বাংলা নিউজ > ময়দান > ফিরলেন শাকিব,ভরসা এবাদতে- ভারতের বিরুদ্ধে ODI সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

ফিরলেন শাকিব,ভরসা এবাদতে- ভারতের বিরুদ্ধে ODI সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

ভারতের বিরুদ্ধে বাংলাদেশের দলের ঘোষণা করা হল

তিন ম্যাচের একদিনের সিরিজ়ে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। দলে ফেরানো হয়েছে শাকিব আল হাসানকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের বিরুদ্ধেই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলবে বাংলাদেশ।

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার শাকিব আল হাসান। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর। ওয়ানডে ছাড়াও টেস্ট সিরিজও খেলার কথা। ইয়াসির আলি সিরিজের জন্য পঞ্চাশ ওভারের খেলায় ফিরে এসেছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে একমাত্র ওয়ানডেতে নির্বাচকদের মুগ্ধ করার পরে পেসার এবাদত হোসেন তাঁর জায়গা ধরে রেখেছেন। তিন ম্যাচের একদিনের সিরিজ়ে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। দলে ফেরানো হয়েছে শাকিব আল হাসানকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের বিরুদ্ধেই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলবে বাংলাদেশ। 

আরও পড়ুন… নিজের পছন্দের একাদশ বেছে প্রশ্নের মুখে জাফর! পিছু ছাড়ছে না পন্ত-সঞ্জুর বিতর্ক

প্রাথমিকভাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য এবাদতকে নির্বাচিত করা হয়নি। কিন্তু পরে দলে জায়গা করে দেওয়া হয়। নিজের প্রথম ম্যাচে দুই উইকেট নিয়ে টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করেন তিনি। তবে দলে রাখা হয়নি মহম্মদ নঈমকে। সিরিজের প্রথম দুটি ম্যাচ যথাক্রমে ৪ ও ৭ ডিসেম্বর ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং তৃতীয় ম্যাচ ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিনিয়র ভারত দল ছাড়াও ভারত ‘এ’ দলও বাংলাদেশ সফরে যাচ্ছে।

আরও পড়ুন… FIFA World Cup 2022: জানেন কেন বিশ্বকাপে গোল করেও সেলিব্রেশন করলেন না সুইৎজারল্যান্ডের তারকা এম্বোলো!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেছেন, ‘জ়িম্বাবোয়ে সফরে আমরা শাকিবকে পাইনি। তাই দলে মোসাদ্দেককে রাখা হয়েছিল। শাকিবকে এ বার পাচ্ছি আমরা। তাই ৫০ ওভারের ক্রিকেটের দলে মোসাদ্দেককে রাখা হয়নি। এবাদতকে আমরা এক দিনের ক্রিকেটে আরও দেখতে চাই। কয়েক মাস ধরে বেশ ভালো বল করছে ও।’

দেখুন বাংলাদেশের ওয়ানডে দল-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, আনামুল হক, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলি, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত ও নাজমুল হোসেন, হাসান সোহান।

এই সিরিজের জন্য টিম ইন্ডিয়া অনেক আগেই অবশ্য তাদের দল ঘোষণা করে দিয়েছে। ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। বিশ্রাম থেকে ভারতীয় দলে ফিরে আসছেন তিনি। হিটম্যান ছাড়াও দলে ফিরছেন আরও অনেক সিনিয়র খেলোয়াড়। সব মিলিয়ে রোমাঞ্চকর একটা লড়াই-এর জন্য দুই দেশের ক্রিকেট ভক্তরা। 

 

বন্ধ করুন