শুভব্রত মুখার্জি: সাম্প্রতিক সময়ে প্রাক্তন পাক ওপেনার সলমন বাট যতবার মুখ খুলেছেন ততবার কার্যত তিনি বিষোদগার করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে। আর এবারও তার ব্যতিক্রম হল না। ভারতীয় কিপার ব্যাটার দীনেশ কার্তিকের প্রসঙ্গ টেনে এনে তার মন্তব্য কার্তিকের ভাগ্য ভালো সে ভারতে জন্মেছে পাকিস্তানে নয়! পাকিস্তানে ক্রিকেটার একটু বয়স হলেই নাকি বাদের খাতায় ফেলে দেন নির্বাচকরা। ভালো পারফরম্যান্স করলেও মেলে না স্বীকৃতি।
কার্তিককে নিয়ে আলোচনায় যোগ দেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমান বাট। তিনি মনে করেন, কার্তিক খুবই ভাগ্যবান যে পাকিস্তানে জন্ম নেননি, জন্ম নিয়েছেন ভারতে! বাট কেন এমন কথা বললেন? তার ব্যাখ্যা দিতে গিয়ে তার মন্তব্য পাকিস্তানের ক্রিকেটে অভিজ্ঞদের মূল্যায়ন একেবারেই নেই।
নিজের ইউটিউব চ্যানেলে কার্তিককে নিয়ে আলোচনা করতে গিয়ে বাট বলেছেন, ‘ভাগ্যিস দীনেশ কার্তিক ভারতে জন্মেছে। তার যা বয়স, পাকিস্তানে জন্মালে এই বয়সে সে ঘরোয়া ক্রিকেটেও খেলতে পারত না।'
আগামী টি-২০ বিশ্বকাপকে মাথায় রেখে বাট ভারতীয় দলের শক্তির প্রসঙ্গে বলেছেন, ‘তরুণেরা ভালো খেলছে। তারা তাদের বেঞ্চের শক্তি নিয়ে খুবই সিরিয়াস। দুর্দান্ত একটি দল গড়েছে তারা। শুভমান গিল ওয়ানডেতে দারুণ করেছে। টি-২০তে কার্তিক ফিনিশারের ভূমিকায় খুব ভালো খেলছে। এ ছাড়া সূর্যকুমার যাদবের মতো ব্যাটার দিন দিন উন্নতি করছে। শ্রেয়স আইয়ার রয়েছে। আর্শদীপ ভালো বোলিং করছে। সব মিলিয়ে দলটিতে প্রতিভার ছড়াছড়ি।' উল্লেখ্য ৩৭ বছর বয়সি কার্তিক ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টি-২০ তে ১৯ বলে ৪১ রানের অপরাজিত একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।