Tokyo 2020: লভলিনার ব্রোঞ্জ থেকে অদিতির পারফরম্যান্স, কোন ভারতীয়রা চমক দিলেন টোকিওতে
Updated: 07 Aug 2021, 06:35 PM ISTপ্রতিবারের মতো এবারও প্রচুর আশা নিয়ে অলিম্পিক্সের জন্য টোকিওয় উড়ে গিয়েছিলেন ভারতীয় অ্যাথলিটরা। অ্যাথলিটদের অনেকেই নিজেদের যোগ্যতা অনুযায়ী পারফর্ম না করে হতাশ করেছেন দেশবাসীকে। তবে পাশপাশি অদিতি অশোক, ভবানী দেবীদের পারফরম্যান্স বিস্মিত করেছে জনগণকে। এক নজরে দেখে নিন টোকিওয় ভারতীয়দের চমকপ্রদ ফলাফল।
পরবর্তী ফটো গ্যালারি