ভারত বনাম বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজে ভারতীয় দলকে ২-১ গোলে হারের মুখে পড়তে হয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারল ভারতীয় দল। এই সিরিজে, ভারতীয় দলে উপস্থিত অলরাউন্ডার শিখর ধাওয়ান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিলেন। সিরিজের তিন ম্যাচে মাত্র ১৮ রান করতে পেরেছিলেন শিখর ধাওয়ান। তাঁর পারফরম্যান্স দেখে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন ভারতের প্রাক্তন নির্বাচক সাবা করিম। সাবা করিম বলেন, আপনি যদি ২৭৫-৩০০ স্কোর চান তাহলে দলে শিখর ধাওয়ান দরকার। অন্যদিকে, আপনি যদি ৩২৫-৩৫০ রান স্কোর করতে চান, তাহলে দলে শিখর ধাওয়ানের কোনও জায়গা নেই।
আরও পড়ুন… অসুস্থ ভারতের তরুণ পেসার খলিল আহমেদ, খেলবেন না রঞ্জির অধিকাংশ ম্যাচ
সনি স্পোর্টসে কথা বলতে গিয়ে সাবা করিম বলেন, ‘তারা কী ধরনের ক্রিকেট খেলাতে চায় সেটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। যদি দল এখনও মনে করে যে ২৭৫-৩০০ তাদের লক্ষ্য, তাহলে আপনার দলে শিখর ধাওয়ানের দরকার রয়েছে। কারণ সে এমনই একজন খেলোয়াড়। এই সিরিজে (বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ) রান পাননি তিনি। তবে আপনি তাঁকে আরেকটি সুযোগ দেবেন। এবং বলবেন যে দল যদি বিশ্বকাপের মঞ্চে ২৭৫-৩০০ রান করতে চায় তবে শিখর ধাওয়ান বিশ্বকাপ পর্যন্ত দলে থাকবেন।’
আরও পড়ুন… ‘অবিশ্বাস্য ভারত’- ডিওয়াই প্যাটিল স্টেডিয়ামের রোমাঞ্চ ভুলতে পারছেন না অজি তারকা বেথ মুনি
সাবা করিম আরও বলেছেন, ‘আপনি যদি ৩২৫-৩৫০ স্কোর করতে দৃঢ়প্রতিজ্ঞ হন তবে শিখর ধাওয়ানের সেই দলে কোনও জায়গা নেই। এই দিকে তাকিয়ে, অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের উপর অনেক কিছু নির্ভর করবে। তারা দলের কাছ থেকে কী আশা করে? আপনি যদি আশা করেন যে ৩৫০ রানের স্কোর করতে হবে তাহলে ধাওয়ানকে ১৩০-১৪০ স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে এবং বড় ইনিংস করতে হবে, তবে এটি মোটেও ঘটবে না।’ সাবা করিমের এই যুক্তির পরেই প্রশ্নে উঠেছে তাহলে কি ধাওয়ানের কেরিয়ার শেষ হয়ে গেল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।