বাংলা নিউজ > ময়দান > Dravid on IND vs AUS pitch: WTC এমনই যে কোনও দল টেস্টে ড্র চায় না, তাই এরকম কঠিন পিচ হচ্ছে, যুক্তি রাহুলের

Dravid on IND vs AUS pitch: WTC এমনই যে কোনও দল টেস্টে ড্র চায় না, তাই এরকম কঠিন পিচ হচ্ছে, যুক্তি রাহুলের

কেমন হয়েছে আমদাবাদের পিচ? পরিদর্শনে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা। (ছবি সৌজন্যে পিটিআই)

Dravid on IND vs AUS pitch: ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের আগে রাহুল দ্রাবিড় বলেন, ‘দেশে বা বিদেশে খেলা হোক - এখন জয়ের উপর বাড়তি গুরুত্ব আরোপ করা হয়। কোনও দলই এখন ড্র করতে চায় না।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফর্ম্যাট এমনই যে কোনও দলই ড্র করতে চাইছে না। তাই এরকম ‘কঠিন’ পিচ তৈরি করা হচ্ছে। এমনই যুক্তি সাজালেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। সেইসঙ্গে তিনি জানান, পিচ নিয়ে বড্ড বেশিরকম হইচই হচ্ছে। যাই হোক না কেন, দলের খেলোয়াড়দের সেই পিচেই খেলতে শিখতে হবে বলে জানান দ্রাবিড়।

আগামী বৃহস্পতিবার (৯ মার্চ) থেকে আমদাবাদে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট শুরু হচ্ছে। কোনওরকম অঙ্কের জটিলতার মধ্যে না থাকতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে ভারতকে সেই টেস্টে জিততেই হবে। প্রথম দুটি টেস্টে জয়ের পর ইন্দোরেও যদি ভারত জিতে যেত, তাহলে তখনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যেত ভারত। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর জন্য এরকম 'কঠিন' পিচ প্রস্তুত করা হচ্ছে বলে মানতে চাননি দ্রাবিড়।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের হেড কোচ বলেন, ‘দেশে বা বিদেশে খেলা হোক - এখন জয়ের উপর বাড়তি গুরুত্ব আরোপ করা হয়। কোনও দলই এখন ড্র করতে চায় না।’ সঙ্গে তিনি বলেন, ‘পুরো বিশ্বেই উইকেট চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে। দিনের শেষে এরকম ম্যাচে আপনি ফয়সালা চান।’ উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য (অন্য কোনও দলের নির্ভর না করে) ভারতের কাছে অস্ট্রেলিয়ার সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পরিস্থিতিতে প্রথম দুটি টেস্টে স্পিন-সহায়ক পিচে জিতেছিল ভারত। কিন্তু ইন্দোর টেস্টে হেরে গিয়েছে। 

ঘরের মাঠে যে পিচে ভারত হেরে গিয়েছে, সেই পিচ নিয়েই যত বিতর্ক শুরু হয়ে গিয়েছে। দু'দিনের মধ্যাহ্নভোজ পর্যন্তও খেলা না গড়ানোর পর ইন্দোরের পিচকে ‘খারাপ’ অ্যাখ্যা দিয়েছে আইসিসি। যদিও বিষয়টি নিয়ে দ্রাবিড় বলেন, 'ওই বিষয়টি নিয়ে বেশি কিছু বলব না। ওটা ম্যাচ রেফারির সিদ্ধান্ত।' সঙ্গে তিনি জানান, ব্যাটারদের জন্য বেশ চ্যালেঞ্জিং পিচ তৈরি করা হচ্ছে। শুধুমাত্র স্পিন-সহায়ক পিচ নয়, বিশ্বের সর্বত্র এরকম চ্যালেঞ্জিং পিচ থাকছে।

আমদাবাদের পিচ কেমন হয়েছে?

চতুর্থ টেস্টে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ কেমন হয়েছে, তা আজ দেখেন দ্রাবিড় এবং ভারতীয় দলের অধিনায়ক রোহিত। যে দুটি পিচ ঢাকা দেওয়া ছিল, সেগুলির মধ্যে প্রাথমিকভাবে একটি পিচ দেখেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোহিতের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে যে সেই পিচ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন ভারতীয় দলের অধিনায়ক। দীর্ঘক্ষণ কিউরেটরের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন: IND vs AUS: ইন্দোরে হারের পর ভারতীয় ব্যাটিং অর্ডারে বড়সড় বদল চান পন্টিং

তবে পিচ নিয়ে বেশি মাথা ঘামাতে রাজি হননি ভারতীয় দলের হেড কোচ। দ্রাবিড় বলেন, 'পিচ দেখে ঠিকঠাক মনে হচ্ছে। পিচ নিয়ে প্রচুর হইচই চলছে। যাই হোক না কেন, দিনের শেষে ওরকম পিচে কীভাবে ভালো খেলতে হবে, সেটা শিখতে হবে।'

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন