বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy: অভিষেকেই সেঞ্চুরি, যশ ধুলকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন মাইকেল ভন

Ranji Trophy: অভিষেকেই সেঞ্চুরি, যশ ধুলকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন মাইকেল ভন

যশ ধুল। ছবি- টুইটার।

প্রথমে রাজ বাওয়া, এবার যশ ধুল, ভারতের নতুন প্রজন্মে মুগ্ধ প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক।

প্রথমে রাজ বাওয়ায় মুগ্ধ হন মাইকেল ভন। এবার তিনি আপ্লুত যশ ধুলকে নিয়ে। ভারতীয় দলের দুই উঠতি তারকায় মজে প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে রাজ বাওয়ার ৫ উইকেট নেওয়া বোলিং পারফর্ম্যান্স এবং সেই সঙ্গে তাঁর ব্যাটিং দক্ষতার দিকে তাকিয়ে মাইকেল ভন মন্তব্য করেছিলেন যে, ভারত দীর্ঘদিন ধরে যে পেসার অল-রাউন্ডারের খোঁজে রয়েছে, রাজ বাওয়া সেই অপেক্ষার অবসান ঘটাতে পারেন।

এবার রঞ্জি ট্রফিতে অবির্ভাবেই যশ ধুলের শতরান দেখে ভন আশা প্রকাশ করেন, যুব বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের কাছ থেকে সামনের বছরগুলিতে এমন দুর্দান্ত ইনিংস নিশ্চিতভাবেই অনেক দেখা যাবে।

বৃহস্পতিবার যশ রঞ্জি ট্রফিতে প্রথমবার মাঠে নেমেই শতরান করার পর মাইকেল ভন টুইট করেন, ‘প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকেই ১০০। যশ ধুল এমন একজন খেলোয়াড়, যাঁর কাছ থেকে আগামী কয়েক বছরে আমরা অনেককিছু দেখতে পাব।’ ভন হ্যাশট্যাগে ইন্ডিয়া ও রঞ্জি ট্রফি শব্দগুলি জুড়ে দেন।

এর আগে যুব বিশ্বকাপ ফাইনালের সময় রাজ বাওয়াকে নিয়ে ভন টুইট করেছিলেন, ‘রাজ বাওয়া সম্ভবত সেই সিম বোলিং অল-রাউন্ডার হতে পারে, ভারত এতবছর ধরে যার খোঁজ করে চলেছে।’

উল্লেখযোগ্য বিষয় হল, যশ ধুল ও রাজ বাওয়া বৃহস্পতিবার একই সঙ্গে সিনিয়র ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। যশ ধুল রঞ্জি অভিষেকেই শতরান করেন। অন্যদিকে, রাজ বাওয়া রঞ্জি ট্রফিতে নিজের প্রথম বলেই উইকেট নেন।

বন্ধ করুন