ইডেন কখনও খালি হাতে ফেরায়নি মহম্মদ আজহারউদ্দিনকে। ক্রিকেটার জীবনে আজহার বহু স্মরণীয় ইনিংস খেলেছেন ইডেন গার্ডেন্সে। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক নিজেই স্বীকার করেছেন যে, ইডেন গার্ডেন্স একাধিকবার তাঁর কেরিয়ার বাঁচিয়েছে। তাঁর যাবতীয় সাফল্যের পিছনে ইডেনের অবদান অনেকখানি।
খেলা ছাড়ার পরে অতিথি হিসেবে একাধিকবার ইডেন গার্ডেন্স এসেছেন। আন্তর্জাতিক ম্যাচের আগে ইডেন বেল বাজিয়ে ম্যাচ শুরুর ইঙ্গিতও দিয়েছেন তিনি। এহেন প্রিয় ইডেনে আরও একবার পা পড়ল মহম্মদ আজহারউদ্দিনের। যদিও এবার সম্পূর্ণ ভিন্ন ভূমিকায়। এবার প্রশাসক হিসেবে ইডেনে ঘুরে গেলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা।
সৈয়দ মুস্তাক আলি টি-২০'র আগে যাবতীয় ব্যবস্থাপনা সরেজমিনে খতিয়ে দেখতে কলকাতায় আসেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আজহার। কলকাতায় মুস্তাক আলি টি-২০'র এলিট-বি গ্রুপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। সেই গ্রুপেই রয়েছে হায়দরাবাদ।
করোনা মহামারির আবহে কলকাতায় খেলতে আসার আগে যাতাযাত ও বায়ো-বাবল সংক্রান্ত ব্যবস্থাপনা ঘুরে দেখাই ছিল আজহারের উদ্দেশ্য। সিএবিতে অভিষেক ডালমিয়ার সঙ্গে আলোচনার পর আজহার ইডেনের সবুজ ঘাসে পা দিতে ভোলেননি। মাঠে দাঁড়িয়েই তিনি সিএবি প্রেসিডেন্টের সঙ্গে ছবিও তোলেন।
মুস্তাক আলি টি-২০'র গ্রুপ বিভাগ:-
এলিট-এ গ্রুপ: জম্মু-কাশ্মীর, কর্নাটক, পঞ্জাব, উত্তরপ্রদেশ, রেলওয়েজ ও ত্রিপুরা।
এলিট-বি গ্রুপ: বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, অসম ও হায়দরাবাদ।
এলিট-সি গ্রুপ: গুজরাত, মহারাষ্ট্র, ছত্তিশগড়, হিমাচলপ্রদেশ, বরোদা ও উত্তরাখণ্ড।
এলিট-ডি গ্রুপ: সার্ভিসেস, সৌরাষ্ট্র, বিদর্ভ, রাজস্থান, মধ্যপ্রদেশ ও গোয়া।
এলিট-ই গ্রুপ: হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, মুম্বই, কেরল ও পুদুচেরি।
প্লেট গ্রুপ: চণ্ডীগড়, মেঘালয়, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, সিকিম ও অরুণাচলপ্রদেশ।