বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy Bengal vs Odisha: লজ্জার হার বাংলা, রঞ্জির কোয়ার্টারে উঠে থাকলেও খামতি ধরিয়ে দিল ‘দুর্বল’ ওড়িশা
ইশান পোড়েল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

Ranji Trophy Bengal vs Odisha: লজ্জার হার বাংলা, রঞ্জির কোয়ার্টারে উঠে থাকলেও খামতি ধরিয়ে দিল ‘দুর্বল’ ওড়িশা

Ranji Trophy Bengal vs Odisha Day 4 Highlights: বাংলা বনাম ওড়িশা ম্যাচের হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।

Ranji Trophy Bengal vs Odisha Day 4 Highlights: ঘরের মাঠে ‘দুর্বল’ ওড়িশার বিরুদ্ধে লজ্জার হারের মুখে পড়ল বাংলা। গ্রুপ টপার বাংলাকে সাত উইকেটে হারিয়ে দিল ওড়িশা। যে হারের ফলে নক-আউট রাউন্ডে ওঠার ক্ষেত্রে কোনও প্রভাব না পড়লেও বাংলার একাধিক খামতি বেরিয়ে এল। বিশেষত এবার বাংলার ব্যাটিং যে যথেষ্ট ভঙ্গুর, তা দেখিয়ে দিল ওড়িশা। বাংলা বনাম ওড়িশা ম্যাচের হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।

27 Jan 2023, 01:26:43 PM IST

এখনও গ্রুপের শীর্ষে শেষ করতে পারে বাংলা

ওড়িশার বিরুদ্ধে হারলেও গ্রুপের শীর্ষে শেষ করতে পারে বাংলা। তবে সেজন্য হরিয়ানার সাহায্য লাগবে মনোজ তিওয়ারিদের। আপাতত লাহলি স্টেডিয়ামে উত্তরাখণ্ড বনাম হরিয়ানা ম্যাচ চলছে। প্রথম ইনিংসে ২৩৩ রান তুলেছিল হরিয়ানা। জবাবে ২৬৯ রান করেছে উত্তরাখণ্ড। দ্বিতীয় ইনিংসে হরিয়ানার স্কোর বিনা উইকেটে ৫৩। আপাতত যা পরিস্থিতি, তাতে উত্তরাখণ্ডের পক্ষে ছয় পয়েন্ট বা সরাসরি জয় পাওয়া সম্ভব নয় (উত্তরাখণ্ডের পয়েন্ট ২৬)। তাহলেই বাংলা গ্রুপে শীর্ষে থাকবে (পয়েন্ট ৩২)।

27 Jan 2023, 01:10:26 PM IST

বাংলার কত পয়েন্ট এখন?

ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে বাংলা। এখন এলিটের গ্রুপ 'এ'-তে শীর্ষস্থানে আছেন মনোজ তিওয়ারি। সাত ম্যাচে চারটি সরাসরি জয় (দুটি বোনাস-সহ জয়) পেয়েছে বাংলা। দুটি ম্যাচে ড্র করেছে। একটি ম্যাচে হারল। যে ওড়িশার কাছে হারল বাংলা, সেই দল গ্রুপে আট দলের মধ্যে সপ্তম স্থানে ছিল।বাংলার পয়েন্ট ৩২।

27 Jan 2023, 01:04:11 PM IST

বাংলার বাজে হার

প্রথম ইনিংসে ওড়িশা ২৬৫ রান তুলেছিল। মাত্র ১০০ রানে অল-আউট হয়ে গিয়েছিল বাংলা। ওখানেই কার্যত ম্যাচটা শেষ হয়ে গিয়েছিল। ফলো-অন করানোর সিদ্ধান্ত নিয়েছিল ওড়িশা। জবাবে দ্বিতীয় ইনিংসে ভালো শুরু করেছিল বাংলা। কিন্তু আজ সকালে ধস নামে। ৫৮ রানে ছয় উইকেট হারায়। ২৭৬ রানে অল-আউট হয়ে যায়। জয়ের জন্য ১১২ রান তাড়া করতে নেমে সহজেই জিতে যায় ওড়িশা। বাংলার চাপ আরও বেড়েছিল দুই ইনিংসেই অনুষ্টুপ মজুমদার ব্যাট করতে না পারায়। যিনি বাংলার ক্রাইসিস ম্যান।

27 Jan 2023, 12:56:45 PM IST

ODI-র মতো রান তুলল ওড়িশা, এবার রঞ্জিতে প্রথম হার বাংলার

একদিনের ক্রিকেটের মতো রান তুলে জিতল ওড়িশা। ২২.২ ওভারে ওড়িশার স্কোর তিন উইকেটে ১১২ রান। সাত উইকেটে জিতেছে। এবার রঞ্জিতে প্রথম হারের মুখে বাংলা। তবে ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে বাংলা।

27 Jan 2023, 12:35:07 PM IST

৩ উইকেট ওড়িশার, বড় দেরি করল বাংলার

তৃতীয় উইকেট পডল ওড়িশার। কিন্তু বড্ড দেরি করে ফেলেছে বাংলা। ১৮.৫ ওভারে ওড়িশার স্কোর তিন উইকেটে ৭৮ রান। এবার ওপেনার অনুরাগ সারাঙ্গিকে আউট করলেন আকাশ ঘটক।

27 Jan 2023, 12:33:48 PM IST

লাঞ্চের পরেই উইকেট পড়ল ওড়িশার

মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় উইকেট পড়েছে ওড়িশার। ১২.৩ ওভারে ওড়িশার স্কোর দুই উইকেটে ৫১ রান। আউট করেছেন আকাশ ঘটক।

27 Jan 2023, 11:59:12 AM IST

জমে উঠেছে মহারাষ্ট্র-মুম্বই লড়াই

ওদিকে এলিট গ্রুপ 'বি'-তে জমে উঠেছে লড়াই। প্রথম ইনিংসে মহারাষ্ট্র এবং মুম্বইয়ের স্কোর ছিল সমান। দ্বিতীয় ইনিংসে মহারাষ্ট্রের স্কোর ৫৭ ওভারে ছয় উইকেট ১৫০ রান।

27 Jan 2023, 11:49:01 AM IST

এবারের রঞ্জিতে এখনও হারেনি বাংলা

এবারের রঞ্জি ট্রফিতে এখনও পর্যন্ত একটি ম্যাচে হারেনি বাংলা। আজ প্রথম হারের দিকে এগোচ্ছে।

27 Jan 2023, 11:23:19 AM IST

দ্রুত জিততে মরিয়া ওড়িশা, এক পা বাড়িয়ে জয়ের দিকে

মধ্যাহ্নভোজের বিরতিতে ওড়িশার স্কোর ১১ ওভারে এক উইকেটে ৪০ রান। জয়ের জন্য মাত্র ৭২ রান চাই ওড়িশার।

27 Jan 2023, 11:15:32 AM IST

নিভে আসছে আশার প্রদীপ, হারের মুখে বাংলা

১০ ওভার ওড়িশার স্কোর এক উইকেটে ৩৭ রান। বাংলা যদি শুভ্রাংশু সেনাপতিকে দ্রুত ফেরাতে পারে, তবে বড় সুবিধা পাবে। আপাতত সাত বলে নয় রান করেছেন। ৩৭ বলে ২৪ রানে খেলেছেন অনুরাগ সারঙ্গি।

27 Jan 2023, 10:58:02 AM IST

প্রথম উইকেট পেল বাংলা, অভাবনীয় কিছু হবে?

প্রথম উইকেট পেল বাংলা! উইকেট পেলেন ইশান পোড়েল। আউট করলেন শান্তনু মিশ্রকে। ১৬ বলে চার রান করেন। ৬.১ ওভারে বাংলার স্কোর ৬.১ ওভারে এক উইকেট সাত রান। ১০৫ রান চাই বাংলার।

27 Jan 2023, 10:50:32 AM IST

মাত্র ১১২ রান চাই ওড়িশার, এখনও উইকেট এল না বাংলার

ম্যাচে আশা জিইয়ে রাখতে প্রথম পাঁচ ওভারে উইকেট দরকার ছিল বাংলার। কিন্তু সেটা হল না। পাঁচ ওভারে ওড়িশার স্কোর বিনা উইকেট সাত রান। তিন ওভার করেছেন ইশান পোড়েল। প্রীতম চক্রবর্তী দুই ওভার করেছেন।

27 Jan 2023, 10:37:06 AM IST

বসন্ত মোহান্তিকে বিশেষ সম্মান ওড়িশার খেলোয়াড়দের

ওড়িশার হয়ে ছ'টি উইকেট নেন সুনীলকুমার রাউল। ২৭ ওভারে ৯৬ রান দিয়ে ছয় উইকেট নেন। বসন্ত মোহান্তি ২০ ওভারে দু'উইকেট নেন। খরচ করেন ৩৩ রান। বসন্তকে কাঁধে তুলে মাঠের বাইরে নিয়ে আসেন ওড়িশার খেলোয়াড়রা। যিনি নিজের শেষ ইনিংসটা খেললেন।

27 Jan 2023, 10:33:37 AM IST

রান তাড়া শুরুর ওড়িশার

রান তাড়া করতে নামল ওড়িশা। জয়ের জন্য মাত্র ১১২ রান চাই। তবে আজ হারলেও বাংলা ইতিমধ্যে কোয়ার্টার-ফাইনালের টিকিট পেয়ে গিয়েছে।

27 Jan 2023, 10:31:30 AM IST

চতুর্থ দিনের ভয়াবহ ব্যাটিং বাংলার

ঘরের মাঠে পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল বাংলা। সেই পিচে দুই ইনিংসেই ধসে গেল বাংলা। তৃতীয় দিনের শেষে ৯৪ রানে অপরাজিত ছিলেন অভিমন্যু ঈশ্বরণ। চতুর্থ দিনের সকালে সাত রান যোগ করেন। দু'রান যোগ করেন মনোজ তিওয়ারি। অভিষেক পোড়েল করেন ৩৮ রান। আকাশ ঘটক করেন পাঁচ রান। প্রীতম চক্রবর্তী এক রান করেন। গীতপুরী কোনও রান করতে পারেননি। ইশান পোড়েল চার বল খেলেন। কোনও রান করতে পারেননি।

27 Jan 2023, 10:22:44 AM IST

সকালে ৫৬ রানে ৭ উইকেট! রঞ্জিতে হারের মুখে বাংলা

অল-আউট বাংলা! চতুর্থ দিনের সকালে ৫৬ রানে ছয় উইকেট পড়ল বাংলার। দ্বিতীয় ইনিংসে ২৭৬ রানে অল-আউট হয়ে গেল। ‘অ্যাবসেন্ট হার্ট’ হলেন অনুষ্টুপ মজুমদার। দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে পারলেন না। ১১১ রানে এগিয়ে বাংলা। জয়ের জন্য ওড়িশার চাই ১১২ রান।

27 Jan 2023, 10:21:15 AM IST

নবম উইকেট পড়ল বাংলার

নবম উইকেট পড়ল বাংলার। ৭৯ তম ওভারের শেষ বলে আউট হয়ে গেলেন অভিষেক পোড়েল। ৩০ বলে ৩৮ রান করেন। আটটি চার মারেন। বাংলার স্কোর নয় উইকেটে ২৭৬ রান।

27 Jan 2023, 10:07:26 AM IST

হাহাকার বাংলার

তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর ছিল তিন উইকেট ২২০ রান। সেখান থেকে বাংলার স্কোর আট উইকেটে ৭৭.৫ ওভারে ২৭৮ রান। ১০৩ রানে এগিয়ে বাংলা।

27 Jan 2023, 10:00:07 AM IST

প্রথম ঘণ্টায় ৫ উইকেট, ধস নামল বাংলার

আদৌও দেড় ঘণ্টা টিকতে পারবে তো বাংলা? পুরো ধস নামল বাংলার ইনিংসে। ৭৬.৪ ওভারে অষ্টম উইকেট পড়ল বাংলার। বাংলার স্কোর আট উইকেটে ২৬৭ রান। গীতপুরী প্যাভিলিয়নে ফিরলেন। দুই বলে কোনও রান করতে পারেননি।

27 Jan 2023, 09:57:41 AM IST

সপ্তম উইকেট পড়ল বাংলার

ধস নামল বাংলার ইনিংসে। চার বলে দুই উইকেট পড়ল বাংলার। আউট হয়ে গেলেন প্রীতম চক্রবর্তী (তিন বলে এক রান)। ৭৬.২ ওভারে সাত উইকেটে বাংলার স্কোর ২৬৭ রান। 

27 Jan 2023, 09:55:43 AM IST

ষষ্ঠ উইকেট পড়ল বাংলার

ষষ্ঠ উইকেট পড়ল বাংলার। আউট হয়ে গেলেন আকাশ ঘটক। ৭৫.৪ ওভারে বাংলার স্কোর ছয় উইকেটে ২৬৪ রান। আরও চাপ বাড়ল বাংলার।

27 Jan 2023, 09:54:36 AM IST

বাংলার লিড ১০০ পেরিয়ে গেল

বাংলার লিড ১০০ পেরিয়ে গেল। ক্রিজে আছেন অভিষেক পোড়েল এবং আকাশ ঘটক। লিড বাড়িয়ে কত করতে পারবে বাংলা?

27 Jan 2023, 09:48:38 AM IST

বাংলার লিড ৯৯ রানে

৭৫.২ ওভারে বাংলার স্কোর পাঁচ উইকেটে ২৬৪ রান। ক্রিজে আছেন অভিষেক পোড়েল (১৯ বলে ২৭ রান) এবং আকাশ ঘটক (সাত বলে পাঁচ রান)। বাংলার লিড ৯৯ রানে।

27 Jan 2023, 09:43:34 AM IST

জোরদার ধাক্কা বাংলার, অভিমন্যুর পর আউট মনোজ

জোরদার ধাক্কা খেল বাংলা। আউট হয়ে গেলেন মনোজ তিওয়ারি। ৭২ ওভারে বাংলার স্কোর পাঁচ উইকেটে ২৩৯ রান। ৫২ রান করেন বাংলার অধিনায়ক। সকালে অভিমন্যু ঈশ্বরণের পর মনোজকে হারিয়ে চাপে বাংলা। বাংলার স্কোর পাঁচ উইকেটে ২৩৯ রান।

27 Jan 2023, 09:30:20 AM IST

বাংলার স্কোর ২৩৯/৪

৭১.৫ ওভারে বাংলার স্কোর চার উইকেটে ২৩৯ রান। ক্রিজে আছেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি (১২৭ বলে ৫২ রানে নট-আউট) এবং অভিষেক পোড়েল (ছয় বলে আট রান নট-আউট)। আপাতত ৭৪ রানে এগিয়ে আছে বাংলা।

27 Jan 2023, 09:26:10 AM IST

১০০ করেই আউট অভিমন্যু! পড়ল ৪ উইকেট

শতরান করেই আউট হয়ে গেলেন অভিমন্যু ঈশ্বরণ। শুক্রবার সকালে শতরান পূরণ করেন বাংলার ওপেনার। ১০১ রানে আউট হয়ে যান। চতুর্থ উইকেট পড়ল বাংলার। বাংলার স্কোর ৬৯ ওভারে চার উইকেটে ২২৮ রান।

27 Jan 2023, 09:24:26 AM IST

এক পয়েন্ট পাবে বাংলা?

প্রথম ইনিংসের ব্যর্থতা মুছে কি ওড়িশার বিরুদ্ধে এক পয়েন্ট নিতে পারবে বাংলা? আজ সেই চ্যালেঞ্জ নিয়েই ইডেন গার্ডেন্সে নেমেছেন মনোজ তিওয়ারিরা। ওড়িশা ফলো-অন করার দ্বিতীয় ইনিংসে খুব একটা খারাপ খেলেনি বাংলা। তবে কাজটা এখনও কঠিন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.