জম্মু-কাশ্মীরকে হালকাভাবে নেওয়ার বড়সড় মাশুল চোকাতে হল বিদর্ভকে। উইনিং কম্বিনেশন ভেঙে প্লেয়িং ইলেভেনে চারটি বদল করার সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে এল বিদর্ভ শিবিরেই। ফলে দীর্ঘ ৮ বছর পরে ঘরের মাঠে রঞ্জি ম্যাচ হারতে হল তাদের।
রেলওয়েজ ও ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জির প্রথম দু'ম্য়াচে জয় তুলে নেয় বিদর্ভ। এবার ঘরের মাঠে তাদের লড়াই ছিল জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। তবে বেনজিরভাবে বিদর্ভ গত ম্যাচের দল থেকে বাদ দেয় সঞ্জয় রঘুনাথ, অপূর্ব ওয়াংখাড়ে, রজনীশ গুরবানি ও ললিত যাদবকে। পরিবর্তে তারা মাঠে নামায় আমন মোখাড়ে, মোহিত কালে, হর্ষ দুবে ও নচিকেত ভাটেকে। ছন্দে থাকা দলে এমন অকারণ রদবদল বিরূপ প্রভাব ফেলে পারফর্ম্যান্সে।
জামথায় টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জম্মু-কাশ্মীর। তারা প্রথম ইনিংসে ১৯১ রানে অল-আউট হয়ে যায়। মুসাইফ আজাজ ৪১, সূর্যাংশ রায়না ৩০, আকিব নবি ২৬ ও উমর নাজির ২১ রান করেন। বিদর্ভের হয়ে প্রথম ইনিংসে যশ ঠাকুর ৪টি এবং নচিকেত ও আদিত্য সারওয়াটে ৩টি করে উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে বিদর্ভ তাদের প্রথম ইনিংসে ২৭২ রান তোলে। অথর্ব টাইড ৭৪, আদিত্য সারওয়াটে ৭৫ ও হর্ষ দুবে ৫৫ রান করেন। উমর নাজির ৫টি, আবিদ মুস্তাক ৩টি এবং আকিব নবি ও সাহিল ১টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসের নিরিখে ৮১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে জম্মু-কাশ্মীর। তারা দ্বিতীয় ইনিংসে অল-আউট হয় ২২১ রানে। শুভম খাজুরিয়া ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া হেনান নাজির ২১ ও আবিদ মুস্তাক ২২ রানের যোগদান রাখেন। অক্ষয় ওয়াখারে ৪টি, আদিত্য সারওয়াটে ৩টি, নচিকেত ২টি ও যশ ঠাকুর ১টি উইকেট নেন।
জয়ের জন্য মাত্র ১৪১ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে বিদর্ভ। তবে আবিদ মুস্তাকের দুরন্ত বোলিংয়ের সামনে বিদর্ভ শেষ ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ১০১ রানে। ৩৯ রানের ব্যবধানে ম্যাচ জেতে জম্মু-কাশ্মীর।
অথর্ব ৪২ ও অক্ষয় ২৮ রান করেন। ফৈজ ফজল ১৫ রান করে সাজঘরে ফেরেন। বাকিরা কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। আবিদ ৮ ওভার বল করে ২টি মেডেন-সহ ১৮ রানের বিনিময়ে ৮টি উইকেট দখল করেন। ২টি উইকেট নেন উমর নাজির। দুই ইনিংস মিলিয়ে ১১টি উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন আবিদ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।