বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে জয় তুলে নেওয়ার পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তা চওড়া করে ভারত। যদিও এখনও দক্ষিণ আফ্রিকাকে পিছনে ফেলে খেতাবি লড়াইয়ের টিকিট নিশ্চিত করতে পারেনি ভারত।
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া কার্যত ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে। এবার ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণেও তাদের ভূমিকা হতে চলেছে গুরুত্বপূর্ণ। বলা যায় নিজেরা ফাইনালে উঠে অপর ফাইনালিস্ট নির্ধারণ করবে অজিরাই।
চলতি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের উপর অনেকটাই নির্ভর করছে ভারতের ভাগ্য। তিন ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। বাকি ২টি টেস্টে অস্ট্রেলিয়া যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়, তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ যে কোনওভাবে জিতলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে ভারত।
দক্ষিণ আফ্রিকা যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও একটি টেস্ট জেতে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ২টি টেস্টে জয় তুলে নেয়, তবে ফাইনালে যেতে ভারতকে তাদের শেষ সিরিজ (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে) অন্তত ২-০ ব্যবধানে জিততে হবে। ভারত ৩-০ ব্যবধানে অস্ট্রেলিয়া সিরিজ জিতলে তো কোনও কথাই নেই। তবে ৩-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারালেও ভারতই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। সুতরাং, অস্ট্রেলিয়া যদি দক্ষিণ আফ্রিকাকে হারায়, তবে রাস্তা সাফ ভারতের। অজিরা যদি ভারতকে হারায়, তবে ফাইনালে যাওয়ার সম্ভাবনা অতি উজ্জ্বল দক্ষিণ আফ্রিকার।
দেখে নেওয়া যাক কোন অঙ্কে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে:-
প্রথমত, অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিলে ঘরের মাঠে ভারত অজিদের বিরুদ্ধে ৪ ম্যাচের সিরিজ যে কোনও ব্যবধানে (অন্ততপক্ষে ১-০) জিতলেই চলবে।
আরও পড়ুন:- IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে T20 সিরিজ থেকে বাদ পড়তে চলেছেন রাহুল, রিপোর্ট
দ্বিতীয়ত, অস্ট্রেলিয়া যদি ২-১ ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারায় এবং দক্ষিণ আফ্রিকা যদি পরের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারিয়ে দেয় তবে ফাইনালে যেতে ভারতকে ২-০ ব্যবধানে জয় তুলে নিতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ৩-০ অথবা ৩-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারালেও ফাইনালে যাবে টিম ইন্ডিয়া।
যদিও এক্ষেত্রে শ্রীলঙ্কা হিসাবটা গোলমাল করে দিতে পারে টিম ইন্ডিয়ার। শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি টেস্টেই জয় তুলে নেয়, তবে তারাও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকবে। শ্রীলঙ্কা কোনও টেস্টে হারলে তাদের পক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া নিতান্ত কঠিন হয়ে দাঁড়াবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।