শেষবার ১৯০০ সালে অলিম্পিক্সের মঞ্চে ক্রিকেটকে দেখেছিল গোটা বিশ্ব। সে বার প্যারিসে গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে দু'দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেটের ইভেন্ট। তারপর থেকে আর ক্রিকেটকে অলিম্পিক্সে দেখা যায়নি। তবে এ বার আরও একবার অলিম্পিক্সের মঞ্চে দেখা যেতে পারে ক্রিকেটকে। নতুন আশা দেখাচ্ছে আইসিসি। ১২৮ বছর পর আবারও অলিম্পিক্সের মঞ্চে দেখা যাবে ব্যাট-বলের লড়াই। আইসিসির দাবি, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে দেখা যেতে পারে ক্রিকেট। তবে আইসিসি জানাচ্ছে, অলিম্পিক্সের আগে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দেখা যাবে ক্রিকেটকে। আইসিসির বিশ্বাস করে যে এমন বহুজাতিক খেলাধুলোর আসরে ক্রিকেট সফলভাবে অনুষ্ঠিত হলে অলিম্পিক্সের দরজা সহজেই খুলে যাবে।
এখন প্রশ্ন হল ক্রিকেটের কোন ফর্ম্যাটকে দেখা যাবে অলিম্পিক্সের মঞ্চে। কারণ টেস্ট হোক কিমবা একদিনের ম্যাচ, সব ধরনের ফর্ম্যাট দেখা যায় ক্রিকেটে। এ ছাড়াও বর্তমান ক্রিকেটে টি টোয়েন্টি থেকে হানড্রেড নতুন ধরনের ফর্ম্যাট দেখা যাচ্ছে। এর মধ্যে কোন ফর্ম্যাটকে অলিম্পিক্স সংস্থা ছাড়পত্র দেয় সেটাই এখন দেখার।
তবে আইসিসি-র তরফ থেকে মনে করা হচ্ছে টি টোয়েন্টি ফর্ম্যাটকেই পছন্দ করবে অলিম্পিক্স। কারণ টেস্ট ক্রিকেট খেলতে ৫ দিনের সময় লাগে। একদিনের ম্যাচ খেলতেও বহু সময় ব্যহত হয়। ফলে রইল টি টোয়েন্টি ক্রিকেট ও দ্য হান্ড্রেড। যেহেতু টি টোয়েন্টি ক্রিকেট খেলা তিন ঘন্টার মধ্যে খেলা হয়ে যায় সে কারণেই টি টোয়েন্টি ক্রিকেটকেই অলিম্পিক্সে জায়গা দেওয়া হবে।
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আইসিসির এক কর্তা জানিয়েছেন, যেহেতু আমেরিকান রাগবি খেলাও তিন ঘন্টা সময় নেয়, সেই কারণেই ক্রিকেটের টি টোয়েন্টি ফর্ম্যাটকে গ্রহণ করতে অলিম্পিক্স কর্তাদের সমস্যা হবেনা। তবে আইসিসির তরফ থেকে ক্রিকেটের অন্যান্য ফর্ম্যাটকেও অলিম্পিক্স সংস্থার সামনে তুলে ধরা হবে। যেই ফর্ম্যাটকে তারা স্বীকৃতি দেবে সেই নিয়মেই অলিম্পিক্সে খেলা হবে ক্রিকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।