নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি ঘিরে টানটান উত্তেজনা ছিল। ম্যাচ গড়ায় সুপার ওভার পর্যন্ত। আর সুপার ওভারেই শ্রীলঙ্কা বাজিমাত করে।
টস হেরে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান করে। রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংসও থেমে যায় ৮ উইকেটে ১৯৬ রানে। ম্যাচ টাই হয়ে যায়। তাই সুপার ওভারে খেলার মীমাংসা হয়।
আরও পড়ুন: নক্ষত্রপতন ভারতীয় ক্রিকেটে, প্রয়াত সিক্স হিটার সেলিম দুরানি
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম বলেই শূন্য করে সাজঘরে ফেরেন পাথুম নিসঙ্কা। তবে হাল ধরার চেষ্টা করেন কুশল মেন্ডিস এবং কুশল পেরেরা। ৯ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন মেন্ডিস। তবে কুশল পেরেরা ৪৫ বলে অপরাজিত ৫৩ রানের দুরন্ত ইনিংস খেলেন। এ ছাড়া চরিথ আসালঙ্কা ৪১ বলে ৬৭ রান করেন। ১১ বলে ২১ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
কিউয়ি জেমস নিশাম ২ উইকেট নিয়েছেন। অ্যাডাম মিলনে, বেঞ্জামিন লিস্টার, হেনরি শিপলে ১টি করে উইকেট নেন।
আরও পড়ুন: আক্রমণাত্মক ছিল ও, আমিও আগ্রাসন দেখিয়েছি- অনুকূলের সঙ্গে ঝামেলা নিয়ে দাবি আর্শের
জবাবে রান করতে নেমে নিউজিল্যান্ডও প্রথমে ধাক্কা খায়। প্রথম দুই ওভারে তারা ২ উইকেট হারিয়ে বসে থাকে। চাদ বোয়েস (৩ বলে ২ রান) এবং টিম সেফার্ট (৩ বলে ০ রান) দ্রুত সাজঘরে ফিরলে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে টম লাথাম এবং ড্যারিল মিচেল হাল ধরার চেষ্টা করেন। তবে ১৬ বলে ২৭ করে লাথাম সাজঘরে ফিরলেও লড়াই জারি রাখেন মিচেল। ৪৪ বলে ৬৬ করেন তিনি। এ ছাড়া মার্ক চ্যাপম্যান ২৩ বলে ৩৩ করেন, ১৩ বলে ২৬ করেন রাচিন রবীন্দ্র। ১০ বলে ১৯ করেন জেমস নিশাম। ইশ সোধি আবার ৪ বলে অপরাজিত ১০ করে ম্যাচ টাই করতে নিউজিল্যান্ডকে সাহায্য করে।
প্রমোদ মাদুশান, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং দাসুন শানাকা ২টি করে উইকেট নিয়েছেন। মহেশ থিকশানা, দিলশান মাদুশাঙ্কা ১টি করে উইকেট নিয়েছেন।
এর পর সুপার ওভারে কিউয়িরা ধ্যাড়ায়। তারা সুপার ওভারে ২ উইকেট হারিয়ে বসে থাকে। হয় মাত্র ৮ রান। ৩ বলেই সেই রান তুলে ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ এগিয়ে গেল লঙ্কা ব্রিগেড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।