বাংলা নিউজ > ময়দান > ICC Test Ranking: ৪ বছর পর সিংহাসন চ্যুত কামিন্স, টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংরেজ, টক্কর অশ্বিনের

ICC Test Ranking: ৪ বছর পর সিংহাসন চ্যুত কামিন্স, টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংরেজ, টক্কর অশ্বিনের

প্যাট কামিন্স এবং রবিচন্দ্রন অশ্বিন। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

ICC Test Ranking: টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন প্যাট কামিন্স। এক নম্বর বোলার হলেন জেমস অ্যান্ডারসন। দুইয়ে আছেন রবিচন্দ্রন অশ্বিন। তিন নম্বর স্থানে নেমে গিয়েছেন প্যাট কামিন্স। যিনি চার বছর শীর্ষে ছিলেন।

টেস্টের সিংহাসন হাতছাড়া হল প্যাট কামিন্সের। চার বছর ধরে টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। এবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন ইংল্যান্ডের তারকা জেমস অ্যান্ডারসন। যিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুর্দান্ত ছন্দে ছিলেন। সেইসঙ্গে একধাপ উত্থান হল রবিচন্দ্রন অশ্বিনের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্টে দারুণ খেলার সুবাদে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের তারকা স্পিনার। তিন নম্বরে নেমে গিয়েছেন কামিন্স।

কীভাবে সিংহাসন হাতছাড়া হল কামিন্সের? 

ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে একেবারেই ছন্দে ছিলেন না কামিন্স। বিশেষত নাগপুর টেস্টে কামিন্সের লেশমাত্র দেখা যায়নি। দুটি টেস্টে মাত্র তিনটি উইকেট পান। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সাত উইকেট পান অ্যান্ডারসন। সেই পারফরম্যান্সের সুবাদেই আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের তারকা পেসার। সেইসঙ্গে গড়ে ফেলেছেন দুর্ধর্ষ নজির। ১৯৩৬ সালের পর থেকে বয়স্কতম খেলোয়াড় হিসেবে আইসিসি বোলারদের ক্রমপর্যায়ের শীর্ষে উঠেছেন। এখন অ্যান্ডারসনের বয়স ৪০ বছর ২০৭ দিন।

আরও পড়ুন: সাফল্যের কোনও শর্টকাট হয় না- প্রস্তুতি ম্যাচ না খেলায় সমালোচনার মুখে স্মিথরা

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং (বোলার)

১) জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড): রেটিং পয়েন্ট ৮৬৬। একধাপ উত্থান হয়েছে। আগের র‍্যাঙ্কিংয়ের দুইয়ে ছিলেন ইংল্যান্ডের ৪০ বছরের পেসার জিমি।

২) রবিচন্দ্রন অশ্বিন (ভারত): রেটিং পয়েন্ট ৮৬৪। সাম্প্রতিক র‍্যাঙ্কিংয়ে একধাপ উত্থান হয়েছে অশ্বিনের। তিনে ছিলেন ভারতীয় তারকা অফস্পিনার।

৩) প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া): রেটিং পয়েন্ট ৮৫৮। দু'ধাপ পতন পয়েছে। চার বছর ধরে এক নম্বরে ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাকি ভারতীয় বোলাররা কত নম্বরে আছেন?

দীর্ঘদিন না খেললেও আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে আছেন জসপ্রীত বুমরাহ। তাঁর রেটিং পয়েন্ট ৭৯৫। ছয় ধাপে উঠে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের প্রথম দশে ঢুকে পড়েছেন রবীন্দ্র জাদেজা। আপাতত আইসিসির বোলারদের ক্রমপর্যায়ে নয় নম্বরে আছেন। তাঁর রেটিং পয়েন্ট ৭৬৩। যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টেই সেরা নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: Agar heading back to Australia: আনা হয়েছিল ভারতের ঘুম কাড়তে, ১ টেস্টেও না খেলে দেশে ফিরছেন অস্ট্রেলিয়ার স্পিনার

অন্যদিকে, ১৮ নম্বরে আছেন মহম্মদ শামি। তাঁর রেটিং পয়েন্ট ৬৮৫। তারইমধ্যে সাত ধাপ পতন হয়েছে অক্ষর প্যাটেলের। ২৭ নম্বরে নেমে গিয়েছেন। তাঁর রেটিং পয়েন্ট ৫৮৯।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন