বাংলা নিউজ > ময়দান > NZ vs SA: অভূতপূর্ব আন্দাজ, ডু'প্লেসির বিরুদ্ধে লাথামের এই ক্যাচ মনে আছে?

NZ vs SA: অভূতপূর্ব আন্দাজ, ডু'প্লেসির বিরুদ্ধে লাথামের এই ক্যাচ মনে আছে?

দুর্দান্ত ক্যাচ লাথামের। ছবি- স্ক্রিনগ্র্যাব।

ব্যাড প্যাডে দাঁড়িয়ে এই দুর্দান্ত ক্যাচ ধরেন লাথাম।

টি-টোয়েন্টি ক্রিকেটের সুবাদে বর্তমানে বিশ্বের সব দলেরই ফিল্ডিং অতীতের তুলনায় বহুগুণ উন্নত হয়েছে। বর্তমানে প্রায়শই বাউন্ডারিতে ফিল্ডারদের অভূতপূর্ব সব ক্যাচ ধরতে দেখা যায়। তবে ব্যাটারের একেবারে পাশেই ব্যাট প্যাডে ফিল্ডিং করা একেবারেই সহজ নয়। 

সেই মুশকিল জায়গায়তেই টম লাথামের এক ক্যাচ কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি স্পিনারের বিরুদ্ধে সুইপ মারার প্রস্তুতি নেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই ব্যাড প্যাডে দাঁড়িয়ে থাকা লাথাম নিজের জায়গা থেকে সরতে শুরু করেন। শেষমেশ এক হাতে দুর্ধর্ষ ভঙ্গিমায় ডু'প্লেসির ক্যাচ ধরে তাঁকে সাজঘরে ফেরান লাথাম।

অনেক সময়ই ধারাভাষ্যকাররা দুরন্ত ক্যাচ দেখে উইকেটের জন্য বোলারের বদলে ফিল্ডারেরই বেশি প্রশংসা করে থাকেন। দুরন্ত আন্দাজ ও হাত-চোখের তালমেলে নেওয়া লাথামের এই ক্যাচ নিঃসন্দেহে সেই তালিকায়ই পড়বে। ইতিমধ্যেই নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ শুরু হয়ে গিয়েছে। সুতরাং, অতীতের এই ক্যাচ ফিরে দেখার এর থেকে ভাল সুযোগ হয় না।

বন্ধ করুন