আপনার নাম কি ‘নীরজ’! অথবা আপনার নাম কি ‘বন্দনা’! যদি আপনার প্রথম নাম ‘নীরজ’ কিমবা ‘বন্দনা’ হয় তাহলে আপনি হরিদ্বারে মাতা চন্ডী দেবীর শ্রদ্ধেয় মন্দিরে উঠতে গেলে বিনামূল্যে রোপওয়ে যাত্রা করতে পারবেন। এ ভাবেই জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া এবং ভারতের মহিলা হকি খেলোয়াড় বন্দনা কাটারিয়ার টোকিও অলিম্পিক্সের সাফল্যকে কুর্নিশ জানাচ্ছে অপারেটিং রোপওয়ে কোম্পানি ঊষা ব্রেকো লিমিটেড।
টোকিও অলিম্পিক্সে স্বর্ণপদক জিতে দেশকে গর্বিত করেছেন নীরজ চোপড়া, অন্যদিকে পদক না জিতলেও দুরন্ত পারফর্ম করেছে ভারতের মেয়েদের হকি দল। সেই দলের খেলোয়াড় বন্দনা কাটারিয়া অলিম্পিক্সে নিজের ছাপ ছেড়েছেন। বন্দনা হলেন স্থানিয় মেয়ে। তাদের এই সাফল্যের জন্যই বিনামূল্যে রোপওয়ে যাত্রা ঘোষণা করেছে ঊষা ব্রেকোর। যাদের প্রথম নাম ‘নীরজ’ বা ‘বন্দনা’ তারা এই সুবিধা উপভোগ করতে পারবেন। তবে ২২ অগস্ট পর্যন্তই বিনা মূল্যে এই যাত্রা করা যাবে। শুধু রোপওয়ে যাত্রা করার সময় যারা অলিম্পিয়ানদের সাথে তাদের প্রথম নাম ভাগ করে নেন- এবং চারটি গোল করা - এখন যাত্রা করতে পারেন। যাদের নাম নীরজ ও বন্দনা তাদের নাম পরিচয়পত্র হিসেবে তাদের আধার কার্ড দেখাতে হবে। তাহলেই তারা ফ্রি রাইড পেয়ে যাবেন।
রোপওয়ে কোম্পানির অন্যতম কর্তা মনোজ দোবল বলেন, তাদের কোম্পানি গোটা দেশের মতোই দুই অলিম্পিয়ানের কৃতিত্বে খুব খুশি এবং মুগ্ধ। তাই তাদের পারফরমেন্সকে উদযাপন করার জন্য এই অভিনব উপায় ব্যবহার করেছে। তাদের নামের ব্যাক্তিদের জন্য বিনামূল্যে রোপওয়ে রাইড করার সিদ্ধান্ত নিয়েছে। ১১ অগস্ট থেকে ২২ অগস্ট পর্যন্ত এই নিয়ম চালু থাকবে। যে কোনও তীর্থযাত্রী যার নাম নীরজ বা বন্দনা, তাকে গঙ্গা নদী সংলগ্ন মাতা চন্ডী দেবীর উল্লেখযোগ্য পার্বত্য মন্দিরে টিকিটে সম্পূর্ণ ছাড় দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা, তীর্থযাত্রী, পর্যটক এবং ক্রীড়াবিদরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। হরিদ্বারের ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইন্দ্র মোহন বার্থওয়াল উল্লেখ করেছেন যে এই ধরনের পদক্ষেপ খেলাধুলা এবং খেলোয়াড়দের উন্নতির জন্য ভাল। স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়ার জন্য স্থানীয় পুরোহিতরা একটি বিশেষ গঙ্গা আরতি করেছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।