HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > LLC T20: কাজে এল না ও'ব্রায়েনের ৯৫, দিলশান-থরঙ্গা জুটির সুবাদে ওয়ার্ল্ড জায়ান্টসদের হেলায় হারাল এশিয়া লায়ান্সরা

LLC T20: কাজে এল না ও'ব্রায়েনের ৯৫, দিলশান-থরঙ্গা জুটির সুবাদে ওয়ার্ল্ড জায়ান্টসদের হেলায় হারাল এশিয়া লায়ান্সরা

চার বল এবং ছয় উইকেট হাতে রেখে ২০৬ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করে মিসবার দল।

দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মিসবা। ছবি- টুইটার।

লেজেন্ডস লিগ ক্রিকেটের প্রথম ম্যাচে ইন্ডিয়া মহারাজাসের বিরুদ্ধে পরাজয়ের পর ওয়ার্ল্ড জায়ান্টসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলতে নামে মিসবা উল হকের নেতৃত্বাধীন এশিয়া লায়ান্স। টসে জিতে লায়ান্সরা প্রতিপক্ষ জায়ান্টাসদের ব্যাট করার আহ্বান জানালে বিধ্বংসী কেভিন ও'ব্রায়েনের ৯৫ রানের সুবাদে ২০৫-রান করে জায়ান্টসরা। লায়ান্সের হয়ে সফলতম বোলার নুয়ান কুলশেখরা নির্ধারিত চার ওভারে ১৭ রান দিয়ে দুই উইকেট নেন। জবাবে উপুল থরঙ্গার ৬৩ এবং তিলকরত্নে দিলশানের ৫২ রানে ভর করে লায়ান্স সহজেই ম্যাচ জিতে যায়। জায়ান্টসের হয়ে মর্নে মর্কেল ৩৮ রানের বিনিময়ে দুই উইকেট নেন।

21 Jan 2022, 11:45 PM IST

দুর্ধর্ষ জয় লায়ান্সের

২০৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সহজেই ওয়ার্ল্ড জায়ান্টসদের হারিয়ে টুর্নামেন্টে প্রথম ম্যাচ জিতল জায়ান্টরা। ১৮ ওভার পর্যন্ত ম্যাচ মোটামুটি ৫০-৫০ ছিল। ১২ বলে জয়ের জন্য ২৩ রান দরকার ছিল লায়ান্সদের। তবে ১৯তম ওভারে সাইডবটমের বিরুদ্ধে ২২ রান মেরেই কাজ সহজ করে ফেলেন মিসবা-আফগান। শেষমেশ চার বল এবং ছয় উইকেট হাতে রেখে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় লায়ান্সরা। মিসবা ১৯ রান (১০ বলে) এবং আফগান ১৪ রানে (সাত বলে) অপরাজিত থাকেন।

21 Jan 2022, 11:33 PM IST

হাফিজ আউট

থরঙ্গা আউট হওয়ার পরের ওভারেই হাফিজকে সাজঘরে ফেরালেন মর্নে মর্কেল। অফ স্টাম্পের বাইরের বলে বড় শট মারতে গিয়ে কিপার ট্রটের হাতে ক্যাচ দিয়ে বসেন হাফিজ। একই ওভারের শেষ বলে ক্রিজে সদ্য নামা মিসবাকেও রান আউট করার সুযোগ তৈরি হয়েছিল। তবে বল উইকেটে লাগাতে ব্যর্থ হন করি অ্যান্ডারসন। ১৭ ওভার শেষে লায়ান্সের স্কোর ১৭০-৪। ক্রিজে দুই নতুন ব্যাটার আফগান (তিন বলে দুই রান) এবং মিসবা।

21 Jan 2022, 11:23 PM IST

অভূতপূর্ব তাহির

দুর্দান্ত ব্যাটিং করা থরঙ্গা, লায়ান্সকে দ্রুত জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে বাউন্ডারি থেকে ইমরান তাহিরের দুর্ধর্ষ ডাইরেক্ট হিটে ব্যক্তিগত ৬৩ রানে (৪৩ বলে) সাজঘরে ফিরতে হল তাঁকে। নতুন ব্যাটার আজগার আফগান। ১৬ ওভার শেষে লায়ান্সের স্কোর ১৫৮-৩।এখান থেকেই খেলা ঘুরতে চলেছে?

21 Jan 2022, 11:18 PM IST

তড়তড়িয়ে এগোচ্ছে লায়ান্সের গাড়ি

বড় রানের লক্ষ্যে ব্যাট করাটা কখনই সহজ নয়। স্কোরবোর্ডের চাপ সবসময়ই থাকে। তবে লায়ান্সরা কিন্তু মাসকাটে দারুণভাবে লক্ষ্যে এগোচ্ছে। ১৫ ওভারেই ১৫০ রান সম্পূর্ণ করল লায়ান্সরা। বাকি পাঁচ ওভারে প্রয়োজন ৫৬ রান, হাতে আট উইকেট।  

21 Jan 2022, 11:09 PM IST

ব্যাক টু ব্যাক ৫০

গত রাতে ইন্ডিয়া মহারাজাসের বিরুদ্ধে ৬৬ রানের সুন্দর একটি ইনিংস খেলেছিলেন থরঙ্গা। তবে দলকে জেতাতে পারেননি। জায়ান্টসের বিরুদ্ধে আবারও এক অসাধারণ অর্ধশতরান করলেন থরঙ্গা। তিনি অপরাজিত রয়েছেন ৬০ রানে (৩৮ বলে)। ১৪ ওভার শেষে লায়ান্সের স্কোর ১৪১-২। 

21 Jan 2022, 11:04 PM IST

দিলশান আউট

মর্নে মর্কেলের নিখুঁত ইয়র্কারে কুপোকাত দিলশান। ব্যক্তিগত ৫২ রানেই সাজঘরে ফিরতে হল লঙ্কান তারকাকে। তবে থরঙ্গার সঙ্গে তাঁর ৮৮ রানের পার্টনারশিপ এশিয়া লায়ান্সকে মজবুত জায়গায় এনে দিয়েছে। লায়ান্সের হয়ে চার নম্বরে ব্যাট করতে নেমেছেন মহম্মদ হাফিজ। ১৩ ওভার শেষে লায়ান্সের স্কোর ১২৭-২।

21 Jan 2022, 10:59 PM IST

অর্ধশতরান দিলশানের

গত ম্যাচে অর্ধশতরান হাতছাড়া করলেও জায়ান্টসের বিরুদ্ধে ৫০-র গণ্ডি পার করলেন দিলশান। ১২ ওভার শেষে লায়ান্সের স্কোর ১১৬-১। দিলশানের স্কোর ৫০ (৩০ বলে), থরঙ্গা অপরাজিত ৪৩ রানে (৩২ বলে)।

21 Jan 2022, 10:50 PM IST

দুই শ্রীলঙ্কানের ৫০ রানের পার্টনারশিপ 

আকমল আউট হওয়ার পরে দিলশান এবং থরঙ্গা মিলে শক্ত হাতে লায়ান্সের ইনিংস সামলে নিয়েছেন। ১০ ওভার শেষে এশিয়া লায়ান্সের স্কোর ৯৬-১। থরঙ্গা খেলছেন ৩৩ রানে (২৫ বলে), দিলশান অপরাজিত রয়েছেন ৪০ রানে (২৫ বলে)। বর্তমানে দুই লঙ্কান তারকার মধ্যেকার পার্টনারশিপ ৬১ রানের।

21 Jan 2022, 10:29 PM IST

৫০-র গণ্ডি টপকাল লায়ান্স

গত রাতে দুর্ধর্ষ ৬৬ রানের ইনিংস খেলার পর, আজও থরঙ্গাকে দারুণ ছন্দে দেখাচ্ছে। নয় বলে ১২ রান করে শুরুটা ভালই করেছেন তিনি। তাঁকে ক্রিজে সঙ্গ দিচ্ছেন দিলশান। তাঁর ব্যক্তিগত স্কোর ২৫ (১৭ বলে)। পাওয়ার প্লের ছয় ওভার শেষে লায়ান্সের স্কোর ৫৪-১।

21 Jan 2022, 10:22 PM IST

আকমল আউট

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে লায়ান্সরা শুরুটা বেশ ভালই করেছিল। তবে নিজের প্রথম ওভারেই বল হাতে কামাল করলেন পানেসার। বড় শট মরার চেষ্টায় স্কোয়ার লেগে স্যামির হাতে ধরা পড়েন কামরান আকমল। ব্যক্তিগত ১৪ রানে (১০ বলে) আউট হন আকমল। চার ওভার শেষে লায়ান্সের স্কোর ৩৮-১। ক্রিজে নতুন ব্যাটার থরঙ্গা।

21 Jan 2022, 10:08 PM IST

লায়ান্সের ইনিংস শুরু

২০৬ রানে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সাইডবটমের বিরুদ্ধে শুরুটা ঠিকঠাকই করল লায়ান্সরা। প্রথম ওভার শেষে লায়ান্সের স্কোর ৭-০। দিলশান এবং কামরান আকমল উভয়েই ব্যক্তিগত ৩ রান করেছেন।

21 Jan 2022, 09:45 PM IST

প্রথম ইনিংস শেষ 

প্রথম ইনিংস শেষে মাসকাটের ময়দানে রানের পাহাড় খাড়া করল ওয়ার্ল্ড জায়ান্টরা। ২০ ওভার শেষে ও'ব্রায়েনের ৯৫ রানে ভর করে সাত উইকেটের ২০৫ রান করেন জায়ান্টসরা। ইনিংসের শেষের দিকে পরপর উইকেট হারিয়ে একটু বিপাকে পড়লেও শেষ ওভারে অ্যালবি মর্কেলের বড় হিটের সুবাদে শেষ বলে ২০০-র গণ্ডি পেরোয় জায়ান্টসরা। অ্যালবি ১৭ রানে অপরাজিত থাকেন। কুলশেখরা এবং মহম্মদ হাফিজ, উভয়েই দু'টি করে উইকেট নেন।

21 Jan 2022, 09:37 PM IST

ডবল উইকেট

প্রথমে কুলশেখরার পারফেক্ট ইয়র্কারে কুপোকাত হন স্যামি। ব্যক্তিগত আট রানে (আট বলে) সাজঘরে ফেরেন জায়ান্টস অধিনায়ক। এরপর ক্রিজে নেমেই প্রথম বলে বড় শট মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ আউট হন ইমরান তাহিরও। জায়ান্টসের স্কোর ১৯ ওভার শেষে ১৮৬-৭। ক্রিজে অ্যালবি মর্কেলকে সঙ্গ দিতে নেমেছেন ভাই মর্নে।

21 Jan 2022, 09:31 PM IST

ও'ব্রায়েন আউট

গোটা ইনিংস জুড়ে মুথাইয়া মুরলিধরনের বিরুদ্ধে নাগাড়ে বড় শট খেলে গিয়েছেন ও'ব্রায়েন। তবে তীরে এসে তরী ডুবল। শতরানের লোভে ছক্কা হাঁকাতে গিয়েই লঙ্গঅফে হাফিজের কাছে ধরা দিলেন ও'ব্রায়েন। তবে ব্যক্তিগত ৯৫ রানের (৪৬ বলে) একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন তিনি। ১৮ ওভার শেষে জায়ান্টসের স্কোর ১৭৯-৫। ক্রিজে নতুন ব্যাটার অ্যালবি মর্কেল।

21 Jan 2022, 09:26 PM IST

পাঠানকে টপকে গেলেন ও'ব্রায়েন

গত রাতে ৪০ বলে টুর্নামেন্ট সর্বাধিক ৮০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছিলেন ইউসুফ পাঠান। তবে এক রাত পরেই পাঠানকে টপকে এখন টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের মালিক কেভিন ও'ব্রায়েন। ১৭ ওভার শেষে জায়ান্টসের স্কোর ১৬৫-৪। ও'ব্রায়েন ব্যক্তিগত ৮৩ রানে (৪২ বলে) অপরাজিত রয়েছেন।

21 Jan 2022, 09:18 PM IST

১৫০ রানের গণ্ডি টপকাল জায়ান্টস

১৬তম ওভারেই ১৫০-র গণ্ডি টপকে গেল জায়ান্টরা। তবে ওভারের পঞ্চম বলে মিসবা উল হকের ডাইরেক্ট হিটের জেরে ১৪ রান (১৩ বলে) করে সাজঘরে ফিরতে বাধ্য হন শাহ। ১৫.৫ ওভার শেষে জায়ান্টদের স্কোর ১৫৫-৪। ক্রিজে নতুন ব্যাটার অধিনায়ক স্যামি।

21 Jan 2022, 09:14 PM IST

দাপুটে মেজাজে ও'ব্রায়েন

১৫ ওভার শেষে আইরিশ তারকা কেভিন ও'ব্রায়েনের সুবাদে তিন উইকেটের বিনিময়ে ১৪৭ রানে করেছে জায়ান্টসরা। শেষ পাঁচ ওভারে ভাল ব্যাট করলে সহজেই ২০০-র গণ্ডিও পেরিয়ে যাবে ড্যারেন স্যামির দল। ও'ব্রায়েন ব্যাট করছেন ৭৪ রানে (৩৬ বলে), শাহের স্কোর আট (নয় বলে)।

21 Jan 2022, 09:03 PM IST

করি অ্যান্ডারসন আউট

ম্যাচে হাফিজের দ্বিতীয় শিকার হলেন করি অ্যান্ডারসন। ১৮ রান (১২ বলে) করে আউট হন প্রাক্তন কিউয়ি তারকা। আম্পায়ার আউট দিলে রিভিউ নিয়েও লাভ হয়নি কোনো। ১২ ওভার শেষে জায়ান্টসের স্কোর ১১৪-৩। নতুন ব্যাটার ওয়েশ শাহ। এই ওভারেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন ও'ব্রায়েন। তিনি অপরাজিত রয়েছেন ৫৩ রানে (২৭ বলে)।

21 Jan 2022, 08:54 PM IST

১০ ওভার শেষে ভাল জায়গায় জায়ান্টস

শুরুতেই কেভিন পিটারসেনকে হারালেও নিজেদের ব্যাটিং ইনিংসের ১০ ওভার শেষে বেশ ভাল জায়গায় রয়েছে জায়ান্টসরা। ১০ ওভার শেষে জায়ান্টসদের স্কোর ৮৬-২। ৩৪ রানে (২১ বলে) ব্যাট করছেন ও'ব্রায়েন এবং অ্যান্ডারসনের সংগ্রহ ৯ (ছয় বলে)।

21 Jan 2022, 08:49 PM IST

অ্যামেজিং আজহার

সেট হওয়া ফিল মাস্টার্ড নিজের আগ্রাসী ব্যাটিংয়ে জায়ান্টসদের বড় রানের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে লেজেন্ডস ক্রিকেট লিগ মানেই অতীতের পাতা উল্টে দেখা। ঠিক সেইরকমই এক মুহূর্তের পুনরাবৃত্তি ঘটালেন আজহার মাহমুদ। স্কোয়ার লেগ বাউন্ডারিতে সামনের দিকে ঝাঁপ দিয়ে মাস্টার্ডের ক্যাচ ধরলেন। মহম্মদ হাফিজের বলে ব্যক্তিগত ২৮ রান (২২ বলে) করে আউট হন মাস্টার্ড। আট ওভার শেষে জায়ান্টসের স্কোর ৬৬-২। ব্যাটে নেমেছেন করি অ্যান্ডারসন।

21 Jan 2022, 08:29 PM IST

৫০-র গণ্ডি টপকাল জায়ান্টস

আজহার মেহমুদের বিরুদ্ধে ম্যাচের ষষ্ঠ ওভারে উঠল ১৫ রান। পাওয়ার প্লে শেষে জায়ান্টদের স্কোর ৫২-১। মাস্টার্ড ব্যাট করছেন ১৯ রানে (১৫ বলে), ও'ব্রায়েনের সংগ্রহ ১৮ (১০ বলে)।

21 Jan 2022, 08:24 PM IST

আক্রমণে জায়ান্টস

ভাসের তৃতীয় এবং ম্যাচের পঞ্চম ওভারে ২০ রান যোগ করে জায়ান্টসরা। শুরুটা ভীষণই মন্থরভাবে করলেও অবশেষে পাওয়ার প্লেতে আক্রমণ করা শুরু করেছেন ও'ব্রায়েনরা। পাঁচ ওভার শেষে জায়ান্টসের স্কোর ৩৭-১।

21 Jan 2022, 08:16 PM IST

পিটারসেন আউট 

প্রথম দুই ওভার শেষে মাত্র দুই রান হওয়ায় রানের গতি বাড়ানোর চেষ্টায় ভাসকে ওভারের প্রথম দুই বলে ছক্কা হাঁকান পিটারসেন। তবে তৃতীয় তাঁকে সাজঘরে ফিরতে হল। ১১ বলে ১৪ রান করে আউট হন পিটারসেন। তিন ওভার শেষে জায়ান্টসদের স্কোর ১৬-১। ক্রিজে নতুন ব্যাটার কেভিন ও'ব্রায়েন।

21 Jan 2022, 08:13 PM IST

দারুণ স্টার্ট লায়ান্সের

দুই লঙ্কান তারকা ভাস এবং কুলশেখরার, দুইজনেই ভাল লাইন লেংথে বল করে পিটারসেনদের মারার সুযোগই দেননি। দুই ওভার শেষে জায়ান্টসদের স্কোর ২-০।

21 Jan 2022, 08:11 PM IST

ওয়ার্ল্ড জায়ান্টসের একাদশ

কেভিন পিটারসেন, ফিল মাস্টার্ড, ওয়েশ শাহ, করি অ্যান্ডারসন, অ্যালবি মর্কেল, কেভিন ও'ব্রায়েন, ড্যারেন স্যামি (অধিনায়ক), ইমরান তাহির, মর্নে মর্কেল, মন্টি পানেসার, রায়ান সাইডবটম। 

21 Jan 2022, 08:04 PM IST

এশিয়া লায়ান্সের একাদশ

উপুল থরঙ্গা, তিলকরত্নে দিলশান, কামরান আকমল (উইকেটকিপার), মিসবা উল হক (ক্যাপ্টেন), আজগার আফগান, আজহার মেহমুদ, মহম্মদ হাফিজ, নুয়ান কুলশেখরা, চামিন্ডা ভাস, মুথাইয়া মুরলিধরন ও উমর গুল।

21 Jan 2022, 08:03 PM IST

এশিয়া লায়ান্সের দলে দু'টি পরিবর্তন

শোয়েব আখতার ও মহম্মদ ইউসুফের বদলে দলে এলে চামিন্ডা ভাস এবং আজগার আফগান। 

 

21 Jan 2022, 07:51 PM IST

টস জিতল এশিয়া লায়ান্স

এশিয়া লায়ান্সের তরফে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন মিসবা উল হক।

Latest News

‘মমতা রামলালার প্রাণ প্রতিষ্ঠায় যাননি কারণ অনুপ্রবেশকারীদের…’, কী বললেন শাহ? অভিষেকের ছবি বুকে নিয়ে জন্মদিন উদযাপন স্ত্রী ও মেয়ের, খেলেন ডাব চিংড়ি, বিরিয়ানি রিহার্সাল ছাড়াই এক টেকে আড়াই মিনিটের গানের শ্যুট সারেন সোনাক্ষী! এবার হিরণকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন দেব, বন্ধু কাঞ্চনকে নিয়ে মাতলেন কেশপুরে BANW v INDW: ৪৭ রান করেও জিতল ভারত! বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ১৯ রানে হারাল বাংলাদেশ রয়েছে অক্ষয় তৃতীয়া থেকে রবীন্দ্রজয়ন্তী! মে মাসে কতদিন বন্ধ ব্যাঙ্ক? রইল তালিকা ৪৭.২ ডিগ্রিতে পুড়ল কলাইকুণ্ডা, গরমে দেশে ফার্স্ট বাংলা, ৪৪ ডিগ্রি পার ১০ জায়গার দার্জিলিংয়ে টয় ট্রেনের সঙ্গে পর্যটক বোঝাই গাড়ির ধাক্কা, ফের দুর্ঘটনা পাহাড়ে! ‘উচ্চশিক্ষিত মেয়েকে বিয়ে করার ভুল করবেন না’! ভাইরাল টিপস নিয়ে চটল নেটপাড়া আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগে কাটল জট, হাইকোর্টের নির্দেশে হবে বিপুল চাকরি

Latest IPL News

‘সেন্ড অফ’-র পরে ১ ম্যাচ ব্যান KKR পেসারকে! নেটপাড়া বলল সেলিব্রেশনও করবে না? IPL -এর ইতিহাসে ব্যাট হাতে অনন্য নজির গড়লেন কুলদীপ যাদব বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ, অধিনায়ক লোকেশ রাহুলের পাশে থাকার বার্তা LSG-র T20 বিশ্বকাপ থেকে বাদ গিল, GT লিখল 'অভিনন্দন ক্যাপ্টেন', জোর খিল্লি নেট পাড়ায় T20 WC-এর জন্য ইংল্যান্ড দল ঘোষণা হতেই চাপে KKR ও RR! মাথায় হাত শ্রেয়স-সঞ্জুদের RCB-র নেটে ‘নতুন বুমরাহ’! চিনে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তরুণ বোলারকে ‘অত নাচতে হবে না’… হঠাৎ কেন চিয়ার লিডারদের উদ্দেশ্যে এমন বললেন নাইট ক্রিকেটার? T20 World Cup-এবারের বিশ্বকাপের স্কোয়াডে একজনকে দেখতে চাই…কার কথা বললেন কিং খান? IPL 2024-পন্তের দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দেখে বুক ধড়াস করে উঠেছিল,বললেন শাহরুখ ইডেনে ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী, পরিণত হলেন KKR-এর সব থেকে সফল ভারতীয় বোলারে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.