুরু 'বদলা নেব…ওটা নন্দীগ্রামের মানুষের রায় নয়', কী বললেন মমতা 'তুমি কত টাকায় বিক্রি হও?...মমতা ব্যানার্জি মহিলা তো', বক্তা অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাদা কেমন আছেন? মুকুল রায়ের সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী সরকার যেন স্লিপিং পার্টনার, সব লাভ নিয়ে যাচ্ছে- বক্তব্য দালালের , নির্মলা বললেন… শরমিনকে বিয়ের প্রস্তাব দিয়েছেন সলমন! অভিনেত্রীর উত্তর শুনে অবাক নেটপাড়া

Latest IPL News

নমস্কার,ধন্যবাদ, সুপ্রভাত- স্পষ্ট উচ্চারণে অনর্গল বাংলা বলে চলেছেন নারিন- ভিডিয়ো T20 বিশ্বকাপ উপভোগ করতে পারবেন দৃষ্টিহীন ও বধিররাও! ভারতে নেওয়া হল বিশেষ উদ্যোগ IPL-মুম্বই অনুশীলনে হঠাৎই কুস্তি, মাটিতে গড়াগড়ি টিম ডেভিড-ইশান কিষানের, ভিডিয়ো IPL 2024-এর পরেই কি অবসর নেবেন ধোনি? চমকপ্রদ দাবি করলেন CSK ব্যাটিং কোচ হাসি Match Fixing-র অভিযোগ! ২ ভারতীয়ের পাসপোর্ট বাজেয়াপ্ত করতে বলল শ্রীলঙ্কার আদালত ভারতীয়রা ছিলেন রোহিতের পক্ষে, বিদেশিরা হার্দিকের- এটাই কি MI-এর ব্যর্থতার কারণ? অন্যদের কপাল পোড়াব! CSK-র সামনে সুযোগ আসার পরেই ভাইরাল প্রাক্তনী কারানের ভিডিয়ো কোহলি ভাইয়ার নেট সেশন দেখে পয়েন্ট করি- বিরাটের থেকে শেখেন কীভাবে,জানালেন পাতিদার দ্রাবিড়ের জায়গায় কি ভারতীয় দলের কোচ হবেন স্টিফেন ফ্লেমিং? কী বললেন CSK-র CEO? IPL-‘ও আমার কোচ নয়,বড় দাদা’, এক সময়ের ত্রাসকে নিয়ে বার্তা ইশান্ত শর্মার, ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.