বাংলা নিউজ > ময়দান > চোট পেয়ে ৬ মাসের জন্য মাঠের বাইরে প্রসিধ কৃষ্ণ, সুস্থ হতে লাগতে পারে আরও সময়!

চোট পেয়ে ৬ মাসের জন্য মাঠের বাইরে প্রসিধ কৃষ্ণ, সুস্থ হতে লাগতে পারে আরও সময়!

প্রসিধ কৃষ্ণ (ছবি-পিটিআই)

ফলে বিশেষজ্ঞরা মনে করছেন ২২ গজে ফিরতে আরও কিছু সময় লেগে যেতে পারে এই নবীন পেসারের। ভারতের সেরা পেসার জসপ্রীত বুমরাহ যখন একদিকে চোট থেকে সুস্থ হওয়ার জন্য লড়াই চালাচ্ছেন তখন প্রসিধ কৃষ্ণর এই খবর নিঃসন্দেহে খারাপ খবর ভারতীয় ক্রিকেটের সমর্থকদের জন্য‌।

শুভব্রত মুখার্জি: বর্তমানে ভারতীয় পেস বোলিং আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য প্রসিধ কৃষ্ণ। চোটের কারণে অনেকদিন আগেই ছয় মাসের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি। সেই চোট থেকে যত দ্রুত তিনি সেরে উঠবেন আশা করা হয়েছিল তা বাস্তবে হয়নি। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন ২২ গজে ফিরতে আরও কিছু সময় লেগে যেতে পারে এই নবীন পেসারের। ভারতের সেরা পেসার জসপ্রীত বুমরাহ যখন একদিকে চোট থেকে সুস্থ হওয়ার জন্য লড়াই চালাচ্ছেন তখন প্রসিধ কৃষ্ণর এই খবর নিঃসন্দেহে খারাপ খবর ভারতীয় ক্রিকেটের সমর্থকদের জন্য‌।

আরও পড়ুন… হিট রোহিত থেকে ফ্লপ রাহুলের পারফরমেন্স, মুখ খুললেন দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর

কর্ণাটকের পেসার প্রসিধ কৃষ্ণ চোটের কারণে ছিটকে গিয়েছেন আগেই। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি খেলতে পারছেন না দীর্ঘদিন হল। এই বছরের শেষেই ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের জন্য ভারতীয় দলে ঢোকার অন্যতম দাবিদার ছিলেন তিনি। তবে এখন যা অবস্থা তাতে করে সেই বিষয়ের উপর প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছে। চোট থেকে সেরে উঠতে তাঁকে লড়াই করতে হবে সময়ের সঙ্গে। পাশাপাশি তাঁর হাতে ম্যাচও খুব কম থাকছে ম‌্যাচ ফিট হয়ে যাওয়ার ক্ষেত্রে।

আরও পড়ুন… শেষ এক বছর ব্যাট হাতে ভালো খেলছি, সেই আত্মবিশ্বাসটা সাহায্য করেছে: অক্ষর প্যাটেল

সাদা বলের ক্রিকেটে প্রসিধ কৃষ্ণকে ভারতীয় দলের স্পেশালিস্ট ক্রিকেটার হিসেবে ধরা হয়। শেষবার হারারেতে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি । ২০২২ সালের অগস্ট মাসে ভারতের হয়ে শেষবার জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। এরপরেই স্ট্রেস ফ্র্যাকচারের অর্থাৎ চিড় ধরার কারণে ছিটকে যান তিনি। ছিটকে যাওয়ার আগে জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪টি ওয়ানডে। নিয়েছেন ২৫ টি উইকেট। ইকোনমি রেট ৫.৫০। গড় মাত্র ২৪। বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন তিনি। ঘরোয়া মরশুমে কর্ণাটকের রঞ্জির ফাইনালে যাওয়ার প্রায় আশা নেই বললেই চলে। ফলে ম্যাচ ফিট হতে প্রসিধের শেষ ভরসা আইপিএল। যেখানে তিনি খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন