বাংলা নিউজ > ময়দান > অভিনব সিদ্ধান্ত মমতা সরকারের,বঙ্গবিভূষণ সম্মান পাবে বাংলা ফুটবলের ৩ প্রধান!

অভিনব সিদ্ধান্ত মমতা সরকারের,বঙ্গবিভূষণ সম্মান পাবে বাংলা ফুটবলের ৩ প্রধান!

ফাইল ছবি

এই বঙ্গবিভূষণ সম্মান এতদিন দেওয়া হত বিভিন্ন ক্ষেত্রে কৃতি ব্যক্তিত্বদের।এই প্রথম কোনও প্রতিষ্ঠান ‘বঙ্গবিভূষণ’ সম্মান পাচ্ছে

কলকাতা ময়দানের তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে। বাংলা তথা ভারতীয় ফুটবলে অসামান্য অবদানের কথা মাথায় রেখে এই তিন ক্লাবকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার। ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডানকে বঙ্গবিভূষণ সম্মান দেওয়ার কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে।

উল্লেখ্য আগামী ২৫ জুলাই নজরুল মঞ্চে এই সম্মান দেওয়া হবে সমাজের বিভিন্ন বিষয়ে কৃতিত্ব রাখা বাঙালিদের। মোহনবাগান ক্লাবকে রাজ্যের সর্বোচ্চ সম্মান দিতে চেয়ে সভাপতি টুটু বোসকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে লেখা হয়েছে 'মোহনবাগান ক্লাব বাঙালির কাছে আবেগের নাম। শুধু ফুটবল নয়, ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন ধারায় মোহনবাগানের অবদান অনস্বীকার্য। মোহনবাগান ক্লাব শুধু বাঙালির কাছে নয়, সমগ্র ভারতবাসীর কাছে গৌরবের স্থানে দখল করেছে।ক্রীড়াক্ষেত্রে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী ২৫ জুলাই নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ সরকার মোহনবাগান ক্লাবকে বঙ্গবিভূষণ সম্মাননা প্রদান করতে আগ্রহী।এই বিষয়ে আপনার সানুগ্রহ সম্মতি প্রত্যাশা করি।'

একই বয়ানে লেখা চিঠি মহামেডান এবং ইস্টবেঙ্গল ক্লাবকেও দেওয়া হয়েছে।অসংখ্য সমর্থকদের এই আবেগকে মর্যাদা দিতেই শতাব্দীপ্রাচীন এই ক্লাবগুলিকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান দিতে চায় রাজ্য সরকার। এই বঙ্গবিভূষণ সম্মান এতদিন দেওয়া হত বিভিন্ন ক্ষেত্রে কৃতি ব্যক্তিত্বদের।এই প্রথম কোনও প্রতিষ্ঠান ‘বঙ্গবিভূষণ’ সম্মান পাচ্ছে।

 

বন্ধ করুন