১৩ বছর পর দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হল দক্ষিণাঞ্চল। এবারের দলীপ ট্রফির ফাইনালে মুখোমুখি হয় দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চল। এই ম্যাচের প্রথম থেকেই এগিয়ে থাকে দক্ষিণাঞ্চল। বিপক্ষকে কোনও রকম সুযোগ দেয়নি তারা। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বারংবার চাপের মুখে পড়ে পশ্চিমাঞ্চল। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও কোনও না কোনও জায়গায় ব্যর্থ হয়েছে। তবে চতুর্থ দিনের শেষেই কার্যত ম্যাচ জিতে নেয় পশ্চিমাঞ্চল। সরকারি ঘোষণার শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। পশ্চিমাঞ্চলকে ২২২ রানে অলআউট করার সঙ্গে সঙ্গেই দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হয়ে যায় পশ্চিমাঞ্চল।
এই ম্যাচে প্রথম ইনিংসে ২১৩ রান তোলে দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে আরও রান হতেই পারত। কিন্তু কিছু ভুল সিদ্ধান্তে তা হয়নি। তবে পশ্চিমাঞ্চল প্রথম ইনিংস থেকেই ব্যাকফুটে থাকে। যার ফল হাতে নাতে পেয়েছে তারা। অবশ্য ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করেন দক্ষিণাঞ্চলের বোলাররা। একই সঙ্গে বলতেই হবে এই ম্যাচে প্রথম ইনিংসে ৬৫ রান করেন পৃথ্বী শ। কিন্তু লিড নিতে পারেনি তাঁর দল। মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে যায় তারা। দুর্দান্ত বোলিং করেন কাভেরাপ্পা। সাত উইকেট নেন তিনি। স্বাভাবিক ভাবেই তাঁর বোলিং দাপটে চাপে পড়ে যায় পশ্চিমাঞ্চল।
দ্বিতীয় ইনিংসে লিড নিয়ে এগিয়ে যেতে থাকে দক্ষিণাঞ্চল। হনুমা বিহারি ৪২ রানের সৌজন্যে দক্ষিণাঞ্চল ২৩০ রান তুলতে সক্ষম হয়। ফলে পশ্চিমাঞ্চলের টার্গেট গিয়ে দাঁড়ায় ২৯৮ রানে। বড় রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নামলে প্রিয়ঙ্ক পঞ্চাল দুর্দান্ত ইনিংস খেলেন। একাই ২১১বলে ৯৫ রানের ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল মাত্র ১১টি বাউন্ডারির মাধ্যমে। এছাড়া সরফরাজ খানও ৪৮ রানের ইনিংস খেলেন। তবে সূর্যকুমার যাদব পুরোপুরি ভাবে ব্যর্থ হন। মাত্র ৪ রান করেন তিনি। কেউই সেই ভাবে রান করতে পারেনি। শনিবারই কার্যত ম্যাচ জিতে নেয় দক্ষিণাঞ্চল। কারণ সেই পরিস্থিতি থেকে কাটিয়ে ওঠার মতো ক্ষমতা ছিল না পশ্চিমাঞ্চলের।
রবিবার খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ২২২ রানে অলআউট হয়ে যায় পশ্চিমাঞ্চল। এই ইনিংসে চার উইকেট নেন কৌশিক এবং সাই কিশোর। তবে প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়া বিদ্ধার্থ কাভেরাপ্পা এই ইনিংসে মাত্র এক উইকেট নেন। সেই সঙ্গে ১৩ বছর পর দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হল দক্ষিণাঞ্চল। ম্যাচের সেরা হয়েছেন কাভেরাপ্পাই। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৮ উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।