বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ‘আমরা এবার টিম হিসেবেই খেলতে পারিনি', DC-কে হারিয়েও হতাশা যাচ্ছে না MI অধিনায়কের

‘আমরা এবার টিম হিসেবেই খেলতে পারিনি', DC-কে হারিয়েও হতাশা যাচ্ছে না MI অধিনায়কের

রোহিত শর্মা।

টসে জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠিয়েছিল মুম্বই। দিল্লি ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান করে। দিল্লির হয়ে ৪৩ রান করেন রোভম্যান পাওয়েল। অধিনায়ক ঋষভ পন্ত করেন ৩৯ রান। জবাবে মুম্বইয়ের টিম শেষ ওভারে এই লক্ষ্যে পৌঁছে যায়। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে টিম ডেভিড ৩৪ ও ইশান কিশান ৪৮ রান করেন। ব্রেভিসও করেন ৩৭ রান।

শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালস হারিয়ে লিগ টেবলের অঙ্কটা দলে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স তাদের এই জয়ের ফলে প্লে-অফ উঠতে পারেনি দিল্লি। সেই জায়গায় রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে। চতুর্থ দল হিসেবে তারা প্লে-অফে উঠল।

এ দিন টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট করতে পাঠায় মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান করে। দিল্লির হয়ে ৪৩ রান করেন রোভম্যান পাওয়েল। অধিনায়ক ঋষভ পন্ত করেন ৩৯ রান। জবাবে মুম্বইয়ের টিম শেষ ওভারে এই লক্ষ্যে পৌঁছে যায়। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে টিম ডেভিড ৩৪ ও ইশান কিশান ৪৮ রান করেন। ডেওয়াল্ড ব্রেভিসও করেন ৩৭ রান।

ম্যাচে জয়ের পর রোহিত শর্মা যা বললেন-

জয়ের অভিপ্রায় নিয়ে মাঠে নেমেছেন

‘টসের সময় যেমন বলেছিলাম আমরা এই ম্যাচ জেতার উদ্দেশ্য নিয়ে এসেছি। আমি জানি, কিছু দল আমাদের ম্যাচ খুব কাছ থেকে দেখছিল, কিন্তু আমরা যা অর্জন করতে চেয়েছিলাম, তা অর্জন করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা জয় ও ইতিবাচক দিক দিয়ে মরশুম শেষ করতে চেয়েছিলাম। আমরা গোটা মরশুমে যে ভুলগুলো করেছিলাম, সেগুলো শোধরানোর চেষ্টা করতে চেয়েছিলাম।’

পিচে ১৬০ রান করাটা সহজ ছিল না

‘যখন ওরা (দিল্লি) ১৫৯ করে ফেলেছিল, তখন আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম কারণ এটি ১৬০ করার মতো পিচ ছিল না। বোলারদের বরং অনেক সুবিধে করে দিয়েছে এই পিচ। আমরা প্রথম ইনিংসে দেখেছিলাম, যখন আমরা বোলিং করছিলাম। এটি একটি মন্থর ধরনের পিচ ছিল এবং শেষের দিকেও মন্থর হয়ে গিয়েছিল। ব্যাটে বল আসছিল না।’

আরও পড়ুন: ‘আমরা গা ঢিল দিয়ে ফেলেছি’, হতাশার মাঝেই 2023 IPL-এ নিজের লক্ষ্যের কথা বললেন পন্ত

ইশান ও ব্রেভিসের জুটি ছিল গুরুত্বপূর্ণ

‘আপনি যখন একটি দলকে ১৫০-১৬০ রানের মধ্যে আটকে দেন, তখন ম্যাচটিকে আপনার পক্ষে ঘুরিয়ে দেওয়ার জন্য আপনাকে একটি ভালো জুটি গড়ে তুলতে হবে। যেটি ইশান কিশান এবং ডেওয়াল্ড ব্রেভিস করেছিল, তাদের দুজনেরই একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ছিল এবং এটি আমাদের একটি ভালো অবস্থানে নিয়ে গিয়েছিল।’

টানা আট পরাজয়ের পর ফেরা কঠিন ছিল।

‘আমরা যখন টানা আটটি ম্যাচ হেরেছিলাম, তার পরে ফিরে আসা কঠিন ছিল। এ ভাবে ম্যাচ হারলে পরিস্থিতি আপনার জন্য কঠিন হয়ে যায়। আমরা সবাই আমাদের ভুলগুলো সংশোধন করে মাঠে নামতে চেয়েছিলাম। আমি মনে করি সেই অর্থে আমরা টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে ভালো করেছি। টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে আমাদের জন্য অনেক ইতিবাচক দিক উঠে এসেছে। যা নিয়ে আমরা গর্ব করতে পারি।’

ঐক্যবদ্ধ হতে ব্যর্থ

‘দলের খারাপ পারফরম্যান্সের অনেক কারণ রয়েছে। সম্মিলিত পারফরম্যান্স আপনাকে একটি দল হিসাবে এগিয়ে নিয়ে যায় এবং এটি এমন একটি জিনিস যা আমাদের দল থেকে মরসুমে অনুপস্থিত ছিল। দল হিসেবে আমরা একসঙ্গে পারফর্ম করতে পারিনি। কিছু দিন বোলাররা ভালো পারফরম্যান্স করলেও ব্যাটসম্যানরা তাদের সুবিধা নিতে পারেনি। ব্যাটসম্যানরা ভালো করলে বোলাররা ব্যর্থ হয়। পুরো মরসুমে আমাদের সঙ্গে এটি ঘটেছে।’

জিততে হলে তিনটি বিভাগেই ভালো পারফর্ম করতে হবে

‘আপনি যদি ম্যাচ এবং টুর্নামেন্ট জিততে চান এবং যোগ্যতা অর্জন করতে চান, তবে আপনাকে তিনটি বিভাগেই ভাল করতে হবে। এটি এমন কিছু যা আমরা টুর্নামেন্টের প্রথম পর্বে মিস করেছি কিন্তু দ্বিতীয় পর্বটি আমাদের জন্য আশ্চর্যজনক ছিল। তবে ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তবে অন্তত আমরা এই টুর্নামেন্ট থেকে ইতিবাচক কিছু নিয়ে যেতে পেরেছি।’

বন্ধ করুন