HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > টোকিও অলিম্পিক্স > Tokyo 2020: সিন্ধু- কমলপ্রীতদের কেমন গেল অলিম্পিক্সের নবম দিন! এক নজরে দেখে নিন ভারতের শনিবারের ফলাফল

Tokyo 2020: সিন্ধু- কমলপ্রীতদের কেমন গেল অলিম্পিক্সের নবম দিন! এক নজরে দেখে নিন ভারতের শনিবারের ফলাফল

কমলপ্রীত কৌর তাক লাগিয়ে দিয়ে ডিসকাস থ্রোয়ের ফাইনালে নিজের জায়গা পাকা করে নিলেন। রুদ্ধশ্বাস ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ভারতের মহিলা হকি দল। মহিলা ব্যাডমিন্টনের সেমিফাইনালে দুর্দান্ত লড়াই করেও হেরে গেলেন ভারতীয় তারকা পিভি সিন্ধু। 

ফাইনালে জায়গা পাকা করার পথে কমলপ্রীত কৌর (ছবি:রয়টার্স)

ডিসকাস থ্রো:

একই খেলায় দুই ভারতীয় কন্যার দুই ভিন্ন ফলাফল। একদিকে যেমন অভিজ্ঞ সীমা পুনিয়া হতাশ করলেন, অন্যদিকে তেমনই তরুণ কমলপ্রীত কৌর তাক লাগিয়ে দিয়ে ডিসকাস থ্রোয়ের ফাইনালে এ দিন নিজের জায়গা পাকা করে নিলেন। টোকিওতে তাঁর সামনে রয়েছে অলিম্পিক্স পদক জয়ের হাতছানি। এ দিন ডিসকাস থ্রোয়ে দ্বিতীয় স্থানে শেষ করে ফাইনালে নিজের জায়গা পাকা করেছেন কমলপ্রীত কৌর। অপরদিকে সীমা পুনিয়া ১৬ নম্বরে শেষ করায় ফাইনালে নিজের জায়গা পাকা করতে পারেননি।

 হকি:

অবশেষে স্বস্তি ফিরল শনিবার। রুদ্ধশ্বাস ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ভারত। তিন বার এগিয়ে যাওয়ার পরেও ৩-৩ করে ভারতকে চাপে ফেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে শেষ পর্যন্ত বন্দনা কাটারিয়ার হ্যাটট্রিকের সুবাদেই ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌছে গেলেন ভারতের মহিলা হকি দল। পাশাপাশি এদিন বন্দনা ইতিহাসের খাতায় নিজের নাম তুলে রাখলেন। বন্দনা হলে মহিলা হকির প্রথম প্লেয়ার, যিনি অলিম্পিক্সে হ্যাটট্রিক করলেন।

ব্যাডমিন্টন:

মহিলা ব্যাডমিন্টনের সেমিফাইনালে দুর্দান্ত লড়াই করেও হেরে গেলেন ভারতীয় তারকা পিভি সিন্ধু। সেই সঙ্গে এ দিন তিনি পদকও নিশ্চিত করতে পারলেন না। তবে টানা দু'বার অলিম্পিক্সের পোডিয়ামে ওঠার সুযোগ এখনও রয়েছে সিন্ধুর সামনে। ব্রোঞ্জ পদক ম্যাচে তাঁর লড়াই হবে চিনা শাটলার হে বিং জিয়াও বিরুদ্ধে।

ইকুয়েস্ট্রিয়ান:

অলিম্পিক্সের ইতিহাসে নতুন অধ্যায় তৈরি করছেন ফওয়াদ মির্জা। প্রথম বার অলিম্পিক্সে অংশগ্রহণ করেছেন ভারতের এই অশ্বারোহী। ইকুয়েস্ট্রিয়ান বা অশ্বারোহণের ব্যক্তিগত ইভেন্টে প্রত্যেক দিনই নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছেন ফওয়াদ। শুক্রবারের পরে শনিবারও ফর্মে পাওয়া গেল ফওয়াদকে। এ দিন ২৮ পয়েন্ট নিয়ে শনিবার ৬২ জনের মধ্যে নবম স্থান অর্জন করেন ফওয়াদ মির্জা। 

তিরন্দাজি:

বাংলার অতনু দাস অলিম্পিক্সের মঞ্চে ইতিহাস তৈরি করবেন, এমন স্বপ্নেই ডুবে ছিল বাংলা। শনিবার সকালেই অবশ্য সেই স্বপ্ন ভেঙে গেল। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেলেন অতনু দাস। প্রি-কোয়ার্টারে অতনুর প্রতিপক্ষ ছিলেন জাপানের তাকাহারু ফুরুকাওয়া। তাকাহারুর সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত ৬-৪-এ হেরে গেলেন তিনি।

(টোকিয়ো অলিম্পিক্স ২০২০-এর যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন -- এখানে) 

বক্সিং:

ভারতের হয়ে মেডেল জয়ের সবচেয়ে বড় দাবিদারদের মধ্যে অন্যতম ছিলেন অমিত পাঙ্গাল। কিন্তু, অপ্রত্যাশিত হারে ৫২ কেজি বিভাগের দ্বিতীয় রাউন্ডেই তাঁর যাত্রা থেমে গেল। প্রথম রাউন্ডে বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে গতবারের রিও অলিম্পিক্সে রুপো জয়ী যুবেরজেন মার্টিনেজের মুখোমুখি হয়েছিলেন বিশ্বের এক নম্বর বক্সার। কলম্বিয়ার বক্সারের কাছে বিচারকদের ডিসিশনে ১-৪ ব্যবধানে পরাস্ত হন ভারতের মেডেল জয়ের অন্যতম বড় দাবিদার।

অন্য ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারলেন না পূজা রানি। বরং শনিবার মিডলওয়েট (৭৫ কেজি) বিভাগে চিনা প্রতিপক্ষ লি কিয়ানের বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না ভারতীয় বক্সার। কার্যত ঘাম ঝরাতেই হল না ২০১৬ সালের রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ীকে। শেষপর্যন্ত সর্বসম্মত সিদ্ধান্তে ৫-০ ব্যবধানে হার স্বীকার করতে হয় পূজাকে। 

শুটিং:

মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পোজিশনে অলিম্পিক্সের মঞ্চে নেমেছিলেন অঞ্জুম মৌদগিল ও তেজস্বিনী সাওয়ান্ত। নিলিং, প্রোন ও স্ট্যান্ডিং, তিনটি পজিশনে এই ইভেন্টটি হয়। প্রত্যেক পজিশনে চার সিরিজে মোট ৪০টি শট নেওয়া যায়। ইভেন্টে চুড়ান্ত হতাশ করলেন তাঁরা। গোটা ইভেন্টে মোট ১১৬৭ পয়েন্ট সংগ্রহ করে ১৫ নম্বর স্থানে শেষ করেন অঞ্জুম। নিয়ম অনুযায়ী প্রথম আটজনই ফাইনালের জন্য কোয়লিফাই করতে পারবে। ফলে ফাইনালের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন তিনি। অপরদিকে, শুরু থেকেই পিছিয়ে ছিলেন তেজস্বিনী ১১৫৪ পয়েন্ট নিয়ে ৫৭ জনের মধ্যে ৩৩ নম্বরে শেষ করেন।

লং জাম্প: 

এ দিন নিজের সেরা পারফরম্যান্সের ধারেকাছেও যেতে পারেননি লং জাম্পার মুরলি শ্রীশঙ্কর। শনিবার লং জাম্পের যোগ্যতা নির্ণায়ক পর্বে ৮ মিটারই টপকাতে পারেননি তিনি। প্রথম বার ৭.৬৯ মিটার লাফিয়েছিলেন। দ্বিতীয় বার ৭.৫১ মিটার লাফিয়েছিলেন। আর তৃতীয় বার ৭.৪৩ লাফান মুরলি। এ দিকে মুরলি শ্রীলশঙ্করের নিজের সেরা হল লাফ হল ৮.২৬ মিটার। শনিবার তার ধারে কাছে পোঁছতে পারলে, মুরলি ফাইনালে উঠে যেতেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সন্তানকে প্রতিদিন টিফিনে দিচ্ছেন পাস্তা? ঠিক করছেন কি 'আমার একটা সাইকেলও নেই,' দুর্নীতির প্রসঙ্গ তুলে তাঁর জীবনের লক্ষ্য জানালেন মোদী ICC Champions Trophy 2025: PCB বড় পদক্ষেপ, এবার IPL এর সঙ্গে সরাসরি সংঘাতে PSL ‘‌অনেক লোককে আজকাল কেনা–বেচা যায়’‌, সন্দেশখালির ভিডিয়ো ফাঁস নিয়ে মন্তব্য দিলীপের ৮০০-র জায়গায় লাগছে ৫০ টাকা! হাওড়ায় মেট্রোয় চালু হতেই ভাড়া কমল অ্যাপ ক্যাবের এবার টলিউড দেখবে জোড়া বিয়ে! এক সিরিয়ালের চার অভিনেতা একসঙ্গে যাচ্ছে ছাদনাতলায় IPL 2024- আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার ‘কোভিড19 ভ্য়াকসিন নিতেই ক্লান্ত বোধ করছিলাম,হতে পারে সেজন্য হৃদরোগে আক্রান্ত হই’ অন্ত্রের স্বাস্থ্য ভালো না হলে বড় বিপদ! হজম শক্তি বাড়াতে করুন এই কাজ বজরং পুনিয়ার জন্য বড় ধাক্কা! কুস্তিগীরকে সাসপেন্ড করল NADA

Latest IPL News

ICC Champions Trophy 2025: PCB বড় পদক্ষেপ, এবার IPL এর সঙ্গে সরাসরি সংঘাতে PSL IPL 2024- আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার IPl-এর ইতিহাসে সবচেয়ে ওভাররেটেড প্লেয়ার ম্যাক্সওয়েল- পার্থিবের মন্তব্যে বিতর্ক তাহলে কি সব দোষ ধারাভাষ্যকারদের- কোহলি ও স্টার স্পোর্টসকে একহাত নিলেন গাভাসকর অস্ট্রেলিয়ান হওয়ার পরেও ও অনেক বেশি ভারতীয়- ওয়ার্নারকে নিয়ে ফ্রেজারের দাবি সমালোচনাকে গুরুত্ব না দিলে,তার জবাব দাও কেন? ‘অন এয়ার’ কোহলিকে কটাক্ষ গাভাসকরের ওয়াংখেড়েতে কাউকে গালি দেননি, নিজের সন্তানকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন শাহরুখ নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা IPL-এ দুরন্ত প্রত্যাবর্তন কোহলিদের, GT-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB 'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ