বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাংলার ঝুলন গোস্বামী। দেখে নিন মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের সেরা পাঁচের তালিকা।
1/5লিন ফুলস্টোন: মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার লিন ফুলস্টোনের দখলে। ১৯৮২ ও ১৯৮৮, দু'টি বিশ্বকাপের ২০টি ম্যাচে মাঠে নেমে ৩৯টি উইকেট নিয়েছেন ফুলস্টোন।
2/5ঝুলন গোস্বামী: পাকিস্তানের বিরুদ্ধে জোড়া উইকেট নেওয়ার সুবাদে বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি উইকেটশিকারিদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন ঝুলন গোস্বামী। তিনি ২০০৫ থেকে ২০২২ পর্যন্ত মোট ৫টি বিশ্বকাপের ২৯টি ম্যাচে মাঠে নেমে এই নিয়ে ৩৮টি উইকেট দখল করেন। আর ২টি উইকেট নিলেই ফুলস্টোনকে টপকে বিশ্বরেকর্ড নিজের দখল নেবেন ভারতের তারকা পেসার।
3/5ক্যারল হজেস: ইংল্যান্ডের ক্যারল ১৯৮২ থেকে ১৯৯৩ পর্যন্ত বিশ্বকাপের ২৪টি ম্যাচে মাঠে নেমে মোট ৩৭টি উইকেট নিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ২টি উইকেট নেওয়ার সুবাদে ঝুলন টপকে যান ব্রিটিশ তারকাকে। আপাতত তালিকার তৃতীয় স্থানে রয়েছেন হজেস।
4/5ক্লেয়ার টেলর: ইংল্যান্ডের টেলর ১৯৮৮ থেকে ২০০৫ পর্যন্ত বিশ্বকাপের ২৬টি ম্যাচে মাঠে নেমে মোট ৩৬টি উইকেট নিয়েছেন। তিনি রয়েছেন সর্বকালীন তালিকার চতুর্থ স্থানে।
5/5ক্যাথরিন ফিত্জপ্যাট্রিক: ১৯৯৩ থেকে ২০০৫ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপের ২৫টি ম্যাচে মাঠে নেমে ৩৩টি উইকেট নিয়েছেন ক্যাথরিন। তিনি রয়েছেন সার্বিক তালিকার পঞ্চম স্থানে।