বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > সুযোগ পেয়েই কামাল করলেন RR –এর দুবে, দিলেন বড় বার্তা

সুযোগ পেয়েই কামাল করলেন RR –এর দুবে, দিলেন বড় বার্তা

ব্য়াট হাতে দুরন্ত শিবম দুবে (ছবি:বিসিসিআই)

ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরে শিবম দুবে জানালেন এই ইনিংস তার জন্য ব্যক্তিগতভাবে এবং দলের জন্য ও ভীষন গুরুত্বপূর্ণ ছিল।

শুভব্রত মুখার্জি: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শনিবারের ম্যাচে এক অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান রয়্যালস। ১৯০ রানের জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করে নিজেদের জয় নিশ্চত করে রাজস্থান। এই জয়ের ফলে তারা ফের প্লে অফের দৌড়ে চলে এসেছে। তাদের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দুই বাঁ হাতি নবীন ব্যাটার শিবম দুবে এবং যশস্বী জসওয়াল। ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরে শিবম দুবে জানালেন এই ইনিংস তার জন্য ব্যক্তিগতভাবে এবং দলের জন্য ও ভীষন গুরুত্বপূর্ণ ছিল।

রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার শিবম দুবে ৪২ বলে ৬৪ রানের একটি আক্রমনাত্মক ইনিংস খেলেন। মূলত তার ইনিংস এবং ওপেনিং ব্যাটার যশস্বী জসওয়ালের ২১ বলে ৫০ রানের ইনিংসে ভর করেই এক অবিশ্বাস্য জয় পায় রাজস্থান। ম্যাচ শেষে শিবম জানান 'সঙ্গত কারণেই এই ইনিংসটা খুব প্রয়োজনীয় ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার জন্য এবং আমার দলের জন্য এই ইনিংসটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এই মুহূর্তে দলের স্পিরিট খুব ভালো জায়গায় রয়েছে। আমাদেরকে প্লে অফের জন্য কোয়ালিফাই করতেই হবে। অন্য যে দুটি ম্যাচ বাকি আছে সেই দুটি ম্যাচ জিততে পারলে আমরা কোয়ালিফাই করব। সেই কারণেই আরও এই ম্যাচটা জেতা গুরুত্বপূর্ণ ছিল।'

দীর্ঘদিন রিজার্ভ বেঞ্চে বসে থাকা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান 'বেঞ্চে বসে থাকতে হওয়া নিয়ে একটা কথা বলতে পারি, সেটাও দলের জন্য ছিল। টিম কম্বিনেশনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত আমাদের সমস্ত কোচ এবং কোচিং স্টাফরা একসাথে বসেই নিয়েছিলেন। আমি আমার সুযোগ পাওয়ার অপেক্ষা করছিলাম। সুযোগ পেয়ে পারফরম্যান্স করতে পেরে আমি খুশি।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন