দ্বিতীয় ডিভিশন আই লিগে মাঠের লড়াই জমে উঠুক বা না উঠুক, মাঠের বাইরে উত্তেজনা চরমে। বরং বলা ভালো যে, আই লিগ কোয়ালিফায়ার ঘিরে মহামেডান স্পোর্টিং ও মিনার্ভা অ্যাকাডেমির মালিক রঞ্জিত বাজাজের মধ্যে কার্যত লড়াই বেঁধে গেল। মাঠের বাইরের দ্বন্দ্ব আইনি লড়াইয়ের রূপ নিতে চলেছে বলাও ভুল হবে না। দু'পক্ষের এই উত্তেজনায় অনুঘটকের কাজ করেছেন বরাখাস্ত হওয়া মডামেডান কোচ ইয়ান ল।
দলের গোপন তথ্য রঞ্জিত বাজাজের কাছে ফাঁস করার দায়ে ইয়ান ল'কে কোচের পদ থেকে ছেঁটে ফেলে মহামেডান। কোচ ছাঁটাইয়ের কথা সোশ্যাল মিডিয়ায় ক্লাবের তরফে জানিয়েও দেওয়া হয়। ইয়ান অবশ্য সোশ্যাল মিডিয়াতেই দাবি করেন যে, তিনি সরে দাঁড়িয়েছেন মহামেডান কোচের পদ থেকে।
তবে শুধু কোচ ছাঁটাইয়েই থেমে থাকেনি মহামেডান স্পোর্টিং। বরং ইয়ানের বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করে সাদা-কালো ব্রিগেড। ময়দান থানায় ক্লাবের তরফে অভিযোগ দায়েরের কথা স্বীকার করে নিয়েছেন সচিব ওয়াসিম আক্রম।
তবে শুধু কোচ ছাঁটাইয়েই থেমে থাকেনি মহামেডান স্পোর্টিং। বরং ইয়ানের বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করে সাদা-কালো ব্রিগেড। ময়দান থানায় ক্লাবের তরফে অভিযোগ দায়েরের কথা স্বীকার করে নিয়েছেন সচিব ওয়াসিম আক্রম।
গোটা বিষয়টিতে গড়াপেটার গন্ধ রয়েছে বলে খবরও প্রকাশিত হয়। যার ভিত্তিতে রঞ্জিত বাজাজ মহামেডান ক্লাবের বিরুদ্ধে মামলা দায়েরের হুমকি দেন। সোশ্যাল মিডিয়া তিনি দাবি করেন যে, অভিযোগ প্রমাণ করতে না পারলে মহামোডান স্পোর্টিং এবং ক্লাবের দুই কর্তা ওয়াসিম আক্রম ও দীপেন্দু বিশ্বাসের বিরুদ্ধে মানহানির মামলা করবেন তিনি।