শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারতে হয়েছে আয়ারল্যান্ডকে। সিরিজে মানরক্ষা করতে দ্বিতীয় ম্যাচের প্রথম দিন থেকেই দাপট দেখাতে থাকেন আইরিশরা। লঙ্কানদের বিরুদ্ধে আয়ারল্যান্ডের দুই ব্যাটার শতরান করেন। এছাড়াও শতরানের দোরগোড়ায় নিজেদের রান নিয়ে যান দুই ব্যাটার। আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বালবির্নি ১৬৩ বলে ১৪টি বাউন্ডারির সৌজন্যে ৯৫ রান করেন। একেবারে শতরানের দোরগোড়ায় এসে ফিরে যেতে হয় তাঁকে। পাশাপাশি উইকেটরক্ষক ব্যাটার লোরকান টাকার ১০টি বাউন্ডারির সৌজন্যে ৮০ রান করেন।
লঙ্কান বোলারদের চোখে চোখ রেখে লড়াই করে যান আইরিশ ব্যাটাররা। গত ম্যাচে যে ধাক্কা তারা খেয়েছে, এই ম্যাচে সেই সব কিছুকে পিছনে ফেলে দিয়েছে তারা। হার থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন আয়ারল্যান্ডের ক্রিকেটাররা। তবে ব্যাটিংয়ে যে বেশ উন্নতি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচে পল স্টার্লিং ১৮১ বলে ৯টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারির সৌজন্যে ১০৩ রান করেন। এছাড়াও কার্টিস ক্যাম্পার ২২৯ বল খেলে ১৫টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে ১১১ রান করেন। দুই ব্যাটারের শতরানে ভর করে ৪৯২ রানে শেষ হয় আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের ব্যাটিং।
শ্রীলঙ্কার হয়ে ৫টি উইকেট নেন প্রভাত জয়সূর্য। গত ম্যাচেও দুর্দান্ত বল করে দুই ইনিংস মিলিয়ে ১০টি উইকেট নিয়ে রেকর্ড গড়েন প্রভাত। এই ম্য়াচের প্রথম ইনিংসেও পাঁচ উইকেট নিলেন তিনি। মূলত তাঁর বোলিং দাপটেই কিছুটা হলেও বিপাকে পড়ে যায় আইরিশরা। নইলে প্রথম দিন থেকে যেভাবে শুরু করেছিল আয়ারল্যান্ড, সেই ধারা বজায় রাখলে আরও বেশি রান হতেই পারত। তা নিয়ে কোনও রকম সন্দেহ নেই।
তবে নিজেদের হোম ম্যাচ হওয়ায় স্বাভাবিক ভাবেই এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। তবে তাঁদের ইনিংস শুরুটা যে খুব একটা খারাপ হয়েছে তা একেবারেই বলা যাবে না। দুই ওপেনার নিশান মাদুস্কা এবং দ্বিমুথ করুণারত্নে শুরুটা খুব ভালো করেন। শেষের দিকে খারাপ আলোর জন্য খেলা বন্ধ না হলে আরও বেশি রান করে এগিয়ে থাকতেই পারত শ্রীলঙ্কা। মাত্র ১৮.১ ওভার খেলার সুযোগ পান লঙ্কান ব্যাটাররা। এরপরই খারাপ আলোর জন্য খেলা আর হয়নি। দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার রান ৮১ রান কোনও উইকেট না হারিয়ে। ক্রিজে অপরাজিত রয়েছেন নিশান মাদুস্কা ৪১ রান এবং করুণারত্নে ৩৯ রানে। শ্রীলঙ্কা পিছিয়ে রয়েছে ৪১১ রানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।