বাংলা নিউজ > ময়দান > জলে পড়ল বউয়ের ফোন, সটান ঝাঁপ রোহিতের, ভালোবাসায় ভরালেন রীতিকা

জলে পড়ল বউয়ের ফোন, সটান ঝাঁপ রোহিতের, ভালোবাসায় ভরালেন রীতিকা

পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন রোহিত। ছবি- ইনস্টাগ্রাম 

বর্তমানে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন রোহিত শর্মা। আর সেখানেই ঘটে বিপত্তি। জলে পড়ে যায় স্ত্রীর ফোন। তা উদ্ধার করতে জলে ঝাঁপ ভারত অধিনায়কের।

সদ্য শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ১২ জুলাইয়ের আগে আপাতত কোনও ম্যাচ নেই ভারতীয় দলের। আর সেই জন্যই ভারতীয় ক্রিকেটাররা নিজেদের পরিবারদের সাথে ছুটি কাটাচ্ছেন। তেমনই ছুটি কাটাচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ক্রিকেট থেকে ছুটি পেয়ে পরিবারসহ ঘুরতে গিয়েছেন সমুদ্রের ধারে। ঘুরতে গিয়েই ঘটলো এক অবাক কান্ড।

ভারতীয় ক্রিকেট দলের হয়ে অধিনায়ক সেইভাবে ঝাপাতে না পারলেও, সমুদ্রে গিয়ে ঝাপ মারলেন মোবাইল ফোনের জন্য। তবে সেই ফোনটি তাঁর স্ত্রী রিতিকার। এই ঘটনার কথা জানান তাঁর স্ত্রী রীতিকার নিজেই। তিনি ইনস্টাগ্রামে তিনটি ছবি শেয়ার করেন। প্রথম ছবি যেটি শেয়ার করেন সেখানে দেখা যায় রোহিত তাঁর মেয়েকে নিয়ে সমুদ্রের ধারে ঘুরছেন। দ্বিতীয় ছবিটিতে দেখা যাচ্ছে রোহিত সমুদ্রের ধারে একাই দাঁড়িয়ে রয়েছেন। আর এই ছবির নিচেই তিনি ক্যাপশনে লেখেন, 'আমার ফোনটা জলে পড়ে যায়। এই মানুষটাই জলে ঝাঁপ দিয়ে আমার ফোনটা তুলে এনেছে।'

রোহিত এবং রিতিকার ২০১৫ সালে ১৩ ডিসেম্বর বিয়ে হয়। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর তারা বিয়ে করেন। ২০১৮ সালে রিতিকা জন্ম দেন একজন কন্যা সন্তানের। তার নাম সামাইরা। রিতিকা এবং সামাইরা এখন রোহিতের বিভিন্ন ম্যাচ দেখতে আসেন। তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলাও দেখতে যান।

ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানে হারে ভারত। তবে এই ম্যাচে রোহিতদের অনেক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। আবার অনেক সময় সমর্থকরা বেশ কিছু সিদ্ধান্ত মেনেও নিতে পারেননি। প্রথম প্রশ্ন ওঠে, ভারত টসে জিতেও কেন বোলিং করার সিদ্ধান্ত নেয়? আর দ্বিতীয় প্রশ্ন ছিল দল গড়া নিয়ে। কেন এবার রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দেওয়া হয়েছে সেই প্রশ্নও উঠেছে।

অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রান করতে ব্যর্থ হয়েছে ভারত। ভারতের অধিনায়ক এই ম্যাচে দুটি ইনিংস খেলে মোট রান করেন ৫৮। তবে দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৪৩ রান। দ্বিতীয় ইনিংসে তিনি চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। যে সময় দলে গুরুত্বপূর্ণ রান দরকার সেই সময়ই আউট হন রোহিত।

সামনেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দুটি টেস্ট ম্যাচ। সেই ম্যাচে কিছু বদল হতে পারে বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শেষ পর্যন্ত কি বদল হয় এখন সেটাই দেখার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest IPL News

বৃষ্টিতে যথা সময়ে শুরু হল না RR v KKR ম্যাচ, খেলা ভেস্তে গেলে বড় ক্ষতি সঞ্জুদের অভিষেক-ক্লাসেনের তাণ্ডবে দিশেহারা পঞ্জাব, ২০০ টপকেও আত্মসমর্পণ হায়দরাবাদের কাছে 'Definitely Not'- মাহির ভক্তেরা হঠাৎ ধোনিকে নিয়ে কেন এমন স্লোগান দিচ্ছেন? ভিডিয়ো: CSK হারতেই কেঁদেই ফেললেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তনী! ধোনির সঙ্গে হাত না মিলিয়ে সেলিব্রেশনে মেতেছিল RCB, তীব্র নিন্দে করলেন ভন, হর্ষ ভাই অডিও বন্ধ কর-একটা অডিও আমার ১২টা বাজিয়েছে: ক্যামেরাম্যানকে দেখে রোহিতের মজা বারণ করা সত্ত্বেও ব্যক্তিগত ভিডিয়ো পোস্ট, স্টার স্পোর্টসকে তুলোধোনা রোহিতের IPL 2024: ‘আমার ম্যান অফ দ্য ম্যাচ যশ দয়ালকে উৎসর্গ করলাম’- ফ্যাফ ডু'প্লেসি IPL 2024: সাহসী হলে সেটব্য়াকের পর কামব্যাক হবেই! যশ দয়ালকে বার্তা KKR-এর 'ইয়র্কার নয়, স্লোয়ার বল কর', বিরাটের কথা মতো কাজ করেই ধোনিদের আটকান দয়াল- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.