অলিম্পিক্সের দ্বিতীয় দিনেই রুপো জয় করলেন মীরাবাঈ চানু। ৪৯ কেজি বিভাগে তিনি পদক পেলেন। তবে খুব অল্পের জন্য হাতছাড়া হল সোনা। এতে অবশ্য আফসোস নেই ভারতের। মীরার হাত ধরেই তো এবার অলিম্পিক্সে পদকের যাত্রা শুরু করল ভারত। এখান থেকেই স্বপ্নটা বাস্তবে রূপ নিচ্ছে। উচ্ছ্বাসে ভাসছে গোটা ভারত। আর সেই উচ্ছ্বাসে সামিল ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সেলিব্রেটি প্রত্যেকেই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমতো আবেগপ্রবণ। তিনি টুইট করে বলেছেন, ‘টোকিও-তে এর থেকে ভাল শুরু হতে পারে না। মীরাবাঈ চানুর অসাধারণ পারফরম্যান্স নিয়ে ভারত উচ্ছ্বসিত। ওয়েটলিফটিং-এ রুপোর পদক পাওয়ার জন্য ওকে অনেক শুভেচ্ছা। ওর সাফল্য সব ভারতীয়কেই অনুপ্রাণিত করবে।’
নিজের রাজ্যের মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংও। তিনি আবার বলেছেন, ‘অসাধারণ দিন এটা! ভারতের এটা অসাধারণ জয়। ওয়েটলিফটিং-এর ৪৯ কেজি বিভাগে মীরাবাঈ চানু রূপো পেয়েছেন। ভারত টোকিও অলিম্পিক্সের পদক তালিকায় নাম তুলে ফেলল। তুমি আজ দেশকে গর্বিত করেছ। ব্রেভো!’
এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি বিভাগে সোনা জিতেছিলেন চানু। কমনওয়েলথে ৪৮ কেজি বিভাগে একটি রুপো এবং একটি সোনা পেয়েছিলেন। আর এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৪৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন। আর এ বার অলিম্পিক্সে রুপো। চানুকে নিয়ে পুরো দেশ গর্বিত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।