কয়েক দিন আগেই শেষ হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। জয় পেয়েছে একাধিক তরুণ ও তারকা খেলোয়াড়রা। প্রায় অধিকাংশ ম্যাচই ছিল টানটান উত্তেজনায় ভরা। তবে এবারের অস্ট্রেলিয়ান ওপেনের ফল সবচেয়ে বেশি খুশি করিয়েছে ভারতীয়দের। কারণ এই বছর পুরুষদের ডাবলসের ফাইনালে জিতেছেন ভারতের রোহন বোপান্না ও অস্ট্রেলিয়ার ম্যাথিউ এবডেন জুটি। প্রায় ঘণ্টা দুয়েকের কাছাকাছি লড়াই করে জয় নিজেদের ঝুলিতে তুলেছে এই জুটি। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার কয়েকদিন পরই ফের মুখ খুললেন বোপান্না। জনপ্রিয় ইউটিউব চ্যানেল দ্যা আদার সাইডে তিনি দাবি করলেন যে লকার রুমে রীতিমত ক্রিকেট খেলতেন তিনি ও রজার ফেডেরার। এখানেই শেষ নয় তিনি আরো দাবি করলেন যে ফেডেরারের প্রিয় খেলার মধ্যে ক্রিকেটও একটি।
রোহান বোপান্না বলেন, 'আপনারা কোর্টে যে রজার ফেডেরার কে দেখেছেন, সেই ব্যক্তি সম্পূর্ণ অন্য থাকে লকার রুমে। ওর প্রিয় খেলার মধ্যে ক্রিকেটও একটি। ওর মা দক্ষিণ আফ্রিকার বাসিন্দা। খেলতে গিয়ে এমন অনেক সময় এসেছে যখন আমি আর রাজার দু'জনেই লকার রুমে ক্রিকেট খেলছিলাম। এর আগে তিনবার আমরা ওয়ার্ম-আপ স্থানে একসঙ্গে ছিলাম কারণ আমাদের দু'জনেরই ম্যাচ ছিল একই সময়ে দুটি আলাদা কোর্টে।'
পাশাপাশি, ভারতীয় টেনিস তারকা আরও দাবি করেন যে রজার ফেডেরার গোটা টেনিসের ধাঁচই পাল্টে দিয়েছিল কোর্টের অন্দরে ও বাইরে দুই জায়গাতেই। বোপান্না বলেন, 'আমি মনে করি রজার এমন একজন খেলোয়াড় যে টেনিসের রূপটাই পুরো পাল্টে দিয়েছিল কোর্টের ভিতরে ও বাইরে, দুই জায়গাতেই। ও এমন একজন খেলোয়াড় ছিল যে সকলের সঙ্গে মিশতো এবং সকলকে ভালো করে বুঝতেও পারতো। ও যত বড় মাপেরই খেলোয়াড় হোক না কেন বা যতগুলি খেতাব জিতুক না কেন, দিনের শেষে ও একেবারেই একটা ভালো মনের মানুষ বলতে যা বোঝেন, সেটা ছিল। একজন দারুন খেলোয়াড়ের পাশাপাশি, দারুণ মানুষও ছিল।'
উল্লেখ্য, অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টের পুরুষদের ডবলসের ফাইনালে মুখোমুখি হন বোপান্না-এবডেন ও বোলেল্লি-ভাবাসরি জুটি। ৭-৬, ৭-৫ ফলাফলে ম্যাচ জিতে নেয় বোপান্না ও এবডেন। এই জয়ের সঙ্গে একটি বড় রেকর্ড গড়েন ভারতীয় টেনিস তারকা। প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জেতার পাশাপাশি, তিনি সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এই খেতাব পাওয়ার কৃতিত্বও অর্জন করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।