বাংলা নিউজ > ময়দান > IND vs SL Team Selection 5 takeaways: রোহিতদের T20I কেরিয়ারে 'ইতি', 'শেষ' শিখরের যাত্রা - SL সিরিজের দলে মিলল ৫ ইঙ্গিত

IND vs SL Team Selection 5 takeaways: রোহিতদের T20I কেরিয়ারে 'ইতি', 'শেষ' শিখরের যাত্রা - SL সিরিজের দলে মিলল ৫ ইঙ্গিত

রোহিত শর্মা। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

IND vs SL Team Selection 5 takeaways: শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের এবং টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ভারত। সেখানে ডিমোশন হয়েছে কেএল রাহুলের। প্রমোশন হয়েছে হার্দিক পান্ডিয়ার। আবার রোহিত শর্মা, বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়েও অনেকটা ধারণা মিলেছে।

ঘরের মাঠে সহজ শ্রীলঙ্কার সিরিজ। কিন্তু সেই সিরিজের জন্য ভারতের দল ঘোষণা থেকেই ভবিষ্যতের একাধিক মিলল। টি-টোয়েন্টি, একদিনের দল কোন পথে এগোতে চলেছে, তারও একটা রূপরেখা পাওয়া গেল। ভারতের দুই দল থেকে কী কী ইঙ্গিত পাওয়া গেল, তা দেখে নিন -

শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতের দল

টি-টোয়েন্টি দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ইশান কিষান (উইকেটকিপার), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, হার্ষাল প্যাটেল, উমরান মালিক, শিবম মাাভি এবং মুকেশ কুমার।

একদিনের সিরিজের জন্য দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ চাহাল, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক এবং আর্শদীপ সিং।

রাহুলের 'ডিমোশন' ও হার্দিকের 'প্রমোশন'

ব্যাট হাতে ছন্দে নেই। অধিনায়কত্বের ক্ষেত্রে আরও শোচনীয়। সেই পরিস্থিতিতে ভারতের একদিনের দলে নিজের জায়গা বাঁচিয়ে রাখতে পারলেও কেএল রাহুলের 'ডিমোশন' হল। তাঁর হাত থেকে সহ-অধিনায়কত্বের দায়িত্ব কেড়ে নেওয়া হয়েছে। পরিবর্তে একদিনের সিরিজের জন্য রোহিতের ডেপুটি হয়েছেন হার্দিক। অর্থাৎ বিশ্বকাপের আগে হার্দিককেই সহ-অধিনায়ক হিসেবে পরখ করে দেখে নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের মত।

সাদা বলে ভবিষ্যতে ভারতের নেতা হার্দিক

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক হিসেবে হার্দিককে বেছে নেওয়া হয়েছে। সেইসঙ্গে একদিনের সিরিজের জন্য তাঁকে সহ-অধিনায়ক রেখেছে বিসিসিআই। যে সিদ্ধান্ত থেকে স্পষ্ট ইঙ্গিত মিলছে, রোহিত আন্তর্জাতিক ক্রিকেটে ইতি টানার পর ২৭ বছরের হার্দিককেই ভারতের দীর্ঘমেয়াদি সাদা বলের অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নয়া প্রশাসন।

টি-টোয়েন্টিতে ভারতের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন রোহিত, বিরাট ও রাহুল? 

রোহিতকে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি। বুড়ো আঙুলের চোটের (বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে সেই চোট পেয়েছিলেন, তারপর থেকে ভারতের হয়ে খেলতে পারেননি) জন্য একটি সিরিজে দলে রাখা হয়নি নাকি তাঁকে ভারতের টি-টোয়েন্টি দল থেকে স্থায়ীভাবে বসিয়ে দেওয়া হয়েছে, তা নিয়ে বিসিসিআইয়ের বিবৃতিতে কিছু জানানো হয়নি। 

তবে বিরাট কোহলি এবং কেএল রাহুলও দলে না থাকায় একটি মহলের ধারণা যে ২০২৪ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে ওই তিনজনকে টি-টোয়েন্টি দলে আর রাখা হবে না। বরং তরুণদের সুযোগ দিয়ে ২০২৪ সালের বিশ্বকাপের জন্য দল গড়ে তোলা হচ্ছে। আগামী বছর (২০২৩ সাল) ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপের দিকে তাকিয়ে তাঁদের সম্ভবত একদিনের ক্রিকেটে মনোনিবেশ করতে বলা হবে।

আরও পড়ুন: Squads For Sri Lanka Series: পন্ত বাদ সাদা বল থেকে, T20-তে অধিনায়ক হার্দিক, বিশ্রাম কোহলি-রোহিতকে

বিষয়টি নিয়ে নাম গোপন রাখার শর্তে সংবাদসংস্থা পিটিআইকে এক শীর্ষ বিসিসিআই সূত্র বলেছেন, 'রোহিতকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে ছেঁটে ফেলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হবে না। কিন্তু কোহলি এবং রাহুলের সঙ্গে তাঁকেও এই ফর্ম্যাট থেকে ক্রমশ সরিয়ে দেওয়া হবে। ট্রেনিং শুরু করলেও রোহিতের বুড়ো আঙুলের চোট এখনও পুরোপুরি ঠিক হয়নি। কিন্তু ধাপে-ধাপে (ওই খেলোয়াড়দের) সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।'

শিখর ধাওয়ানের ভারতীয় দলের রাস্তা প্রায় বন্ধ 

দেশের হয়ে সম্ভবত শেষ ম্যাচ খেলে ফেলেছেন সাদা বলে ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ধাওয়ান। যিনি দীর্ঘদিন ধরে ছন্দে নেই। রান পাচ্ছেন না। অথচ বাংলাদেশের আগে ভারত যে একদিনের সিরিজ খেলেছিল ভারত, তাতেও ভারতের অধিনায়ক ছিলেন ধাওয়ান। কিন্তু ধারাবাহিকভাবে রান করতে ব্যর্থ হওয়ায় ধাওয়ানকে সুযোগ দেয়নি বোর্ড।

এমনিতে ভারতের একদিনের দলের ওপেনিংয়ে রোহিত থাকছেন। ৫০ ওভারের ক্রিকেটে শুভমন দুর্দান্ত ফর্মে আছেন। আবার ইশান কিষান দ্বিশতরান করে দেখিয়ে দিয়েছেন যে ওপেনিংয়ে তিনি কী করতে পারেন। সেই পরিস্থিতিতে ভারতের একদিনের দলে ধাওয়ান-পরবর্তী যুগের দিকে দেখছে বিসিসিআই।

আরও পড়ুন: ভালো পারফরম্যান্সের পুরস্কার, শ্রীলঙ্কার বিরুদ্ধে T20 টিমে বাংলার মুকেশ

আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে ভারতের টি-টোয়েন্টি দল নির্বাচন

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের যে দল নির্বাচন করা হয়েছে, তা থেকে স্পষ্ট যে এবার থেকে টি-টোয়েন্টি দল নির্বাচনের ক্ষেত্রে আইপিএলকে প্রাধান্য দেওয়া হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে যেমন শিবম মাভি, মুকেশ কুমাররা সুযোগ পেয়েছেন। তাঁরা অবশ্য ঘরোয়া ক্রিকেটেও ভালো পারফরম্যান্স করে আসছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ জীবনে এসেছে ছোট্ট প্রাণ, 'আর তাই সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছি', জানালেন পিয়া

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.